ETV Bharat / bharat

Rahul Gandhi: অবিলম্বে রাহুলের সাংসদপদ ফেরানোর দাবিতে সরব কংগ্রেস

Rahul Gandhi Lok Sabha Membership: ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাংসদপদ যায় কংগ্রেসের রাহুল গান্ধির ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে ৷ সেই কারণে দ্রুত রাহুলের সাংসদপদ ফেরানোর দাবিতে সরব হয়েছে কংগ্রেস ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Aug 5, 2023, 7:25 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: সংসদে চলছে বাদল অধিবেশন ৷ এই অধিবেশনেই রাহুল গান্ধিকে লোকসভায় ফেরাতে তৎপর কংগ্রেস ৷ শনিবার তাই রাহুলের সাংসদপদ ফেরানোর দাবি আরও একবার তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি জানিয়েছেন, এই সংক্রান্ত সমস্ত নথি তিনি জমা দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷

গুজরাতের সুরাত আদালতের রায়ে ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের সাজা হয় রাহুল গান্ধির ৷ তার জেরেই তাঁর সাংসদপদ খারিজ হয় ৷ গতকাল, শুক্রবার সুরাত আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে রাহুলের সাংসদপদ ফিরে পেতে আর কোনও বাধা নেই বলে কংগ্রেসের দাবি ৷ সেই কারণে গতকাল থেকেই তারা এই নিয়ে সরব হয়েছে ৷

এ দিন অধীর চৌধুরী লোকসভার অধ্যক্ষকে রাহুলের সাংসদপদ খারিজের কথা মনে করিয়ে দিয়েছেন ৷ রাহুলের সাংসদপদ যে গতিতে খারিজ করা হয়েছিল, একইরকম তৎপরতার সঙ্গে তা ফেরানো উচিত বলে তিনি মনে করেন ৷ তাই গতকাল রাতে ফোনে ওম বিড়লার সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলেছেন ৷ তার পর আজই এই নিয়ে সমস্ত নথি পাঠিয়েছেন ৷ যদিও আজ শনিবার হওয়ায় বন্ধ ছিল লোকসভার সেক্রেটারি জেনারেলের অফিস ৷

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

অধীর চৌধুরীর অভিযোগ, অধ্যক্ষ তাঁকে লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে দেখা করে সমস্ত নথি জমা দিতে বলেছিলেন ৷ কিন্তু ছুটি থাকায় সেক্রেটারি জেনারেল ডাক মারফত পাঠাতে বলেছেন ৷ ফলে আজ ছুটি থাকায় অধীরের পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকার হয়তো সোমবার হবে ৷ তার পর এই নিয়ে পদক্ষেপ শুরু হবে ৷ ফলে এই নিয়ে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল ৷ তার পর অধীরের আশা, সোমবার অধিবেশন বসার আগেই রাহুলের সাংসদপদ ফিরিয়ে দেওয়া হবে ৷

এ দিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ 26 ঘণ্টার কথা মনে করিয়ে দিয়েছেন সরকার পক্ষকে ৷ টুইটারে তিনি লিখেছেন, সাজা ঘোষণার 26 ঘণ্টার মধ্যে রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করে দেওয়া হয় ৷ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর 26 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও ফিরল না রাহুলের সাংসদপদ ৷

আরও পড়ুন: 'সত্যমেব জয়তে', বলছে কংগ্রেস; এবার রাহুলের সাংসদ পদ ফেরাতে তদ্বির লোকসভায়

আসলে আগামী 8 অগস্ট থেকে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷ আগামী 10 অগস্ট ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস তার আগেই রাহুলকে লোকসভায় ফেরাতে তৎপর কংগ্রেস ৷ সেই কারণেই সম্ভবত এই নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, অনাস্থা প্রস্তাবে রাহুলের অংশগ্রহণে কি প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন ?

নয়াদিল্লি, 5 অগস্ট: সংসদে চলছে বাদল অধিবেশন ৷ এই অধিবেশনেই রাহুল গান্ধিকে লোকসভায় ফেরাতে তৎপর কংগ্রেস ৷ শনিবার তাই রাহুলের সাংসদপদ ফেরানোর দাবি আরও একবার তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি জানিয়েছেন, এই সংক্রান্ত সমস্ত নথি তিনি জমা দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷

গুজরাতের সুরাত আদালতের রায়ে ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের সাজা হয় রাহুল গান্ধির ৷ তার জেরেই তাঁর সাংসদপদ খারিজ হয় ৷ গতকাল, শুক্রবার সুরাত আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে রাহুলের সাংসদপদ ফিরে পেতে আর কোনও বাধা নেই বলে কংগ্রেসের দাবি ৷ সেই কারণে গতকাল থেকেই তারা এই নিয়ে সরব হয়েছে ৷

এ দিন অধীর চৌধুরী লোকসভার অধ্যক্ষকে রাহুলের সাংসদপদ খারিজের কথা মনে করিয়ে দিয়েছেন ৷ রাহুলের সাংসদপদ যে গতিতে খারিজ করা হয়েছিল, একইরকম তৎপরতার সঙ্গে তা ফেরানো উচিত বলে তিনি মনে করেন ৷ তাই গতকাল রাতে ফোনে ওম বিড়লার সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলেছেন ৷ তার পর আজই এই নিয়ে সমস্ত নথি পাঠিয়েছেন ৷ যদিও আজ শনিবার হওয়ায় বন্ধ ছিল লোকসভার সেক্রেটারি জেনারেলের অফিস ৷

আরও পড়ুন: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

অধীর চৌধুরীর অভিযোগ, অধ্যক্ষ তাঁকে লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে দেখা করে সমস্ত নথি জমা দিতে বলেছিলেন ৷ কিন্তু ছুটি থাকায় সেক্রেটারি জেনারেল ডাক মারফত পাঠাতে বলেছেন ৷ ফলে আজ ছুটি থাকায় অধীরের পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকার হয়তো সোমবার হবে ৷ তার পর এই নিয়ে পদক্ষেপ শুরু হবে ৷ ফলে এই নিয়ে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল ৷ তার পর অধীরের আশা, সোমবার অধিবেশন বসার আগেই রাহুলের সাংসদপদ ফিরিয়ে দেওয়া হবে ৷

এ দিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ 26 ঘণ্টার কথা মনে করিয়ে দিয়েছেন সরকার পক্ষকে ৷ টুইটারে তিনি লিখেছেন, সাজা ঘোষণার 26 ঘণ্টার মধ্যে রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করে দেওয়া হয় ৷ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর 26 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও ফিরল না রাহুলের সাংসদপদ ৷

আরও পড়ুন: 'সত্যমেব জয়তে', বলছে কংগ্রেস; এবার রাহুলের সাংসদ পদ ফেরাতে তদ্বির লোকসভায়

আসলে আগামী 8 অগস্ট থেকে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷ আগামী 10 অগস্ট ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস তার আগেই রাহুলকে লোকসভায় ফেরাতে তৎপর কংগ্রেস ৷ সেই কারণেই সম্ভবত এই নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, অনাস্থা প্রস্তাবে রাহুলের অংশগ্রহণে কি প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.