ETV Bharat / bharat

Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস, দিল্লিতে পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা

author img

By

Published : Jun 14, 2022, 4:45 PM IST

Updated : Jun 14, 2022, 6:05 PM IST

আগামিকাল, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Opposition meet over Presidential polls called by Mamata Banerjee) ৷

Presidential Election
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস

নয়াদিল্লি, 14 জুন : বুধবার, 15 জুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস (Congress to attend June 15 Opposition meet over Presidential polls called by Mamata Banerjee) ৷ মঙ্গলবার এআইসিসি-সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যসভার দলনেতা মল্লিকা অর্জুন খাড়গেকে নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধি ৷ আগামিকাল, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা ৷

বুধবারের বৈঠকের আগে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে তিনি দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ৷ মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের তরফে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শরদ পাওয়ার ৷ তৃণমূল সূত্রে খবর, বুধবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য 22টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন মমতা ৷ সম্ভবত বামেরাও মমতার ডাকা বৈঠকে তাদের প্রতিনিধি পাঠাবে ৷

আরও পড়ুন : লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে মমতা

কংগ্রেসের তরফে এর আগে জানানো হয়েছিল, গত শনিবার রাষ্ট্রপতি ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন সোনিয়া গান্ধি ৷ তাদের দুই মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেলকে মমতা চিঠি না পাঠানোয় কংগ্রেস এই বৈঠকে যোগ নাও দিতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত কংগ্রেস সভানেত্রী এই বৈঠকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ আগামী 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদের মেয়াদ ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই ৷

নয়াদিল্লি, 14 জুন : বুধবার, 15 জুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস (Congress to attend June 15 Opposition meet over Presidential polls called by Mamata Banerjee) ৷ মঙ্গলবার এআইসিসি-সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যসভার দলনেতা মল্লিকা অর্জুন খাড়গেকে নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধি ৷ আগামিকাল, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা ৷

বুধবারের বৈঠকের আগে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে তিনি দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ৷ মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের তরফে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শরদ পাওয়ার ৷ তৃণমূল সূত্রে খবর, বুধবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য 22টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন মমতা ৷ সম্ভবত বামেরাও মমতার ডাকা বৈঠকে তাদের প্রতিনিধি পাঠাবে ৷

আরও পড়ুন : লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে মমতা

কংগ্রেসের তরফে এর আগে জানানো হয়েছিল, গত শনিবার রাষ্ট্রপতি ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন সোনিয়া গান্ধি ৷ তাদের দুই মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেলকে মমতা চিঠি না পাঠানোয় কংগ্রেস এই বৈঠকে যোগ নাও দিতে পারে বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত কংগ্রেস সভানেত্রী এই বৈঠকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ আগামী 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদের মেয়াদ ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই ৷

Last Updated : Jun 14, 2022, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.