নয়াদিল্লি, 8 অক্টোবর : কংগ্রেসের সভাপতি (Congress President Election) হওয়ার দৌড়ে কঠিন লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুরের (Shashi Tharoor) মধ্যে ৷ তবে শশীকে যতটা লড়াই খাড়গের বিরুদ্ধে করতে হচ্ছে, তার থেকেও বেশি তিনি লড়ছেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ৷ এই লড়াইয়ে তাঁর নিজের রাজ্য কেরালার দুই কংগ্রেস নেতা এখন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছেন ৷
সেই দুই নেতার একজন কে সি বেণুগোপাল (KC Venugopal) ও দ্বিতীয়জন এ কে অ্যান্টনি ৷ এআইসিসি-র সম্পাদক বেণুগোপাল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অ্যান্টনি, দুজনকেই জাতীয় রাজনীতি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা হিসেবে চেনে ৷ বিশেষ করে রাহুল গান্ধির (Rahul Gandhi) কাছের বলেই তাঁরা পরিচিত ৷ তাঁরা ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গের সমর্থনে সরব হয়েছেন ৷
রাহুল গান্ধি অনেক আগেই স্পষ্ট করেছিলেন সভাপতি না হওয়ার বিষয়ে ৷ তাই নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েন শশী থারুর ৷ দেখা করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ তার পরই মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন ৷
তখনও কংগ্রেসের (Congress) ‘অফিসিয়াল’ প্রার্থী বাছাই নিয়ে টালবাহানা চলছে ৷ অশোক গেহলতকেই তখন থারুরের একমাত্র প্রতিপক্ষ বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু রাজস্থানে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে গোলমাল তৈরি হওয়ায় সভাপতিত্বের দৌড় থেকে সরে যান তিনি ৷ তার পর এ কে অ্যান্টনিকে ডেকে পাঠান কংগ্রেসের হাইকমান্ড ৷
সূত্রের খবর, তার পরই তফশিলি জাতিভুক্ত খাড়গে নেতৃত্বে এগিয়ে দেওয়ার বিষয়টি নির্ধারিত হয় ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই এই নির্বাচনে খাড়গেই অফিসিয়াল প্রার্থী ৷ আর আনঅফিসিয়াল প্রার্থী শশী থারুর ৷ তাছাড়া জি-23 ভুক্ত কংগ্রেস নেতাদের মধ্যে অনেকে খাগড়েগে সমর্থন করেছে ৷ এর পর কংগ্রেসের অনেক সিনিয়র নেতা খাড়গের সমর্থনে সরব হয়েছেন ৷
থারুরও পিছিয়ে নেই৷ তিনিও ইঙ্গিত দিয়েছেন যে রাহুল গান্ধি তাঁর পাশে রয়েছেন ৷ ফলে শেষ পর্যন্ত কে জেতেন, সেই উত্তর জানতে 19 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷ কারণ, 17 অক্টোবর ভোট হলেও, 19 তারিখ ফল বের হবে ৷ সেদিনই জানা যাবে কে হতে চলেছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি ৷
আরও পড়ুন : শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস