মোতিহারি (বিহার), 9 জুন : দু'বছরও হয়নি বিয়ে হয়েছে, এক বছরের একটি সন্তানও হয়েছে ৷ কিন্তু "আমার জীবনে আর আনন্দের কোনও জায়গা নেই" বলে কাঁদছিলেন নেহা ৷ কারণ কোভিড-19 সংক্রমণে মারা গিয়েছেন তাঁর স্বামী, বিহারের স্কুলশিক্ষক দীপক আনন্দ ৷ চম্পারন জেলায় সরকারি হাসপাতালে দীপকের চিকিৎসা চলছিল ৷
এপ্রিলে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে পূর্ব আর পশ্চিম চম্পারন জেলা মিলিয়ে এখনও পর্যন্ত 54 জন শিক্ষক মারা গেলেন সংক্রমণে ৷ বিহারে মোট কতজন শিক্ষক মারা গিয়েছেন তার তালিকা তৈরির প্রস্তুতি নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর ৷ সরকারি আধিকারিক বলেন, "অন্য জেলাগুলি থেকে তথ্য জোগাড় করে নথিভুক্তিকরণের কাজ চলছে, এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷"
আরও পড়ুন : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, রইল লাখের নিচেই
পূর্ব চম্পারন জেলার শিক্ষা দফতরের আধিকারিক (ডিইও) আধেশ কুমার বলেন, "শুধুমাত্র এপ্রিল, মে-তে 29 জন শিক্ষক মারা গিয়েছেন ৷" আর পশ্চিম চম্পারনের ডিইও বিনোদ কুমার বিমল জানান সেখানে 25 জন মারা গিয়েছেন ৷ মৃত শিক্ষকদের বেশিরভাগ চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন বলে জানা গেছে ৷
সব স্কুল বন্ধ ৷ অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা ৷ শিক্ষকরা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন ৷ অনেক সময় তাঁরা দেরিতে বেতন পাচ্ছেন, আর জিনিসপত্রের দামও বেড়েছে ৷ ফলে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ করা সম্ভব হচ্ছে অনেকের ক্ষেত্রে ৷ পূর্ব চম্পারনের শিক্ষক সংগঠন বিহার পঞ্চায়েত নগর প্রারম্ভিক শিক্ষা সংঘ (বিপিএনপিএসএস) মনে করছে দেরিতে মাইনে পাওয়াই মৃত্যুর কারণ বলে মনে করছে ৷