ETV Bharat / bharat

Corona Update in India: কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল অ্যাক্টিভ রোগী - ভারতে করোনা

দেশে কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 17,070 জন (Fresh Covid 19 cases)৷ তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷

Coronavirus: India reports 17,070 fresh Covid 19 cases and 23 deaths in the last 24 hours
কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল অ্যাক্টিভ রোগী
author img

By

Published : Jul 1, 2022, 9:57 AM IST

Updated : Jul 1, 2022, 10:24 AM IST

নয়াদিল্লি, 1 জুলাই: কিছুটা কমল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Corona Update in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 17,070 জন (Fresh Covid 19 cases)৷ গতকাল এই সংখ্যাটা ছিল 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে ছিল সর্বোচ্চ ৷ তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কিছুটা কমেছে (Coronavirus in India)৷ মারা গিয়েছেন 23 জন ৷ দেশে করোনা আক্রান্ত হয়ে গতকাল 39 জনের মৃত্যু হয় ৷ করোনায় এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 5,25,139 জনের ৷

সংক্রমণ ও মৃত্যু গতকালের থেকে কমলেও বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগী 2,634 জন বেড়ে হয়েছে 1,07,189 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 4 হাজার 555 ৷

আরও পড়ুন: সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয় যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 17,070 জন ৷ দৈনিক সংক্রমণের হার 3.40 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 14,413 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার প্রায় 98.55 শতাংশ ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন মোট 4,28,36,906 জন ৷

গত 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে 11,67,503 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 1,97,74,71,041 জনের টিকাকরণ হয়েছে ৷ আইসিএমআর-এর রিপোর্ট বলছে, বৃহস্পতিবার 5,02,150 জনের করোনা পরীক্ষা করা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 জুলাই: কিছুটা কমল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Corona Update in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 17,070 জন (Fresh Covid 19 cases)৷ গতকাল এই সংখ্যাটা ছিল 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে ছিল সর্বোচ্চ ৷ তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কিছুটা কমেছে (Coronavirus in India)৷ মারা গিয়েছেন 23 জন ৷ দেশে করোনা আক্রান্ত হয়ে গতকাল 39 জনের মৃত্যু হয় ৷ করোনায় এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 5,25,139 জনের ৷

সংক্রমণ ও মৃত্যু গতকালের থেকে কমলেও বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগী 2,634 জন বেড়ে হয়েছে 1,07,189 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 4 হাজার 555 ৷

আরও পড়ুন: সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয় যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 17,070 জন ৷ দৈনিক সংক্রমণের হার 3.40 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 14,413 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার প্রায় 98.55 শতাংশ ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন মোট 4,28,36,906 জন ৷

গত 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে 11,67,503 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 1,97,74,71,041 জনের টিকাকরণ হয়েছে ৷ আইসিএমআর-এর রিপোর্ট বলছে, বৃহস্পতিবার 5,02,150 জনের করোনা পরীক্ষা করা হয়েছে ৷

Last Updated : Jul 1, 2022, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.