পিথোরাগড় (উত্তরাখণ্ড), 27 ডিসেম্বর: বিশ্বজুড়ে সাম্প্রতিক কোভিডের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সতর্ক নেপাল ৷ ভারত ও নেপালকে সংযোগকারী ঝুলাঘাটের আন্তর্জাতিক ঝুলন্ত সেতুতে বিশেষ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করল প্রতিবেশী দেশ ৷ এর পাশাপাশি ভারতের শহরে কাজ করা নেপালি নাগরিকরা নেপালে অ্যান্টিজেন টেস্টিং-ও শুরু করেছেন ।
স্বাস্থ্য অফিস বৈতাদির তথ্য কর্মকর্তা বিপিন লাইকা বলেন, "স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকাতে জানানো হয়েছে যে, ভারত থেকে আগত নেপালি নাগরিকদের ভারতের সঙ্গে সংযোগকারী প্রতিটি পয়েন্টে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে ৷ তা ছাড়া তাঁদের দেশে প্রবেশ করতে দেওয়া উচিত নয় ৷"
বিপিন আরও বলেন, "গত করোনা প্রাদুর্ভাবের সময় পিসিআর এবং অ্যান্টিজেন টেস্টে বৈতাদির 3,745 জন নাগরিকের করেনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে । এর মধ্যে 24 জন বেসামরিক নাগরিক কোভিডে মারা যান ।"
তিনি জানিয়েছেন, ভারত থেকে ভ্রমণকারী 467 জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল ৷ করোনার নতুন রূপ রুখতে ঝুলাঘাট ব্লকে সংশ্লিষ্ট দফতরের বৈঠক হয়েছে । ঝুলাঘাট ব্লকে উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে । চেকপয়েন্টে উপস্থিত হেলথ ডেস্কের কর্মীরা ভারত থেকে করোনা যাতে নেপালে না পৌঁছয়, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ।
কোভিড-19-এর নতুন রূপ জেএন.1 কেরল এবং কর্ণাটকে ছড়িয়ে পড়ছে । বর্তমানে 4,170 জন কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন । 2020 সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4.50 কোটি । কোভিড-19-এর নতুন রূপ জেএন.1 কেরল এবং কর্ণাটকে ছড়িয়ে পড়ছে । বর্তমানে 4,170 জন কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন । 2020 সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4.50 কোটি । সোমবার আরও 628 জন কোভিডে আক্রান্ত হওয়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাড়িয়েছে 4,054 ৷ এঁদের মধ্যে 63 জন কোভিডের নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন.1 -এ আক্রান্ত ৷
আরও পড়ুন: