নয়াদিল্লি, 9 জানুয়ারি: নয়ডার কোতোয়ালি থানা এক্সপ্রেসওয়ে এলাকায় একটি স্টেডিয়ামে চলছিল ক্রিকেট ম্যাচ ৷ রবিবার ম্যাচ চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইঞ্জিনিয়ারের। মৃতের নাম বিকাশ নেগি ৷ বয়স আনুমানিক 36 বছর বলে জানা গিয়েছে। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। তবেই ওই ক্রিকেটার তথা ইঞ্জিনিয়ারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাক্রমে জানা যায়, খেলার সময় ওই ইঞ্জিনিয়ার দৌড়তে দৌড়তে হঠাতই মাটিতে পড়ে যান। এরপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন ৷ তাঁর সঙ্গীরা তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জেপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবারের এই ঘটনায় শোকের ছায়া এলাকায় ৷ ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কোতোয়ালি এক্সপ্রেসওয়ে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের বাসিন্দা বিকাশ নেগি তাঁর পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতেন। তিনি নয়ডার একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। রবিবার সকালে বন্ধুদের সঙ্গে 135 নম্বর সেক্টরে থাকা একটি ক্রিকেট মাঠে ম্যাচ খেলছিলেন তিনি। ক্রিকেট ম্যাচ চলাকালীন তিনি রান করতে দৌড়নোর সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সেখানে উপস্থিত বন্ধুরা তাঁকে কাছের জেপি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি এক্সপ্রেসওয়ে থানার ইনচার্জ সরিতা মালিক জানান, মৃত্যুর কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। খেলার সময় বিকাশের আকস্মিক মৃত্যুতে শোকাহত বিকাশের পরিবার ও বন্ধুরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিকাশের আগে করোনা হয়েছিল, তারপরে সে দুর্বল হয়ে পড়ে। বর্তমানে বিকাশের পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং কারও বিরুদ্ধে থানায় এফআইআরও করা হয়নি ৷
আরও পড়ুন: