নয়াদিল্লি, 4 জুন : কোভিড বুস্টার ডোজ হিসেবে বায়োলজিক্যাল ই-সংস্থার ভ্যাকসিন কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিল ডিসিজিআই (DCGI cleared Corbevax as Covid booster shot) ৷ 18 বছর ও তার বেশি বয়সিরা কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজ নিতে পারবেন ৷ শনিবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে (Corbevax cleared as Covid booster shot for those 18 and above) ৷
হায়দরাবাদস্থিত বায়োলজিক্যাল ই সংস্থার কোভিড ভ্যাকসিনটি একটি হেটারোলোগাস প্রতিষেধক ৷ সংস্থাটির তরফে জানানো হয়েছে, কোভিডের প্রাথমিক দুটি টিকা নেওয়ার 6 মাস পরে এই বুস্টার ডোজ নেওয়া যাবে ৷ কেউ কোভিড টিকা হিসাবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে থাকলে, বুস্টার ডোজ হিসেবে তিনি কোর্বেভ্যাক্স নিতে পারেন বলে সংস্থাটি জানিয়েছে ৷
-
CORBEVAX gets DCGI nod as a heterologous COVID-19 booster dose, announces Biological E. Limited
— ANI (@ANI) June 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">CORBEVAX gets DCGI nod as a heterologous COVID-19 booster dose, announces Biological E. Limited
— ANI (@ANI) June 4, 2022CORBEVAX gets DCGI nod as a heterologous COVID-19 booster dose, announces Biological E. Limited
— ANI (@ANI) June 4, 2022
আরও পড়ুন : ফের থাবা বসাচ্ছে করোনা, টিকাকরণের হারে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর
সংস্থাটির তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় দফায় দেশের একাধিক কেন্দ্রে 416 জনের উপর এই বুস্টার ডোজের টিকা পরীক্ষা করা হয়েছে ৷ আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন এরকম 18 থেকে 80 বছর বয়সিদের উপর এই টিকা প্রয়োগ হয়েছে ৷ " ইতিমধ্যেই 5 থেকে 12 বছর বয়সি ও 12 থেকে 14 বছর বয়সিদের কোভিড টিকাকরণের জন্য কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই ৷ ইতিমধ্যেই 10 কোটি ডোজ কোর্বেভ্যাক্স কেন্দ্রকে দিয়েছে বায়োলজিক্যাল ই ৷