ETV Bharat / bharat

Congress President Election: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে ! - শশী থারুর

2000 সালে কংগ্রেসের সভাপতি পদে মুখোমুখি লড়াই হয়েছিল সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও জিতেন্দ্র প্রসাদের মধ্যে ৷ 22 বছর আবার এই পদে দুই কংগ্রেসীর লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ৷

Contest for Cong President post on cards two decades after Sonia Gandhi trumped Jitendra Prasada
Congress President Election: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে !
author img

By

Published : Sep 20, 2022, 4:55 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : 22 বছর পর আবার কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী (Congress President Election) লড়াই হতে চলেছে ৷ শেষবার 2000 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই হয়েছিল ৷ তার পর চলতি 2022-এ সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

আগামী মাসে কংগ্রেসের (Congress) সভাপতি পদে নির্বাচন ৷ সোমবার কংগ্রেসের একটি সূত্র মারফত খবর মেলে যে এবার সভাপতি পদে প্রার্থী হতে চলেছেন সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ৷ গতকাল তিনি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকেই শশীকে নির্বাচনী লড়াইয়ে নামার সম্মতি দিয়েছেন সোনিয়া ৷ অন্যদিকে ভোটে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ৷ সেই কারণেই নির্বাচনী লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

কংগ্রেসে সবচেয়ে বেশি সময় সভাপতি পদে থেকেছেন সোনিয়া গান্ধি ৷ 1998 সালে তিনি এই পদে বসেন ৷ 2017 সালে তিনি সরে যান ৷ এই সময়কালে তাঁকে একবারই সভাপতি হওয়ার জন্য নির্বাচনী লড়াই করতে হয়েছিল ৷ 2000 সালের নভেম্বরে হওয়া ওই ভোটে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জিতেন্দ্র প্রসাদ ৷

তার পর থেকে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী হয়েছেন সোনিয়া গান্ধি ৷ তিনি সরে যাওয়ার পর 2017 সালে সভাপতি হন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনিও বিনাযুদ্ধে কংগ্রেসের সর্বোচ্চ পদে বসেছিলেন ৷ 2019 সালে তিনি লোকসভা ভোটে হারার দায় নিয়ে সরে দাঁড়ান ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া ৷

সূত্রের খবর, কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া ৷ সেটা তিনি শশীকেও জানিয়েছেন ৷ আগে থেকেই সভাপতি ঠিক হয়ে রয়েছে, এই বিতর্কের অবসানের জন্য একাধিক প্রার্থী ভোট লড়ুক, এমনটা সোনিয়া নিজেও চাইছেন বলে খবর ৷

সোনিয়ার সেই মনোভাবই কার্যত জয়রাম রমেশের টুইটে সামনে এসেছে ৷ তিনি লেখেন, কংগ্রেস এখন ভারত জোড়ো যাত্রার সাফল্য নিয়ে চিন্তিত ৷ সভাপতি পদে যে কেউ লড়াই করতে পারেন ৷ প্রত্যেককেই স্বাগত জানানো হবে ৷ সভাপতি পদে লড়াই করার জন্য কারও থেকে সম্মতি আদায়ের প্রয়োজন নেই ৷

আরও পড়ুন : শশীকে সভাপতি পদে লড়ার সম্মতি সোনিয়ার, খবর কংগ্রেস সূত্রে

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : 22 বছর পর আবার কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী (Congress President Election) লড়াই হতে চলেছে ৷ শেষবার 2000 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই হয়েছিল ৷ তার পর চলতি 2022-এ সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

আগামী মাসে কংগ্রেসের (Congress) সভাপতি পদে নির্বাচন ৷ সোমবার কংগ্রেসের একটি সূত্র মারফত খবর মেলে যে এবার সভাপতি পদে প্রার্থী হতে চলেছেন সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ৷ গতকাল তিনি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকেই শশীকে নির্বাচনী লড়াইয়ে নামার সম্মতি দিয়েছেন সোনিয়া ৷ অন্যদিকে ভোটে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ৷ সেই কারণেই নির্বাচনী লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

কংগ্রেসে সবচেয়ে বেশি সময় সভাপতি পদে থেকেছেন সোনিয়া গান্ধি ৷ 1998 সালে তিনি এই পদে বসেন ৷ 2017 সালে তিনি সরে যান ৷ এই সময়কালে তাঁকে একবারই সভাপতি হওয়ার জন্য নির্বাচনী লড়াই করতে হয়েছিল ৷ 2000 সালের নভেম্বরে হওয়া ওই ভোটে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জিতেন্দ্র প্রসাদ ৷

তার পর থেকে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী হয়েছেন সোনিয়া গান্ধি ৷ তিনি সরে যাওয়ার পর 2017 সালে সভাপতি হন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনিও বিনাযুদ্ধে কংগ্রেসের সর্বোচ্চ পদে বসেছিলেন ৷ 2019 সালে তিনি লোকসভা ভোটে হারার দায় নিয়ে সরে দাঁড়ান ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া ৷

সূত্রের খবর, কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া ৷ সেটা তিনি শশীকেও জানিয়েছেন ৷ আগে থেকেই সভাপতি ঠিক হয়ে রয়েছে, এই বিতর্কের অবসানের জন্য একাধিক প্রার্থী ভোট লড়ুক, এমনটা সোনিয়া নিজেও চাইছেন বলে খবর ৷

সোনিয়ার সেই মনোভাবই কার্যত জয়রাম রমেশের টুইটে সামনে এসেছে ৷ তিনি লেখেন, কংগ্রেস এখন ভারত জোড়ো যাত্রার সাফল্য নিয়ে চিন্তিত ৷ সভাপতি পদে যে কেউ লড়াই করতে পারেন ৷ প্রত্যেককেই স্বাগত জানানো হবে ৷ সভাপতি পদে লড়াই করার জন্য কারও থেকে সম্মতি আদায়ের প্রয়োজন নেই ৷

আরও পড়ুন : শশীকে সভাপতি পদে লড়ার সম্মতি সোনিয়ার, খবর কংগ্রেস সূত্রে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.