শ্রীনগর, 30 জানুয়ারি: শ্রীনগরে কংগ্রেস অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘটালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ গাওয়া হল জাতীয় স্তোত্র ৷ ঠিক সেই সময়ই পান্থচকের ক্যাম্পসাইটে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি ৷ পরে তিনি ও প্রিয়াঙ্কা পার্টি অফিসের অনুষ্ঠানে আসায় সেখানে আরও একটি পতাকা উত্তোলন করা হয় ৷
তেরঙা তুললেন খাড়গে: কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi News) রবিবার শ্রীনগরে তাঁর 4,000 কিলোমিটারের ভারত জোড়ো যাত্রা সমাপ্ত (Bharat Jodo Yatra Ends) করেছেন ৷ সোমবার তাঁর উপস্থিতিতে শ্রীনগরের কংগ্রেস অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘটালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ গাওয়া হল জাতীয় স্তোত্র ৷
সবাইকে ধন্যবাদ জানান রাহুল: রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা পান্থচকের ক্যাম্পসাইচ থেকে পরে মৌলানা আজাদ রোডে প্রদেশ কংগ্রেস কমিটির অফিসের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে যোগ দেন । গান্ধি ভাইবোনের আগমনের পরে সেখানে আরেকটি পতাকা উত্তোলন করা হয় ৷ 'ভারত যাত্রী'দের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে রাহুল গান্ধি গত বছরের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া 136 দিনের পদযাত্রার মাধ্যমে তাঁদের ভালোবাসা, স্নেহ এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান ৷
তুষারপাতে হাল্কা মেজাজে রাহুল-প্রিয়াঙ্কা: এ দিন কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে শ্রীনগর শহর ঘোরেন রাগা । প্রবল তুষারপাতের সময় বোন প্রিয়াঙ্কা গান্ধি ও দলীয় সমর্থকদের সঙ্গে কিছু হালকা মুহূর্তও কাটান তিনি রাহুল ৷ বরফ নিয়ে আনন্দের জোয়ারে গা ভাসাতে দেখা গিয়েছে তাঁকে ও প্রিয়াঙ্কাকে ৷
-
J&K | Congress MP Rahul Gandhi and party's general secretary Priyanka Gandhi Vadra share a light moment in Srinagar after hoisting of the Tricolour at the party office.
— ANI (@ANI) January 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Pics: AICC) pic.twitter.com/K8cI2vSJ8G
">J&K | Congress MP Rahul Gandhi and party's general secretary Priyanka Gandhi Vadra share a light moment in Srinagar after hoisting of the Tricolour at the party office.
— ANI (@ANI) January 30, 2023
(Pics: AICC) pic.twitter.com/K8cI2vSJ8GJ&K | Congress MP Rahul Gandhi and party's general secretary Priyanka Gandhi Vadra share a light moment in Srinagar after hoisting of the Tricolour at the party office.
— ANI (@ANI) January 30, 2023
(Pics: AICC) pic.twitter.com/K8cI2vSJ8G
নিরাপত্তার চাদরে লাল চক: লাল চকে টানা দ্বিতীয় দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকায় এই অনুষ্ঠানের জন্য স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল । হাজার হাজার অফিসযাত্রীকে প্রায় এক কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিয়ে লাল চক ও আশেপাশের এলাকায় তাঁদের কর্মস্থলে যেতে হয়েছে ।
আরও পড়ুন: আজ ‘ভারত জোড়ো যাত্রা’র পরিসমাপ্তি ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন
নারওয়ালের বিস্ফোরণের পর আরও কড়াকড়ি নিরাপত্তায়: রাহুল গান্ধি রবিবার ভারত জোড়ো যাত্রার পদযাত্রার সমাপ্তি উপলক্ষে লাল চকের আইকনিক ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন । রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা শুক্রবার রামবান জেলার জাতীয় সড়ক 44-এ বানিহাল রেলওয়ে স্টেশন থেকে আবার শুরু হয় । 22 জানুয়ারি জম্মু শহরের উপকণ্ঠে সাম্প্রতিক জোড়া বিস্ফোরণের প্রেক্ষিতে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল ৷ নারওয়ালের ব্যস্ত এলাকায় সেই বিস্ফোরণে কমপক্ষে নয়জন আহত হন ।
7 সেপ্টেম্বর থেকে 3,970 কিলোমিটার পদযাত্রা: ভারত জোড়া যাত্রা 7 সেপ্টেম্বর কন্যাকুমারীতে শুরু হয়েছিল ৷ 12টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 3,970 কিলোমিটার রাস্তা হাঁটার পর 30 জানুয়ারি শ্রীনগরে তা শেষ হয় ৷ কংগ্রেস শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে তাঁর সমাপনী অনুষ্ঠানের জন্য 21টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ।