ETV Bharat / bharat

85th Plenary Session of Congress: আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশনেই চব্বিশের 'মিনি' ইস্তাহার পেশ কংগ্রেসের

চলতি মাসেই কংগ্রেসের 85তম পূর্ণাঙ্গ অধিবেশন (85th Plenary Session of Congress) অনুষ্ঠিত হবে ৷ সেই অধিবেশনে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুগুলি নিয়ে প্রস্তাব পেশ করবে দল ৷ সেই প্রস্তাবগুলিকেই চব্বিশের ভোটের 'মিনি' ইস্তাহার (Mini Manifesto of Congress) হিসাবে ব্যাখ্য়া করা হচ্ছে ৷

Congress is gearing up for 85th Plenary Session
ফাইল ছবি
author img

By

Published : Feb 13, 2023, 10:37 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: চব্বিশের লোকসভা ভোটে (General Election 2024) জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার কেমন হবে ? তার একটি আভাস শীঘ্রই পাওয়া যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ আসলে আগামী 24 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসের 85তম পূর্ণাঙ্গ অধিবেশন (85th Plenary Session of Congress) অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অধিবেশনে কোন কোন ইস্যুকে আগামিদিনে তুলে ধরা হবে, তার একটি প্রস্তাব পাশ করা হবে ৷ সেই প্রস্তাব তৈরির জন্য যে খসড়া কমিটি গঠন করা হয়েছে, তার মাথায় রয়েছেন দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷ তাঁর নেতৃত্বে এই খসড়া কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি ৷ সূত্রের দাবি, কংগ্রেসের এই আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলিকে তুলে ধরা হবে, সেগুলিকে অনায়াসে চব্বিশের ভোটের 'মিনি' ইস্তাহার (Mini Manifesto of Congress) বলা যেতে পারে ৷

তিনদিনের অধিবেশনে যে প্রস্তাবগুলি পাশ করা হবে, সেগুলিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক, এই দুই ভাগে ভাগ করা হয়েছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুই শাখার নেতৃত্বে যথাক্রমে দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলি এবং পি চিদম্বরমকে দায়িত্ব দিয়েছেন ৷ নিয়ম অনুসারে, এই দুই শাখায় গৃহীত প্রস্তাবগুলি অধিবেশনে পেশ করার আগে তা নিয়ে নিজেদের মধ্যেই বিতর্ক করবেন কংগ্রেসের নেতা-নেত্রীরা ৷ তারপর সর্বসম্মতভাবে কিছু ইস্যুকে প্রস্তাবে ঠাঁই দেওয়া হবে ৷ এই ইস্যুগুলির মধ্য়ে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, সামাজিক ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন, কৃষি ও কৃষক, যুবসমাজ, শিক্ষা এবং কর্মনিয়োগের মতো বিষয়গুলি থাকছে ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ?

এর মধ্য়ে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে গঠিত গোষ্ঠীর মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দেখছেন কৃষি ও কৃষকদের ইস্যুগুলি, সামাজিক ন্যায়বিচার নিয়ে প্রস্তাব তৈরি করবেন মুকুল ওয়াসনিক এবং যুব সমাজের বিভিন্ন সমস্য়া নিয়ে বিশ্লেষণ ও ইস্যু উত্থাপন করবেন দলের পঞ্জাব শাখার প্রধান অমরিন্দর সিং রাজা ব্রার ৷

কংগ্রেসের ঘরের লোকেরা বলছেন, আসন্ন অধিবেশনে যে রাজনৈতিক ইস্যুগুলি প্রস্তাব আকারে পাশ করা হবে, তাতে দলের বর্তমান এবং প্রাক্তন সভাপতি, অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি, দুই নেতারই ভাবনা-চিন্তা ও পরিকল্পনা প্রতিফলিত হবে ৷

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: চব্বিশের লোকসভা ভোটে (General Election 2024) জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার কেমন হবে ? তার একটি আভাস শীঘ্রই পাওয়া যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ আসলে আগামী 24 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসের 85তম পূর্ণাঙ্গ অধিবেশন (85th Plenary Session of Congress) অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অধিবেশনে কোন কোন ইস্যুকে আগামিদিনে তুলে ধরা হবে, তার একটি প্রস্তাব পাশ করা হবে ৷ সেই প্রস্তাব তৈরির জন্য যে খসড়া কমিটি গঠন করা হয়েছে, তার মাথায় রয়েছেন দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ৷ তাঁর নেতৃত্বে এই খসড়া কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি ৷ সূত্রের দাবি, কংগ্রেসের এই আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলিকে তুলে ধরা হবে, সেগুলিকে অনায়াসে চব্বিশের ভোটের 'মিনি' ইস্তাহার (Mini Manifesto of Congress) বলা যেতে পারে ৷

তিনদিনের অধিবেশনে যে প্রস্তাবগুলি পাশ করা হবে, সেগুলিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক, এই দুই ভাগে ভাগ করা হয়েছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুই শাখার নেতৃত্বে যথাক্রমে দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলি এবং পি চিদম্বরমকে দায়িত্ব দিয়েছেন ৷ নিয়ম অনুসারে, এই দুই শাখায় গৃহীত প্রস্তাবগুলি অধিবেশনে পেশ করার আগে তা নিয়ে নিজেদের মধ্যেই বিতর্ক করবেন কংগ্রেসের নেতা-নেত্রীরা ৷ তারপর সর্বসম্মতভাবে কিছু ইস্যুকে প্রস্তাবে ঠাঁই দেওয়া হবে ৷ এই ইস্যুগুলির মধ্য়ে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, সামাজিক ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন, কৃষি ও কৃষক, যুবসমাজ, শিক্ষা এবং কর্মনিয়োগের মতো বিষয়গুলি থাকছে ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ?

এর মধ্য়ে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে গঠিত গোষ্ঠীর মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা দেখছেন কৃষি ও কৃষকদের ইস্যুগুলি, সামাজিক ন্যায়বিচার নিয়ে প্রস্তাব তৈরি করবেন মুকুল ওয়াসনিক এবং যুব সমাজের বিভিন্ন সমস্য়া নিয়ে বিশ্লেষণ ও ইস্যু উত্থাপন করবেন দলের পঞ্জাব শাখার প্রধান অমরিন্দর সিং রাজা ব্রার ৷

কংগ্রেসের ঘরের লোকেরা বলছেন, আসন্ন অধিবেশনে যে রাজনৈতিক ইস্যুগুলি প্রস্তাব আকারে পাশ করা হবে, তাতে দলের বর্তমান এবং প্রাক্তন সভাপতি, অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি, দুই নেতারই ভাবনা-চিন্তা ও পরিকল্পনা প্রতিফলিত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.