বারাণসী, 30 নভেম্বর: এক বছর ধরে মৃত মায়ের সঙ্গে বসবাস দুই মেয়ের ৷ খবর পেয়ে বুধবার বারাণসীর লঙ্কা থানা এলাকার মাদরবা থেকে বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করল পুলিশ ৷ কঙ্কালটির বয়স আনুমানিক এক বছর ৷ তাই দেখেই মনে করা হচ্ছে বৃদ্ধার মৃত্যু হয়েছে এক বছর আগে ৷ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দুই মেয়েই মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্য না করে দেহ ঘরেই রেখে দিয়েছিলেন ৷ এলাকায় তাঁরা স্বাভাবিক আচরণ করতেন ৷ কথোপকথনের সময়ও পুলিশ তাদের মানসিক অবস্থা বুঝতে পারেনি ৷ শিক্ষিত হয়েও এই কাজ তাঁরা কেন করলেন তাই ভাবাচ্ছে পুলিশকে ৷ ঘটনার কথা জানতে পেরে তাদের আত্মীয়স্বজনদের ডাকা হয় ৷
বেশ কয়েকদিন ধরে মেয়ে দু'টি খুব কম ঘর থেকে বেরোত ৷ প্রায় এক সপ্তাহ তাদের ঘরের দরজা বন্ধ ছিল ৷ এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করে প্রতিবেশীরা তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন ৷ পরে আত্মীয়রাই পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে প্রতিবেশীদের সাহায্যে তালা ভেঙে ঘরে ঢোকে পুলিশ ৷ তারপর সেখান থেকে দুই মেয়েকে বের করা হয় ৷ এই ঘরে দুই বোনের পাশেই তাদের মায়ের কঙ্কাল পড়ে ছিল ৷
জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর দুই বোনই কাউকে জানতে দেয়নি ৷ বাড়িরই একটি ঘরে মায়ের দেহ রেখে তার সঙ্গে সময় কাটাত দুই মেয়ে ৷ এভাবেই কেটে গিয়েছে এক বছর ৷ দুই বোনই খুব কম বাইরে বেরোত ৷ তাদের দেখেও কিছু বোঝা যায়নি ৷ এমন পরিস্থিতি হতে পারে তা কেউ আন্দাজও করতে পারেননি ৷ দুই বোন যেটুকু সময় বাইরে বেরোতেন স্বাভাবিক আচরণই করতেন ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দু'জনের মানসিক অবস্থা ভালো নয় ৷
পুলিশি তদন্ত বলছে, অসুস্থতার কারণে মাদরবার বাসিন্দা উষা ত্রিপাঠি 8 ডিসেম্বর 2022-এ মারা যান ৷ তাঁর স্বামীও বাড়ি ছাড়েন 2 বছর আগে ৷ স্ত্রীর মৃত্যুর পরও তিনি বাড়ি ফেরেননি ৷ উষাদেবীর দুই মেয়ে রয়েছে ৷ একজন বছর সাতাশের পল্লবী ও অন্যজন 18 বছরের বৈশ্বিক ৷ দুই বোনই তাদের মায়ের মৃ্ত্যুর খবর আত্মীস্বজনদের জানতে দেয়নি ৷ দেহও দাহ করেনি ৷
আরও পড়ুন :
1 একাকিত্ব ও গভীর সম্পর্কের কারণেই বারবার ঘটছে রবিনসন স্ট্রিটের মতো ঘটনা, মত মনোরোগ বিশেষজ্ঞের
2 রবিনসন স্ট্রিটের চেয়েও মর্মান্তিক ! উদ্ধার ভাইয়ের কঙ্কাল ও দাদার পচাগলা দেহ
3 রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হাওড়ায়, মায়ের দেহ আগলে বসে মেয়ে