ETV Bharat / bharat

Adar Poonawalla on Covovax: 10-15 দিনেই বুস্টার ডোজে ছাড়পত্র কোভোভ্যাক্সকে, দাবি আদর পুনাওয়ালার - বুস্টার ডোজ

খুব শীঘ্রই ভারতের তৃতীয় বুস্টার ডোজ হিসেবে আসতে চলেছে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স (Covovax will Get Approval as Booster) ৷ পুনেতে একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা (Adar Poonawalla) ৷

Adar Poonawalla on Covovax ETV BHARAT
10-15 দিনেই বুস্টার ডোজে ছাড়পত্র কোভোভ্যাক্সকে
author img

By

Published : Jan 9, 2023, 11:04 AM IST

পুনে, 9 জানুয়ারি: আগামী 10-15 দিনের মধ্য করোনার বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে কোভোভ্যাক্স (Covovax will Get Approval as Booster in 10-15 Days) ৷ এমনটাই দাবি করলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ৷ রবিবার পুনের ভারতী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের তিনি জানান, কোভোভ্যাক্স করোনার সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে খুব ভালো কাজ করছে ৷ সেখানেই তিনি জানান, আগামী 10-15 দিনের মধ্যে কোভোভ্যাক্স প্রতিষেধক বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে ৷

মহারাষ্ট্রে প্রায় সব জেলাতেই কোভিশিল্ড পাওয়া যাচ্ছে না ৷ যা নিয়ে ওই অনুষ্ঠানে আদর পুনাওয়ালাকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যার জবাবে তিনি বলেন, ‘‘কোভিশিল্ড সরবরাহের জন্য কেন্দ্রের কাছে যথেষ্ঠ পরিমাণে মজুত আছে ৷ কোভোভ্যাক্স আগামী 10-15 দিনের মধ্যে বুস্টার হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে ৷ আসলে এটা বুস্টার হিসেবে সেরা ৷ কারণ, এটি ওমিক্রনের উপর কোভিশিল্ডের থেকে বেশি ভালো কাজ করছে ৷’’

সেরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ‘‘সবাই ভারতের দিকে তাকিয়ে রয়েছে ৷ আর তা শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা নিয়ে নয় ৷ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে থাকা বিশাল জনসংখ্যার দেশে করোনাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে এবং সেই সঙ্গে করোনা অতিমারির সময় 70-80টি দেশকে প্রতিষেধক সরবরাহ করেছে ৷’’ আর সেই বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ আদর পুনাওয়ালা বলেন, ‘‘আর এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, আমাদের রাজ্য সরকারগুলির মদতে ৷ সেই সঙ্গে স্বাস্থ্যকর্মী, নির্মাতা ও সেই সকল মানুষ যাঁরা একটি লক্ষ্যের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করে গিয়েছে ৷’’

আরও পড়ুন: কোভোভ্যাক্স এবার 12 ঊর্ধ্ব সকলের জন্য, টুইট আদার পুনেওয়ালার

এই অনুষ্ঠানে আদর পুনাওয়ালাকে ডক্টর পতংরাও কদম মেমোরিয়াল সম্মান প্রদান করা হয় ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই সম্মান তাঁর হাতে তুলে দেন ৷ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ডক্টর পতংরাও কদমের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৷ যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এডুকেশন ব্যারন ছিলেন ৷

পুনে, 9 জানুয়ারি: আগামী 10-15 দিনের মধ্য করোনার বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে কোভোভ্যাক্স (Covovax will Get Approval as Booster in 10-15 Days) ৷ এমনটাই দাবি করলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ৷ রবিবার পুনের ভারতী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের তিনি জানান, কোভোভ্যাক্স করোনার সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে খুব ভালো কাজ করছে ৷ সেখানেই তিনি জানান, আগামী 10-15 দিনের মধ্যে কোভোভ্যাক্স প্রতিষেধক বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে ৷

মহারাষ্ট্রে প্রায় সব জেলাতেই কোভিশিল্ড পাওয়া যাচ্ছে না ৷ যা নিয়ে ওই অনুষ্ঠানে আদর পুনাওয়ালাকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যার জবাবে তিনি বলেন, ‘‘কোভিশিল্ড সরবরাহের জন্য কেন্দ্রের কাছে যথেষ্ঠ পরিমাণে মজুত আছে ৷ কোভোভ্যাক্স আগামী 10-15 দিনের মধ্যে বুস্টার হিসেবে ছাড়পত্র পেয়ে যাবে ৷ আসলে এটা বুস্টার হিসেবে সেরা ৷ কারণ, এটি ওমিক্রনের উপর কোভিশিল্ডের থেকে বেশি ভালো কাজ করছে ৷’’

সেরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ‘‘সবাই ভারতের দিকে তাকিয়ে রয়েছে ৷ আর তা শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা নিয়ে নয় ৷ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে থাকা বিশাল জনসংখ্যার দেশে করোনাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে এবং সেই সঙ্গে করোনা অতিমারির সময় 70-80টি দেশকে প্রতিষেধক সরবরাহ করেছে ৷’’ আর সেই বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ আদর পুনাওয়ালা বলেন, ‘‘আর এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, আমাদের রাজ্য সরকারগুলির মদতে ৷ সেই সঙ্গে স্বাস্থ্যকর্মী, নির্মাতা ও সেই সকল মানুষ যাঁরা একটি লক্ষ্যের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করে গিয়েছে ৷’’

আরও পড়ুন: কোভোভ্যাক্স এবার 12 ঊর্ধ্ব সকলের জন্য, টুইট আদার পুনেওয়ালার

এই অনুষ্ঠানে আদর পুনাওয়ালাকে ডক্টর পতংরাও কদম মেমোরিয়াল সম্মান প্রদান করা হয় ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই সম্মান তাঁর হাতে তুলে দেন ৷ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ডক্টর পতংরাও কদমের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৷ যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এডুকেশন ব্যারন ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.