হায়দরাবাদ, 21 জুলাই : স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দিতে চলেছে কংগ্রেস ৷ কারণ, গতকাল সংসদে কেন্দ্রের এই মন্ত্রীই জানিয়েছিলেন যে করোনার দ্বিতীয় ঢেউয়ে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি ৷ এই নিয়েই তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ৷
ড. ভারতী লিখিত উত্তরে জানিয়েছেন, মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হয়েছিল ৷ সেই অনুযায়ী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়মিত স্বাস্থ্য মন্ত্রকে রিপোর্ট পাঠায় ৷ যদিও অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয়নি ৷
আরও পড়ুন : মোদির মন্ত্রিসভায় জায়গা ছেলের, আজও চাষের খেতে যান মুরুগানের মা-বাবা
দ্বিতীয় ঢেউয়ের সময় রাস্তায় বা হাসপাতালে কি করোনা আক্রান্তরা অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন ? এই প্রশ্নই কংগ্রেসের সাংসদ তথা এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল করেছিলেন স্বাস্থ্য মন্ত্রকের কাছে ৷ তারই উত্তরে এই তথ্য সংসদে জানিয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ এই মন্তব্যের মাধ্যমে ওই মন্ত্রী সংসদকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ তুলেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷
তিনি বলেন, ‘‘আমরা প্রায় প্রতিটি রাজ্যে, এমনকি জাতীয় রাজধানীতেও অক্সিজেনের অভাবে মানুষকে মারা যেতে দেখেছি ৷ ভারতীর মন্তব্যের সমালোচনা হওয়া উচিত ৷ সংসদে বিভ্রান্ত করার জন্য আমরা তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দেব ৷’’ সাধারণত, কোনও সাংসদ যদি মনে করেন যে অন্য কোনও সাংসদ তথ্য চেপে রেখে বা বিকৃতি করে সংসদকে বিভ্রান্ত করছেন, তাহলে তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারেন ৷ অভিযোগ প্রমাণিত হলে সংসদীয় আইন অনুযায়ী শাস্তির প্রতিবিধানও রয়েছে ৷
আরও পড়ুন : দুটি ডোজ নেওয়ার পর করোনার দুটি আলাদা ভ্যারিয়্যান্টে আক্রান্ত অসমের চিকিৎসক
এদিকে এই ঘটনায় সরব হয়েছেন রাহুল গান্ধিও ৷ তিনি টুইটারে কটাক্ষ করেন, ‘‘এটা শুধু অক্সিজেনের অভাব ছিল না ৷ এখানে মারাত্মক রকমের সহমর্মিতা ও সত্যির অভাব রয়েছে ৷ তখনও ছিল এবং এখনও আছে ৷’’ এই নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