ETV Bharat / bharat

Udayan Guha : ‘তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ’, উদয়নের মন্তব্যে তীব্র বিতর্ক

‘‘বিএসএফের দালালি করছে বিজেপি । মিহির গোস্বামী । এরা হত্যাকারীদের দালাল । বিএসএফ হত্যাকারী ।’’ বিধানসভায় বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর ৷

Udayan Guha
বিধানসভায় বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর
author img

By

Published : Nov 16, 2021, 3:33 PM IST

Updated : Nov 16, 2021, 4:14 PM IST

কলকাতা, 16 নভেম্বর : কেন্দ্রের তরফে বিএসএফের (Border Security Force) ক্ষমতা বাড়ানো হচ্ছে ৷ 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হচ্ছে বিএসএফের সীমানা ৷ তা নিয়েই আলোচনা হচ্ছিল বিধানসভায় ৷ সেখানেই বিতর্কিত মন্তব্য় করলেন শাসকদলের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে সরাসরি তোপ দাগেন বিএসএফের দিকে ৷ বলেন, ‘‘তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে বিএসএফ । ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে ।’’ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকিও দেন উদয়ন ৷ যার জেরে স্পিকার তাঁকে ভর্ৎসনা করেন ৷ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আলোচনা হোক । আলোচনার ক্ষেত্র যাতে বিঘ্নিত না-হয়, সেটা দেখতে হবে ।’’

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

উদয়ন গুহর মন্তব্যের বিরুদ্ধে বিধানসভার ভেতরেই চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা । যদিও তাতে থামতে দেখা যায়নি উপনির্বাচনে সর্বোচ্চ ভোটে জিতে বিধায়ক হওয়া উদয়নকে ৷ তিনি বলেন, ‘‘কীভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে ? 1500 কিলোমিটার কাঁটাতারের বেড়া । এরপরও গরু, ছাগল কোনও ভাবেই পেরোতে পারে না । আর যদি সেটা হয়, তবে বুঝতে হবে এতে বিএসএফের মদত আছে । বিএসএফ-এর দালালি করছে বিজেপি । 10টি জেলার 65টি ব্লক বিএসএফের অধীনে । ওদের অত্যাচার যে দেখেনি, জানে না । 7টি জেলা শহরকে বিএসএফের অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে ।’’

কলকাতা, 16 নভেম্বর : কেন্দ্রের তরফে বিএসএফের (Border Security Force) ক্ষমতা বাড়ানো হচ্ছে ৷ 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হচ্ছে বিএসএফের সীমানা ৷ তা নিয়েই আলোচনা হচ্ছিল বিধানসভায় ৷ সেখানেই বিতর্কিত মন্তব্য় করলেন শাসকদলের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে সরাসরি তোপ দাগেন বিএসএফের দিকে ৷ বলেন, ‘‘তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে বিএসএফ । ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে ।’’ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকিও দেন উদয়ন ৷ যার জেরে স্পিকার তাঁকে ভর্ৎসনা করেন ৷ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আলোচনা হোক । আলোচনার ক্ষেত্র যাতে বিঘ্নিত না-হয়, সেটা দেখতে হবে ।’’

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

উদয়ন গুহর মন্তব্যের বিরুদ্ধে বিধানসভার ভেতরেই চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা । যদিও তাতে থামতে দেখা যায়নি উপনির্বাচনে সর্বোচ্চ ভোটে জিতে বিধায়ক হওয়া উদয়নকে ৷ তিনি বলেন, ‘‘কীভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে ? 1500 কিলোমিটার কাঁটাতারের বেড়া । এরপরও গরু, ছাগল কোনও ভাবেই পেরোতে পারে না । আর যদি সেটা হয়, তবে বুঝতে হবে এতে বিএসএফের মদত আছে । বিএসএফ-এর দালালি করছে বিজেপি । 10টি জেলার 65টি ব্লক বিএসএফের অধীনে । ওদের অত্যাচার যে দেখেনি, জানে না । 7টি জেলা শহরকে বিএসএফের অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে ।’’

Last Updated : Nov 16, 2021, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.