ETV Bharat / bharat

Congress War Room: ভোটের মুখে ‘ওয়ার রুম’-এর জন্য নতুন জায়গা খুঁজতে ব্যস্ত কংগ্রেস - পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন

Congress may Relocate Party's War Room: বিগত বছরগুলিতে 15, জিআরজি রোডের বাংলোটি বিভিন্ন কংগ্রেস সাংসদের জন্য বরাদ্দ করা হয়েছে ৷ ওই সাংসদরা বাড়িটিকে কংগ্রেসের ওয়ার রুম হিসাবে ব্যবহার করার অনুমতি দিয়েছেন । এখন কংগ্রেসকে ওয়ার রুম স্থানান্তর করতে হতে পারে ৷ ইটিভি ভারত-এর অমিত অগ্নিহোত্রীর প্রতিবেদন ৷

Congress War Room
Congress War Room
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 4:43 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর: সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার কয়েকমাস পরই লোকসভা ভোট ৷ এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে ‘ওয়ার রুম’ নিয়ে সংকটে কংগ্রেস ৷ কারণ, গত 18 বছর ধরে যেখানে বসে সমস্ত ভোটের রাজনৈতিক রণকৌশল তৈরি করত তারা, সেই ঠিকানা চলতি মাসেই ছাড়তে হতে পারে তাদের ৷ ফলে এখন তারা ব্য়স্ত ‘ওয়ার রুম’-এর জন্য নতুন ঠিকানা খুঁজতে ৷

নয়াদিল্লির 15 নম্বর জিআরজি রোডের বাংলো থেকেই এতদিন পরিচালিত হয়েছে কংগ্রেসের ‘ওয়ার রুম’ ৷ বিভিন্ন সময় কংগ্রেসের একাধিক সাংসদকে এই বাংলোটি বরাদ্দ করা হয়েছে ৷ গত ছ’বছর এই বাংলোর বাসিন্দা ছিলেন প্রদীপ ভট্টাচার্য ৷ তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে ওই বাংলো পেয়েছিলেন ৷ গত অগস্টে তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে ৷ ফলে এবার তাঁকে ওই বাংলো ছাড়তে হবে ৷

যদিও প্রাক্তন সাংসদদের বাংলোয় থাকার মেয়াদ বৃদ্ধিও করা হয় অনেক সময় ৷ সেক্ষেত্রে ভাড়া নেওয়া হয় বাজার দর হিসেবে ৷ কিন্তু এর জন্য সংশ্লিষ্ট সাংসদকে আবেদন করতে হয় ৷ প্রদীপ ভট্টাচার্যও আবেদন করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে তাঁর দাবি ৷

তিনি বলেন, “আমি 15, জিআরজি রোড বাংলোর জন্য এক্সটেনশন চেয়ে রাজ্যসভার সচিবালয়ে গত কয়েক মাস ধরে তিনটি চিঠি লিখেছি ৷ কিন্তু কোনও উত্তর আসেনি । আমরা জানি না ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার কী করবে ! যদি আমি একটি এক্সটেনশন না পাই, আমাদের এই মাসে বাংলো খালি করতে হবে ৷”

যার অর্থ চলতি মাসেই কংগ্রেসকে ‘ওয়ার রুম’ ওই বাংলো থেকে সরাতে হতে পারে ৷ একদিকে পাঁচ রাজ্য়ের বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে রণকৌশল রচনার কোথায় হবে, তা নিয়ে মাথাব্যাথা বাড়ছে কংগ্রেস নেতৃত্বের ৷

নয়াদিল্লির 24 আকবর রোডে কংগ্রেসের সদর দফতর ৷ এই পরিস্থিতিতে সেখানে সরানো হতে পারে ‘ওয়ার রুম’ ৷ অথবা অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে ৷ নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউতে কংগ্রেসের নতুন পার্টি অফিস হচ্ছে ৷ সেখানেও পাকাপাকিভাবে ‘ওয়ার রুম’ কংগ্রেস নিয়ে যেতে পারে বলে দলীয় সূত্রে খবর ৷ কিন্তু সেই সিদ্ধান্তের ভার এখন পার্টির হাইকমান্ডের হাতেই রয়েছে ৷

যদিও অক্টোবরের অর্ধেকের বেশি সময় এখনও বাকি ৷ ফলে রাজ্যসভার সচিবালয় থেকে তো ওই বাংলো প্রদীপ ভট্টাচার্যকে আরও কিছুটা সময় থাকার অনুমতি দিতে পারে ৷ এআইসিসি-র একজন সদস্য বলছেন, “সরকার যদি প্রদীপ ভট্টাচার্যকে এক্সটেনশন দিতে চাইত, তাহলে তারা তাঁর চিঠির জবাব দিত । তারা এখনও তা করতে পারে ৷ কিন্তু আমরা জানি না কীভাবে এই বিষয়ের সমাধান হবে ৷’’

তাই 18 বছর ধরে চলা 15 জিআরজি রোডের বাংলোর ‘ওয়ার রুম’ সরে যেতে পারে জানতে পেরে কংগ্রেস নেতারাও এই নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন ৷ প্রদীপ ভট্টাচার্য জানালেন, ওই বাংলোয় তিনি অনেক বৈঠকে যোগ দিয়েছেন ৷ প্রাক্তন সাংসদ জেপি আগরওয়াল ইটিভি ভারতকে বলেন, “ইউপিএ সরকারের সময়, 15, জিআরজি রোড, পার্টির একটি গুরুত্বপূর্ণ ঠিকানা ছিল । সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি-সহ আমাদের সমস্ত শীর্ষ নেতারা সেখানে বৈঠকে আসতেন । সেখানে বেশ কয়েকটি মিটিংয়েও অংশ নিয়েছি । সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ সহযোগী আহমেদ প্যাটেল ওয়ার রুম পরিচালনা করতেন ।’’

