নয়াদিল্লি, 12 জুলাই : ভারতে করোনার তৃতীয় ঢেউ আসবেই ৷ কারণ তা ‘‘অনিবার্য এবং আসন্ন’’ ৷ তাই রাজ্য সরকারগুলিকে এখনই কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ শিথিল না করার আবেদন জানাল আইএমএ (Indian Medical Association) ৷ সোমবার এই সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে তারা ৷ তাতে দাবি করা হয়েছে, সর্বোচ্চ মাত্রায় টিকাকরণ এবং কোভিড প্রোটোকল করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবকে প্রশমিত করতে পারলেও তাকে আটকাতে পারবে না ৷
আরও পড়ুন : করোনা বিধিনিষেধের মধ্যেই পার্ক স্ট্রিটের হোটেলে নাচ-গান, গ্রেফতার 37
আইএমএ-র এদিনের এই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে এবং আধুনিক চিকিৎসা পরিষেবার নিরন্তর প্রচেষ্টায় আমরা সবেমাত্র কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে বের হচ্ছি ৷ বিশ্বব্য়াপী যে প্রমাণ মিলছে, এবং এখনও পর্যন্ত অতিমারির যা ইতিহাস আমরা জানি, তাতে এটা নিশ্চিত যে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন ৷’’
তবে আশঙ্কার পাশাপাশি আশার কথাও শুনিয়েছে আইএমএ ৷ তাদের দাবি, নিয়ম মেনে চললে করোনার তৃতীয় ঢেউয়েরও সাফল্যের সঙ্গে মোকাবিলা করা সম্ভব ৷ আইএমএ-র প্রকাশ করা বিবৃতিতে এই সম্পর্কে বলা হয়েছে, ‘‘গত দেড় বছর ধরে ভাইরাসের সঙ্গে যুদ্ধ চলছে ৷ তাতে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে একটা বিষয় প্রমাণিত ৷ তা হল, সর্বোচ্চস্তরে টিকাকরণ করে তা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিলে এবং যাবতীয় কোভিড প্রোটোকল মেনে চললে তৃতীয় ঢেউয়ের প্রভাব অনেকটাই কম করা সম্ভব ৷’’
কিন্তু এক্ষেত্রে আইএমএ-র পর্যবেক্ষণ অত্যন্ত ‘‘বেদনাদায়ক’’ বলে জানিয়েছে তারা ৷ করোনার তৃতীয় ঢেউ যখন আসন্ন, তখন সকলেরই আরাও সতর্ক থাকা উচিত ৷ কিন্তু দেশের নানা প্রান্তে ঠিক এর উল্টোটা করা হচ্ছে ৷ কোভিডবিধি শিকেয় তুলেই করা হচ্ছে জমায়েত ৷ বিভিন্ন কারণে সাধারণ মানুষ যেমন এক জায়গায় ভিড় জমাচ্ছে, তেমনই সরকারি বহু কর্মকাণ্ডেও করোনাবিধি মানা হচ্ছে না ৷ আর এই নিয়েই আশঙ্কা প্রকাশ করেছে আএমএ ৷ এক্ষেত্রে আইএমএ কর্তৃপক্ষ পর্যটন এবং তীর্থযাত্রার মতো বিষয়গুলিকে আরও কয়েক মাসের জন্য স্থগিত রাখার আবেদন জানিয়েছে ৷
আরও পড়ুন : Coronavirus India: দেশে অনেকটা কমল করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও ; বেড়েছে সুস্থতার হার
আইএমএ-র প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, এখনই যদি উপাসনালয়গুলি খুলে দেওয়া হয় এবং মানুষকে সেখানে টিকা না নিয়েই যেতে দেওয়া হয়, কোভিডবিধি উপেক্ষা করা হয়, তা হলে তৃতীয় ঢেউ আরও ভয়ঙ্কর হবে ৷ এই কারণেই আরও অন্তত তিনমাস কঠোরভাবে কোভিডবিধি পালনের পক্ষে সওয়াল করেছে আইএমএ ৷ এই বিষয়ে রাজ্য সরকারগুলির সহযোগিতা চেয়েছে তারা ৷ রাজ্য সরকারগুলি যাতে প্রধানমন্ত্রীর কোভিডবিধি সংক্রান্ত বার্তা স্থানীয় ভাষায় অনুবাদ করে প্রচার করে, তারও আবেদন জানানো হয়েছে তাদের তরফে ৷