নয়াদিল্লি, 28 মার্চ : কয়েকটি দেশে এখনও উদ্বেগ ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও বিষ দাঁত ভেঙে গিয়েছে কোভিডের ৷ বিশেষজ্ঞদের ধারণা অন্তত তেমনটাই ৷ তাই ভাইরাসের নাগপাশ কাটিয়ে পৃথিবী যে প্রায় সুস্থ সে কথা বলাই যায় ৷ ব্যতিক্রম নয় ভারতবর্ষও ৷ বিপুল হারে টিকাকরণ, কোভিড বিধিনিষেধ জারি করে এসেছে সাফল্য ৷ নিউ নর্মালে অভ্যস্ত হয়ে উঠেছে দেশ ৷ দৈনিক সংক্রমণ কমতে কমতে নেমে এসেছে হাজারের কাছাকাছি ৷ তাই সমস্ত দিক পর্যালোচনা করে কোভিড কলার টিউন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার (Central Government decides to stop COVID-19 caller tune soon) ৷
কবে বন্ধ হচ্ছে সে ব্যাপারে সরকারি ঘোষণা এখনও হয়নি ৷ তবে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দেশের জনসাধারণের জীবনে অঙ্গাঙ্গিকভাবে জুড়ে যাওয়া কোভিড কলার-টিউন শীঘ্রই বন্ধ করতে চলেছে কেন্দ্র ৷ দু'বছর আগে অর্থাৎ, 2020 মার্চে দেশে প্রথম যখন ভাইরাস হানা দিয়েছিল, দেশের মানুষকে সচেতন করতে তখন এই কলার টিউন চালু করেছিল টেলিকম মন্ত্রক ৷
সময় বিশেষে বদলও এসেছে তাতে ৷ ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতনে কন্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চনও ৷ সর্বশেষ কোভিড কলার-টিউনের মধ্যে দিয়ে টিকাকরণে ভারতের অভূতপূর্ব সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে ৷
আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতির উন্নতি, কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
তবে সময়ের সঙ্গে কোভিড কলার টিউন অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের বিরক্তিরও কারণ হয়ে উঠেছে ৷ সমাধান হিসেবে কেউ সাধারণ কলের পরিবর্তে হোয়াটস অ্যাপ কলে ভরসা রেখেছে, তো কেউ আবার সেট করে নিয়েছেন নিজেদের পছন্দের টিউন ৷ তাই কেন্দ্রের কোভিড কলার টিউন বন্ধ করার সিদ্ধান্তে স্বস্তির শ্বাসও ফেলছেন অনেকে ৷