ETV Bharat / bharat

Adhir Ranjan Chowdhury : অধীরকে বক্তব্য পেশে বাধা বিজেপি সাংসদদের, জনপ্রতিনিধিদের সংযত হওয়ার পরামর্শ অধ্যক্ষের - অধিবেশন

লোকসভার উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তুলতেই অধীররঞ্জন চৌধুরীকে বক্তব্য পেশে বাধা ৷ পাল্টা কংগ্রেসী সাংসদদের আচরণ নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদদের ৷ হই-হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য মুলতুবি অধিবেশন ৷ সাংদদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ৷ সাংসদদের সংযত হওয়ার পরামর্শ তাঁর ৷ দিলেন কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও ৷

Congress MP Adhir Ranjan Chowdhury get interrupted by BJP MPs in Lok Sabha
Adhir Ranjan Chowdhury : অধীরকে বক্তব্য পেশে বাধা বিজেপি সাংসদদের, জনপ্রতিনিধিদের সংযত হওয়ার পরামর্শ অধ্যক্ষের
author img

By

Published : Jul 29, 2021, 12:32 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই : লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) বক্তব্য পেশে বাধা ৷ সংসদের নিম্ন কক্ষের উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তুলতেই তেতে ওঠেন বিজেপি সাংসদরা ৷ তাঁদের হইচইয়ের জেরে সভার কাজ বেশ কিছুক্ষণের জন্য মুলতুবি করে দিতে হয় অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) ৷ এদিন সংসদে দাঁড়িয়েই সাংসদদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ অধ্যক্ষের সাফ কথা, এই বিষয়ে সাংসদরা সংযমী না হলে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি ৷

আরও পড়ুন : সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা, পেগাসাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে কংগ্রেস

পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) নিয়ে বৃহস্পতিবারও উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ ফোনে আড়ি পাতার অভিযোগকে সামনে রেখে লাগাতার হই-হট্টগোল করে যান বিরোধী বিভিন্ন দলের সাংসদরা ৷ এরই মধ্যে লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে তাঁর বক্তব্য পেশের অনুমতি দেন অধ্যক্ষ ৷ তার আগে নিজেও ছোটখাটো একটি বক্তৃতা দেন ওম বিড়লা ৷ তিনি বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন দলের সাংসদরা এমন আচরণ করছেন, যা কখনই সংসদের মঞ্চে গ্রহণযোগ্য নয় ৷ তাঁর মতে, এই ধরনের আচরণ অসংসদীয় ৷ অধ্যক্ষ সমস্ত জনপ্রতিনিধিদের আবেদন করেন, তাঁরা যেন এই ধরনের আচরণ থেকে নিজেদের বিরত রাখেন ৷ ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়েও সাংসদদের সতর্ক করে দেন অধ্যক্ষ ৷ সেক্ষেত্রে তিনি যে দোষী সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন, তাও স্পষ্ট করে দেন ওম বিড়লা ৷

এরপরই বলতে শুরু করেন অধীর ৷ তিনি দাবি করেন, অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে সংসদের উৎপাদনশীলতা বেড়েছে, এমন একটা দাবি নাকি সরকার পক্ষ সর্বত্রই করে বেড়াচ্ছে ৷ এ নিয়ে সংসদে দাঁড়িয়েই প্রশ্ন তোলার চেষ্টা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ কিন্তু তাঁর সেই প্রচেষ্টা সফল হতে দেননি বিজেপি সাংসদরা ৷ অধীরের বক্তব্য পেশের মধ্যেই তাঁরা সভার অন্দরে কংগ্রেসীদের আচরণ নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন ৷

আরও পড়ুন : Parliament : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে মঙ্গলবারও উত্তপ্ত সংসদ

বিজেপি সাংসদদের অভিযোগ ছিল, কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রের ক্ষমতায় থাকার পরও সংসদীয় আচরণবিধি ভঙ্গ করছে ৷ কংগ্রেসের সাংসদরা সভা চলাকালীন কখনও অধ্যক্ষের দিকে, তো কখনও সরকার পক্ষের সাংসদদের দিকে কাগজের তাড়া ছুড়ে মারছেন ৷ অথচ এই নিয়ে তাঁদের কোনও তাপ-উত্তাপ নেই ৷ এমনকী, নিজেদের আচরণের জন্য ক্ষমাও চান না তাঁরা ৷ উপরন্তু সংসদের উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন ৷

