ETV Bharat / bharat

INDIA Bloc Meeting: 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের - 14 সদস্যের একটি সমন্বয় কমিটি

জোটের বৈঠকে এদিন মূলত কোন ফর্মুলায় আসন বন্টন করে বিরোধীরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তা আলোচনা হয় ৷ তবে আসন সমঝোতার বিষয়টি এদিন চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে ৷ পাশাপাশি 14 সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে বলে খবর ৷

Etv Bharat
INDIA Bloc Meeting
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 3:50 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির সঙ্গে মোকাবিলা করার জন্য 'ইন্ডিয়া' জোটকে প্রস্তুত থাকতে বলা হল বৈঠকে ৷ শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে আসন সমঝোতা, সমন্বয় কমিটি-সহ একাধিক বিষয়ের উপর আলোচনা হলেও কেন্দ্রীয় এজেন্সির আগ্রাসন যে আরও বাড়বে তা নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, বৈঠকেই কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কার্যত স্পষ্টতই জানান, বিরোধী রাজনৈতিক দলের উপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বাড়বে ৷ তার জন্য অবিজেপি এবং বিশেষত 'ইন্ডিয়া' জোটের দলগুলিকে প্রস্তুত থাকতেও বলেছেন খাড়গে ৷

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জোটের বৈঠকে এদিন মূলত কোন ফর্মুলায় আসন বন্টন করে বিরোধীরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তা আলোচনা হয় ৷ তবে আসন সমঝোতার বিষয়টি এদিন চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে ৷ পাশাপাশি 14 সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে বলে খবর ৷ সূত্রের খবর, কমিটিতে শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, ওমর আবদুল্লা রয়েছেন বলে খবর ৷ আর এদিনের বৈঠকেই মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে আগামী মাসে আরও হামলা, আরও অভিযান এবং গ্রেফতারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জোট যত বেশি জমি পাবে, বিজেপি সরকার তত বেশি আমাদের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করবে।"

  • Congress President Mallikarjun Kharge during the INDIA meeting in Mumbai said, "The success of both our meetings, 1st in Patna and 2nd in Bengaluru can be measured by the fact that the PM in his subsequent speeches has not just attacked INDIA but has also compared the name of our… pic.twitter.com/QiqCjPBpw4

    — ANI (@ANI) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু', ইন্ডিয়ার বৈঠকে দাবি খাড়গের

একই সঙ্গে, তিনি আরও বলেন, "মহারাষ্ট্রেও একই কাজ করেছে ৷ রাজস্থান এবং বাংলাতেও একইভাবে কাজ করা হচ্ছে। গত সপ্তাহে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে এমনটাই করা হয়েছিল ৷ গত নয় বছর ধরে বিজেপি এবং আরএসএস যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে তা এখন নিরীহ সাধারণ মানুষ এবং নিরীহ স্কুল শিশুদের বিরুদ্ধেও ঘৃণামূলক অপরাধ দেখা যাচ্ছে ৷" সেই সঙ্গে খাড়গে বলেন, "আমরা 'ইন্ডিয়া'র দলগুলো যতদূর সম্ভব আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সংকল্প করছি। বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির ব্যবস্থা অবিলম্বে শুরু করা হবে ৷ পারস্পরিক সহযোগিতামূলক মনোভাবের সঙ্গে সঙ্গেই শেষ করা হবে।"

মুম্বই, 1 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির সঙ্গে মোকাবিলা করার জন্য 'ইন্ডিয়া' জোটকে প্রস্তুত থাকতে বলা হল বৈঠকে ৷ শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে আসন সমঝোতা, সমন্বয় কমিটি-সহ একাধিক বিষয়ের উপর আলোচনা হলেও কেন্দ্রীয় এজেন্সির আগ্রাসন যে আরও বাড়বে তা নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, বৈঠকেই কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কার্যত স্পষ্টতই জানান, বিরোধী রাজনৈতিক দলের উপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বাড়বে ৷ তার জন্য অবিজেপি এবং বিশেষত 'ইন্ডিয়া' জোটের দলগুলিকে প্রস্তুত থাকতেও বলেছেন খাড়গে ৷

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জোটের বৈঠকে এদিন মূলত কোন ফর্মুলায় আসন বন্টন করে বিরোধীরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তা আলোচনা হয় ৷ তবে আসন সমঝোতার বিষয়টি এদিন চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে ৷ পাশাপাশি 14 সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে বলে খবর ৷ সূত্রের খবর, কমিটিতে শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, ওমর আবদুল্লা রয়েছেন বলে খবর ৷ আর এদিনের বৈঠকেই মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে আগামী মাসে আরও হামলা, আরও অভিযান এবং গ্রেফতারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জোট যত বেশি জমি পাবে, বিজেপি সরকার তত বেশি আমাদের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করবে।"

  • Congress President Mallikarjun Kharge during the INDIA meeting in Mumbai said, "The success of both our meetings, 1st in Patna and 2nd in Bengaluru can be measured by the fact that the PM in his subsequent speeches has not just attacked INDIA but has also compared the name of our… pic.twitter.com/QiqCjPBpw4

    — ANI (@ANI) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু', ইন্ডিয়ার বৈঠকে দাবি খাড়গের

একই সঙ্গে, তিনি আরও বলেন, "মহারাষ্ট্রেও একই কাজ করেছে ৷ রাজস্থান এবং বাংলাতেও একইভাবে কাজ করা হচ্ছে। গত সপ্তাহে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে এমনটাই করা হয়েছিল ৷ গত নয় বছর ধরে বিজেপি এবং আরএসএস যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে তা এখন নিরীহ সাধারণ মানুষ এবং নিরীহ স্কুল শিশুদের বিরুদ্ধেও ঘৃণামূলক অপরাধ দেখা যাচ্ছে ৷" সেই সঙ্গে খাড়গে বলেন, "আমরা 'ইন্ডিয়া'র দলগুলো যতদূর সম্ভব আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সংকল্প করছি। বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির ব্যবস্থা অবিলম্বে শুরু করা হবে ৷ পারস্পরিক সহযোগিতামূলক মনোভাবের সঙ্গে সঙ্গেই শেষ করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.