ETV Bharat / bharat

No Confidence Motion: মধ্যপ্রদেশে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কংগ্রেসের ? বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা পেশ আজই - বিজেপি

11 বছর পর ফের মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন বিজেপি সরকারের (BJP Led Government) বিরুদ্ধে অনাস্থা (No Confidence Motion) আনছে বিরোধী কংগ্রেস (Congress) ৷

Congress to move No Confidence Motion against BJP Led Government of Madhya Pradesh
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 21, 2022, 12:51 PM IST

ভোপাল, 21 ডিসেম্বর: বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন বিজেপি সরকারের (BJP Led Government) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) আনছে বিরোধী কংগ্রেস (Congress) ৷ উল্লেখ্য, গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন (Winter Session) ৷ তার তৃতীয় দিনেই এই পদক্ষেপ করছে জাতীয় কংগ্রেস ৷ তথ্য বলছে, মধ্যপ্রদেশে 11 বছর পর আবারও একবার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস ৷ এর আগে 2011 সালে এই শিবরাজ সিং চৌহানেরই সরকারের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছিল তারা ৷

মঙ্গলবার বিধানসভার বিরোধী দলনেতা গোবিন্দ সিং (Govind Singh) অধ্যক্ষের কাছে আবেদন করেন, অনাস্থা নিয়ে আলোচনা করার জন্য সময় নির্ধারণ করা হোক ৷ একইসঙ্গে তাঁর আর্জি ছিল, অনাস্থা নিয়ে যখন বিতর্ক চলবে, তখন যেন মধ্যাহ্নভোজের বিরতি না দেওয়া হয় ৷ অধ্যক্ষ বিরোধী দলনেতার এই দাবি মেনে নিয়েছেন ৷ এরপরই কংগ্রেসের পক্ষ থেকে হুইপ জারি করা হয় ৷ তাতে দলীয় বিধায়কদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বুধবারে অনাস্থা সংক্রান্ত আলোচনা চলাকালীন প্রত্যেককে অধিবেশন কক্ষে উপস্থিত থাকতেই হবে ৷ কোনওভাবেই এর অন্যথা করা চলবে না ৷

আরও পড়ুন: কোভিড বিধি মেনে চলুন! নতুবা বন্ধ হোক ভারত জোড়ো যাত্রা, আর্জি কেন্দ্রের

সূত্রের খবর, রাজ্য়ের বর্তমান বিজেপি সরকার কোণঠাসা করতে বিরোধী কংগ্রেস 104 পৃষ্ঠার 'চার্জশিট' তৈরি করেছে ! তাতে মোট 51টি এজেন্ডা বা আলোচ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল, কোরাম বাঁধের নির্মাণকাজ, পুষ্টি দুর্নীতি, মহাকাল লোকের নির্মাণ দুর্নীতি, পাইপলাইনের মাধ্যমে জলসরবরাহ প্রকল্প, গোশালা নির্মাণ, ভগবান শ্রী রাম ভান গমন পথ প্রকল্প প্রভৃতি ৷

এদিকে, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় 16 হাজার 306 কোটি টাকার 'সাপ্লিমেন্টারি বাজেট' পেশ করেন অর্থমন্ত্রী জগদীশ দেওড়া ৷ যার মধ্য়ে শুধুমাত্র স্বচ্ছ ভারত মিশনের জন্যই খরচ করা হবে 200 কোটি টাকা ৷ শহরাঞ্চলে পরিকাঠামোর উন্নয়নের খরচ করা হবে আরও 350 কোটি টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ আরও কয়েকটি কাজের জন্য ধার্য করা হয়েছে 1 হাজার কোটি টাকা ৷

ভোপাল, 21 ডিসেম্বর: বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নেতৃত্বাধীন বিজেপি সরকারের (BJP Led Government) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) আনছে বিরোধী কংগ্রেস (Congress) ৷ উল্লেখ্য, গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন (Winter Session) ৷ তার তৃতীয় দিনেই এই পদক্ষেপ করছে জাতীয় কংগ্রেস ৷ তথ্য বলছে, মধ্যপ্রদেশে 11 বছর পর আবারও একবার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস ৷ এর আগে 2011 সালে এই শিবরাজ সিং চৌহানেরই সরকারের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছিল তারা ৷

মঙ্গলবার বিধানসভার বিরোধী দলনেতা গোবিন্দ সিং (Govind Singh) অধ্যক্ষের কাছে আবেদন করেন, অনাস্থা নিয়ে আলোচনা করার জন্য সময় নির্ধারণ করা হোক ৷ একইসঙ্গে তাঁর আর্জি ছিল, অনাস্থা নিয়ে যখন বিতর্ক চলবে, তখন যেন মধ্যাহ্নভোজের বিরতি না দেওয়া হয় ৷ অধ্যক্ষ বিরোধী দলনেতার এই দাবি মেনে নিয়েছেন ৷ এরপরই কংগ্রেসের পক্ষ থেকে হুইপ জারি করা হয় ৷ তাতে দলীয় বিধায়কদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বুধবারে অনাস্থা সংক্রান্ত আলোচনা চলাকালীন প্রত্যেককে অধিবেশন কক্ষে উপস্থিত থাকতেই হবে ৷ কোনওভাবেই এর অন্যথা করা চলবে না ৷

আরও পড়ুন: কোভিড বিধি মেনে চলুন! নতুবা বন্ধ হোক ভারত জোড়ো যাত্রা, আর্জি কেন্দ্রের

সূত্রের খবর, রাজ্য়ের বর্তমান বিজেপি সরকার কোণঠাসা করতে বিরোধী কংগ্রেস 104 পৃষ্ঠার 'চার্জশিট' তৈরি করেছে ! তাতে মোট 51টি এজেন্ডা বা আলোচ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল, কোরাম বাঁধের নির্মাণকাজ, পুষ্টি দুর্নীতি, মহাকাল লোকের নির্মাণ দুর্নীতি, পাইপলাইনের মাধ্যমে জলসরবরাহ প্রকল্প, গোশালা নির্মাণ, ভগবান শ্রী রাম ভান গমন পথ প্রকল্প প্রভৃতি ৷

এদিকে, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় 16 হাজার 306 কোটি টাকার 'সাপ্লিমেন্টারি বাজেট' পেশ করেন অর্থমন্ত্রী জগদীশ দেওড়া ৷ যার মধ্য়ে শুধুমাত্র স্বচ্ছ ভারত মিশনের জন্যই খরচ করা হবে 200 কোটি টাকা ৷ শহরাঞ্চলে পরিকাঠামোর উন্নয়নের খরচ করা হবে আরও 350 কোটি টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ আরও কয়েকটি কাজের জন্য ধার্য করা হয়েছে 1 হাজার কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.