এরপরই লোকসভার অন্দরে ব্যাপক হইচই শুরু হয়ে যায় ৷ হই-হট্টগোলের জন্য কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ ৷ পরে সভার কাজ ফের শুরু হলেও অশান্তি থামেনি ৷ তার মধ্যেই চলতে থাকে রোজকার অধিবেশন ৷

নয়াদিল্লি, 29 জুলাই : লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) বক্তব্য পেশে বাধা ৷ সংসদের নিম্ন কক্ষের উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তুলতেই তেতে ওঠেন বিজেপি সাংসদরা ৷ তাঁদের হইচইয়ের জেরে সভার কাজ বেশ কিছুক্ষণের জন্য মুলতুবি করে দিতে হয় অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) ৷ এদিন সংসদে দাঁড়িয়েই সাংসদদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ অধ্যক্ষের সাফ কথা, এই বিষয়ে সাংসদরা সংযমী না হলে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি ৷

আরও পড়ুন : সংসদে জরুরি বৈঠকে বিরোধীরা, পেগাসাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে কংগ্রেস

পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) নিয়ে বৃহস্পতিবারও উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ ফোনে আড়ি পাতার অভিযোগকে সামনে রেখে লাগাতার হই-হট্টগোল করে যান বিরোধী বিভিন্ন দলের সাংসদরা ৷ এরই মধ্যে লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে তাঁর বক্তব্য পেশের অনুমতি দেন অধ্যক্ষ ৷ তার আগে নিজেও ছোটখাটো একটি বক্তৃতা দেন ওম বিড়লা ৷ তিনি বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন দলের সাংসদরা এমন আচরণ করছেন, যা কখনই সংসদের মঞ্চে গ্রহণযোগ্য নয় ৷ তাঁর মতে, এই ধরনের আচরণ অসংসদীয় ৷ অধ্যক্ষ সমস্ত জনপ্রতিনিধিদের আবেদন করেন, তাঁরা যেন এই ধরনের আচরণ থেকে নিজেদের বিরত রাখেন ৷ ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়েও সাংসদদের সতর্ক করে দেন অধ্যক্ষ ৷ সেক্ষেত্রে তিনি যে দোষী সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন, তাও স্পষ্ট করে দেন ওম বিড়লা ৷

এরপরই বলতে শুরু করেন অধীর ৷ তিনি দাবি করেন, অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে সংসদের উৎপাদনশীলতা বেড়েছে, এমন একটা দাবি নাকি সরকার পক্ষ সর্বত্রই করে বেড়াচ্ছে ৷ এ নিয়ে সংসদে দাঁড়িয়েই প্রশ্ন তোলার চেষ্টা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ কিন্তু তাঁর সেই প্রচেষ্টা সফল হতে দেননি বিজেপি সাংসদরা ৷ অধীরের বক্তব্য পেশের মধ্যেই তাঁরা সভার অন্দরে কংগ্রেসীদের আচরণ নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন ৷

আরও পড়ুন : Parliament : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে মঙ্গলবারও উত্তপ্ত সংসদ

বিজেপি সাংসদদের অভিযোগ ছিল, কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রের ক্ষমতায় থাকার পরও সংসদীয় আচরণবিধি ভঙ্গ করছে ৷ কংগ্রেসের সাংসদরা সভা চলাকালীন কখনও অধ্যক্ষের দিকে, তো কখনও সরকার পক্ষের সাংসদদের দিকে কাগজের তাড়া ছুড়ে মারছেন ৷ অথচ এই নিয়ে তাঁদের কোনও তাপ-উত্তাপ নেই ৷ এমনকী, নিজেদের আচরণের জন্য ক্ষমাও চান না তাঁরা ৷ উপরন্তু সংসদের উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন ৷

এরপরই লোকসভার অন্দরে ব্যাপক হইচই শুরু হয়ে যায় ৷ হই-হট্টগোলের জন্য কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ ৷ পরে সভার কাজ ফের শুরু হলেও অশান্তি থামেনি ৷ তার মধ্যেই চলতে থাকে রোজকার অধিবেশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.