ETV Bharat / bharat

Congress Leader Comment: পারস্য থেকে এসেছে 'হিন্দু' শব্দ, যোগ নেই ভারতের সঙ্গে, বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের - কর্নাটকের কংগ্রেস নেতা

'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলির বিরুদ্ধে (controversial comment of Congress MLA Satish Jarakiholi) ৷

ETV Bharat
Congress Leader Comment
author img

By

Published : Nov 7, 2022, 7:32 PM IST

Updated : Nov 7, 2022, 8:59 PM IST

বেলাগাভি, 7 নভেম্বর: 'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলি (Congress MLA Satish Jarkiholi) ৷ বর্তমানে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদেও রয়েছেন তিনি ৷ সোমবার বেলাগাভীর নিপান্নি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "হিন্দু শব্দটি এসেছে পারস্য (পার্সিয়া) থেকে ৷ পার্সিয়ান হল ইরান, ইরাক, কাজাখস্থান ৷ তাহলে হিন্দু শব্দটির সঙ্গে ভারতের কী সম্পর্ক ? তাহলে হিন্দু তোমাদের কী করে হল? তাহলে সেটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে?"

এখানেই থামেননি এই কংগ্রেস নেতা ৷ তিনি আরও বলেন, "এই হিন্দু শব্দের অর্থ খুব নোংরা ৷ আপনারা জানলে লজ্জা পাবেন ৷ এই নিয়ে চর্চা হওয়া উচিত ৷" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (Karnataka congress MLA on Hindu) ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক (controversial comment of Karnataka congress MLA) ৷

বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

আরও পড়ুন: মোরবি সেতু বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ গুজরাত হাইকোর্টের, নোটিশ রাজ্যকে

ওই কংগ্রেস নেতা বলেন, "মানুষকে মানুষ হিসেবে ভাবাটা খুব গুরুত্বপূর্ণ ৷ কাউকে জাতের ভিত্তিতে বিচার করা উচিত না ৷ এই ধরনের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত ৷ এই কারণেই আমরা ব্যবস্থার বিরুদ্ধে লড়ছি ৷ দলিত জল স্পর্শ করলে অপবিত্র বলা হয় ৷ কিন্তু মোষ জলে ডুবে থাকে অনেক সময়ে ৷ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সকলের সমানাধিকার থাকা উচিত ৷ কেন দলিতদের প্রবেশে আপত্তি করা হয় ৷"

বেলাগাভি, 7 নভেম্বর: 'হিন্দু' শব্দের উৎপত্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ জার্কিহলি (Congress MLA Satish Jarkiholi) ৷ বর্তমানে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদেও রয়েছেন তিনি ৷ সোমবার বেলাগাভীর নিপান্নি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "হিন্দু শব্দটি এসেছে পারস্য (পার্সিয়া) থেকে ৷ পার্সিয়ান হল ইরান, ইরাক, কাজাখস্থান ৷ তাহলে হিন্দু শব্দটির সঙ্গে ভারতের কী সম্পর্ক ? তাহলে হিন্দু তোমাদের কী করে হল? তাহলে সেটা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে?"

এখানেই থামেননি এই কংগ্রেস নেতা ৷ তিনি আরও বলেন, "এই হিন্দু শব্দের অর্থ খুব নোংরা ৷ আপনারা জানলে লজ্জা পাবেন ৷ এই নিয়ে চর্চা হওয়া উচিত ৷" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (Karnataka congress MLA on Hindu) ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক (controversial comment of Karnataka congress MLA) ৷

বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

আরও পড়ুন: মোরবি সেতু বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ গুজরাত হাইকোর্টের, নোটিশ রাজ্যকে

ওই কংগ্রেস নেতা বলেন, "মানুষকে মানুষ হিসেবে ভাবাটা খুব গুরুত্বপূর্ণ ৷ কাউকে জাতের ভিত্তিতে বিচার করা উচিত না ৷ এই ধরনের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত ৷ এই কারণেই আমরা ব্যবস্থার বিরুদ্ধে লড়ছি ৷ দলিত জল স্পর্শ করলে অপবিত্র বলা হয় ৷ কিন্তু মোষ জলে ডুবে থাকে অনেক সময়ে ৷ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সকলের সমানাধিকার থাকা উচিত ৷ কেন দলিতদের প্রবেশে আপত্তি করা হয় ৷"

Last Updated : Nov 7, 2022, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.