তাই শেষ পর্যন্ত কংগ্রেসের ওয়ার রুম ওই ঠিকানায় থাকে, নাকি অন্য ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন: এক্স-রে এর মতো জাতিগণনা থেকে সমাজের আসল চিত্র পাওয়া যাবে, মত রাহুল গান্ধির

নয়াদিল্লি, 12 অক্টোবর: সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার কয়েকমাস পরই লোকসভা ভোট ৷ এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে ‘ওয়ার রুম’ নিয়ে সংকটে কংগ্রেস ৷ কারণ, গত 18 বছর ধরে যেখানে বসে সমস্ত ভোটের রাজনৈতিক রণকৌশল তৈরি করত তারা, সেই ঠিকানা চলতি মাসেই ছাড়তে হতে পারে তাদের ৷ ফলে এখন তারা ব্য়স্ত ‘ওয়ার রুম’-এর জন্য নতুন ঠিকানা খুঁজতে ৷

নয়াদিল্লির 15 নম্বর জিআরজি রোডের বাংলো থেকেই এতদিন পরিচালিত হয়েছে কংগ্রেসের ‘ওয়ার রুম’ ৷ বিভিন্ন সময় কংগ্রেসের একাধিক সাংসদকে এই বাংলোটি বরাদ্দ করা হয়েছে ৷ গত ছ’বছর এই বাংলোর বাসিন্দা ছিলেন প্রদীপ ভট্টাচার্য ৷ তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে ওই বাংলো পেয়েছিলেন ৷ গত অগস্টে তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে ৷ ফলে এবার তাঁকে ওই বাংলো ছাড়তে হবে ৷

যদিও প্রাক্তন সাংসদদের বাংলোয় থাকার মেয়াদ বৃদ্ধিও করা হয় অনেক সময় ৷ সেক্ষেত্রে ভাড়া নেওয়া হয় বাজার দর হিসেবে ৷ কিন্তু এর জন্য সংশ্লিষ্ট সাংসদকে আবেদন করতে হয় ৷ প্রদীপ ভট্টাচার্যও আবেদন করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে তাঁর দাবি ৷

তিনি বলেন, “আমি 15, জিআরজি রোড বাংলোর জন্য এক্সটেনশন চেয়ে রাজ্যসভার সচিবালয়ে গত কয়েক মাস ধরে তিনটি চিঠি লিখেছি ৷ কিন্তু কোনও উত্তর আসেনি । আমরা জানি না ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার কী করবে ! যদি আমি একটি এক্সটেনশন না পাই, আমাদের এই মাসে বাংলো খালি করতে হবে ৷”

যার অর্থ চলতি মাসেই কংগ্রেসকে ‘ওয়ার রুম’ ওই বাংলো থেকে সরাতে হতে পারে ৷ একদিকে পাঁচ রাজ্য়ের বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে রণকৌশল রচনার কোথায় হবে, তা নিয়ে মাথাব্যাথা বাড়ছে কংগ্রেস নেতৃত্বের ৷

নয়াদিল্লির 24 আকবর রোডে কংগ্রেসের সদর দফতর ৷ এই পরিস্থিতিতে সেখানে সরানো হতে পারে ‘ওয়ার রুম’ ৷ অথবা অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে ৷ নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউতে কংগ্রেসের নতুন পার্টি অফিস হচ্ছে ৷ সেখানেও পাকাপাকিভাবে ‘ওয়ার রুম’ কংগ্রেস নিয়ে যেতে পারে বলে দলীয় সূত্রে খবর ৷ কিন্তু সেই সিদ্ধান্তের ভার এখন পার্টির হাইকমান্ডের হাতেই রয়েছে ৷

যদিও অক্টোবরের অর্ধেকের বেশি সময় এখনও বাকি ৷ ফলে রাজ্যসভার সচিবালয় থেকে তো ওই বাংলো প্রদীপ ভট্টাচার্যকে আরও কিছুটা সময় থাকার অনুমতি দিতে পারে ৷ এআইসিসি-র একজন সদস্য বলছেন, “সরকার যদি প্রদীপ ভট্টাচার্যকে এক্সটেনশন দিতে চাইত, তাহলে তারা তাঁর চিঠির জবাব দিত । তারা এখনও তা করতে পারে ৷ কিন্তু আমরা জানি না কীভাবে এই বিষয়ের সমাধান হবে ৷’’

তাই 18 বছর ধরে চলা 15 জিআরজি রোডের বাংলোর ‘ওয়ার রুম’ সরে যেতে পারে জানতে পেরে কংগ্রেস নেতারাও এই নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন ৷ প্রদীপ ভট্টাচার্য জানালেন, ওই বাংলোয় তিনি অনেক বৈঠকে যোগ দিয়েছেন ৷ প্রাক্তন সাংসদ জেপি আগরওয়াল ইটিভি ভারতকে বলেন, “ইউপিএ সরকারের সময়, 15, জিআরজি রোড, পার্টির একটি গুরুত্বপূর্ণ ঠিকানা ছিল । সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি-সহ আমাদের সমস্ত শীর্ষ নেতারা সেখানে বৈঠকে আসতেন । সেখানে বেশ কয়েকটি মিটিংয়েও অংশ নিয়েছি । সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ সহযোগী আহমেদ প্যাটেল ওয়ার রুম পরিচালনা করতেন ।’’

তাই শেষ পর্যন্ত কংগ্রেসের ওয়ার রুম ওই ঠিকানায় থাকে, নাকি অন্য ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন: এক্স-রে এর মতো জাতিগণনা থেকে সমাজের আসল চিত্র পাওয়া যাবে, মত রাহুল গান্ধির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.