ETV Bharat / bharat

Yogi Adityanath : প্রতিষ্ঠান বিরোধী ঝড়ে উড়ে যাবে যোগী সরকার, আশাবাদী কংগ্রেস - Uttar Pradesh

কয়েকমাস পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে প্রতিষ্ঠান বিরোধিতার জেরে যোগী আদিত্যনাথের বিজেপি হারবে ৷ আশাবাদী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ৷

congress leader bhupesh baghel said that yogi adityanath will lost in up poll for anti incumbency
Yogi Adityanath : প্রতিষ্ঠান বিরোধিতাই উত্তর প্রদেশে শেষ করবে যোগী-রাজ, আশাবাদী কংগ্রেস
author img

By

Published : Oct 12, 2021, 9:11 AM IST

Updated : Oct 12, 2021, 11:14 AM IST

রায়পুর (ছত্তিশগড়), 12 অক্টোবর : পাঁচ বছরের উত্তর প্রদেশে (Uttar Pradesh) শেষ হবে যোগী-শাসন ৷ বাড়বে না মেয়াদ ৷ আশাবাদী কংগ্রেস (Congress) ৷ কীসের ভিত্তিতে তারা আশা করছে ? বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) দাবি, প্রতিষ্ঠান বিরোধিতার জন্যই উত্তর প্রদেশে হারবে বিজেপি (BJP) ৷

ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁকে সম্প্রতি উত্তর প্রদেশের পর্যবেক্ষক করেছেন কংগ্রেসের হাইকমান্ড ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনার পর তিনি রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi) সঙ্গে সেখান থেকে ঘুরেও এসেছেন ৷ তার পর সোমবার নিজের রাজ্যের রাজধানী রায়পুরে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব

তাঁর দাবি, উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা ফ্যাক্টর ভোটে কাজ করবে ৷ কৃষক থেকে যুবক, তফশিলি জাতি থেকে ব্যবসায়ী, সকলেই সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উপর ক্ষুব্ধ ৷ সেই কারণে যোগী সরকার আর ক্ষমতায় ফিরবে না বলেই মত ভূপেশ বাঘেলের ৷

প্রসঙ্গত, আর কয়েকমাস পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ পাঁচ বছর আগের ভোটে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন যোগী আদিত্যনাথ ৷ তার পর থেকে সময় যত এগিয়েছে, ততই যোগী সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ কেউ কেউ যোগীর প্রশাসনিক দক্ষতাকে প্রশংসায় ভরিয়েছেন ৷ কেউ আবার নানা ইস্যুতে যোগীর বিরুদ্ধে সরব হয়েছেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

এরই মাঝে লখিমপুর খেরির ঘটনা ওই রাজ্যে বিজেপি বিরোধীদের নতুন করে অক্সিজেন দিয়েছে ৷ কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কা থেকে তৃণমূলের প্রতিনিধি দল সকলেই গিয়েছেন ঘটনাস্থলে ৷ প্রিয়াঙ্কা গান্ধিকে তো গ্রেফতারও করেছিল উত্তর প্রদেশ পুলিশ ৷

সামগ্রিক পরিস্থিতি দেখেই কংগ্রেস উত্তর প্রদেশে বিজেপির হারের সম্ভাবনা দেখছে বলে মত রাজনৈতিক মহলের ৷ কিন্তু ভোটের এখনও কয়েকমাস বাকি ৷ তাই শেষপর্যন্ত কী হবে, সেটা এখনই বলা অসম্ভব ৷ তার উপর উত্তর প্রদেশের নির্বাচনে জাতপাতের সমীকরণও জোরালো ভাবে কাজ করে ৷

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

তাই যোগীর হার নিয়ে কংগ্রেসের আশা কতটা পূরণ হবে, এখন সেটাই দেখার !

রায়পুর (ছত্তিশগড়), 12 অক্টোবর : পাঁচ বছরের উত্তর প্রদেশে (Uttar Pradesh) শেষ হবে যোগী-শাসন ৷ বাড়বে না মেয়াদ ৷ আশাবাদী কংগ্রেস (Congress) ৷ কীসের ভিত্তিতে তারা আশা করছে ? বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) দাবি, প্রতিষ্ঠান বিরোধিতার জন্যই উত্তর প্রদেশে হারবে বিজেপি (BJP) ৷

ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁকে সম্প্রতি উত্তর প্রদেশের পর্যবেক্ষক করেছেন কংগ্রেসের হাইকমান্ড ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনার পর তিনি রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi) সঙ্গে সেখান থেকে ঘুরেও এসেছেন ৷ তার পর সোমবার নিজের রাজ্যের রাজধানী রায়পুরে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব

তাঁর দাবি, উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা ফ্যাক্টর ভোটে কাজ করবে ৷ কৃষক থেকে যুবক, তফশিলি জাতি থেকে ব্যবসায়ী, সকলেই সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উপর ক্ষুব্ধ ৷ সেই কারণে যোগী সরকার আর ক্ষমতায় ফিরবে না বলেই মত ভূপেশ বাঘেলের ৷

প্রসঙ্গত, আর কয়েকমাস পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ পাঁচ বছর আগের ভোটে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হয়েছিলেন যোগী আদিত্যনাথ ৷ তার পর থেকে সময় যত এগিয়েছে, ততই যোগী সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ কেউ কেউ যোগীর প্রশাসনিক দক্ষতাকে প্রশংসায় ভরিয়েছেন ৷ কেউ আবার নানা ইস্যুতে যোগীর বিরুদ্ধে সরব হয়েছেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

এরই মাঝে লখিমপুর খেরির ঘটনা ওই রাজ্যে বিজেপি বিরোধীদের নতুন করে অক্সিজেন দিয়েছে ৷ কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কা থেকে তৃণমূলের প্রতিনিধি দল সকলেই গিয়েছেন ঘটনাস্থলে ৷ প্রিয়াঙ্কা গান্ধিকে তো গ্রেফতারও করেছিল উত্তর প্রদেশ পুলিশ ৷

সামগ্রিক পরিস্থিতি দেখেই কংগ্রেস উত্তর প্রদেশে বিজেপির হারের সম্ভাবনা দেখছে বলে মত রাজনৈতিক মহলের ৷ কিন্তু ভোটের এখনও কয়েকমাস বাকি ৷ তাই শেষপর্যন্ত কী হবে, সেটা এখনই বলা অসম্ভব ৷ তার উপর উত্তর প্রদেশের নির্বাচনে জাতপাতের সমীকরণও জোরালো ভাবে কাজ করে ৷

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

তাই যোগীর হার নিয়ে কংগ্রেসের আশা কতটা পূরণ হবে, এখন সেটাই দেখার !

Last Updated : Oct 12, 2021, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.