ETV Bharat / bharat

PM Modi Slams Congress: কংগ্রেসের দুর্নীতির কারণেই স্বাধীনতার 70 বছর পরও বিদ্যুৎ পাননি 18 হাজার গ্রামবাসী: মোদি

author img

By

Published : Aug 7, 2023, 2:14 PM IST

PM Modi inaugurates Kshetriya Panchayati Raj Parishad: কংগ্রেস তার শাসনকালে পঞ্চায়েত রাজকে শক্তিশালী করার জন্য কোনও দৃঢ় পদক্ষেপ করেনি । ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদের ভার্চুয়াল উদ্বোধনে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi Slams Congress
নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 7 অগস্ট: স্বাধীনতার সাত দশক পরেও হাজার হাজার গ্রামে বিদ্যুতের মতো মৌলিক সুযোগ-সুবিধের অভাবের জন্য কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার ভার্চুয়ালি 'হরিয়ানা ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ'-এর উদ্বোধন করার পরে তিনি বলেন, গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাস্তবায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা স্বাধীনতার পর চার দশক ধরেও বুঝতে পারেনি কংগ্রেস ।

পঞ্চায়েতি রাজ নিয়ে কংগ্রেসের সমালোচনা মোদির: সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দিনের বিজেপির অনুষ্ঠানের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য কোনও দৃঢ় পদক্ষেপ করা হয়নি ।

কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, "কংগ্রেসের দুর্নীতির কারণেই স্বাধীনতার 70 বছর পরেও 18,000 গ্রামবাসী বিদ্যুৎ পাননি ।" প্রধানমন্ত্রীর দাবি, উন্নত ভারতের লক্ষ্য অর্জনে এবং 'অমৃত কাল'-এর সংকল্প পূরণে দেশ আজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ।

'নতুন আশা ও শক্তি দৃশ্যমান': প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, "এই 'অমৃত কাল'-এর 25 বছরের সফরে আমাদের বিগত কয়েক দশকের অভিজ্ঞতার কথা মাথায় রাখতে হবে ৷" একটি উন্নত ভারতের পথ টায়ার 2 এবং টায়ার 3 শহরগুলির মধ্য দিয়ে যায় এবং গ্রামগুলির মধ্য দিয়ে যায়, যেগুলি আধুনিক হয়ে উঠছে ৷ প্রধানমন্ত্রীর কথায়, পশ্চিমাঞ্চল এবং ছোট শহরগুলিতে একটি নতুন আশা ও শক্তি দৃশ্যমান ।

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

কংগ্রেসকে তোপ: গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা কতটা গুরুত্বপূর্ণ ছিল, স্বাধীনতার পর চার দশক ধরে কংগ্রেস বুঝতে পারেনি বলে তোপ দাগেন মোদি । তিনি বলেন, কংগ্রেস জেলা পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও কিছু করেনি ৷

ফরিদাবাদের সুরজকুণ্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্য বিজেপির প্রধান ওপি ধনকড় ও অন্যান্য বিজেপি নেতারা ।

নয়াদিল্লি, 7 অগস্ট: স্বাধীনতার সাত দশক পরেও হাজার হাজার গ্রামে বিদ্যুতের মতো মৌলিক সুযোগ-সুবিধের অভাবের জন্য কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার ভার্চুয়ালি 'হরিয়ানা ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ'-এর উদ্বোধন করার পরে তিনি বলেন, গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাস্তবায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা স্বাধীনতার পর চার দশক ধরেও বুঝতে পারেনি কংগ্রেস ।

পঞ্চায়েতি রাজ নিয়ে কংগ্রেসের সমালোচনা মোদির: সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দিনের বিজেপির অনুষ্ঠানের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য কোনও দৃঢ় পদক্ষেপ করা হয়নি ।

কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, "কংগ্রেসের দুর্নীতির কারণেই স্বাধীনতার 70 বছর পরেও 18,000 গ্রামবাসী বিদ্যুৎ পাননি ।" প্রধানমন্ত্রীর দাবি, উন্নত ভারতের লক্ষ্য অর্জনে এবং 'অমৃত কাল'-এর সংকল্প পূরণে দেশ আজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ।

'নতুন আশা ও শক্তি দৃশ্যমান': প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, "এই 'অমৃত কাল'-এর 25 বছরের সফরে আমাদের বিগত কয়েক দশকের অভিজ্ঞতার কথা মাথায় রাখতে হবে ৷" একটি উন্নত ভারতের পথ টায়ার 2 এবং টায়ার 3 শহরগুলির মধ্য দিয়ে যায় এবং গ্রামগুলির মধ্য দিয়ে যায়, যেগুলি আধুনিক হয়ে উঠছে ৷ প্রধানমন্ত্রীর কথায়, পশ্চিমাঞ্চল এবং ছোট শহরগুলিতে একটি নতুন আশা ও শক্তি দৃশ্যমান ।

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

কংগ্রেসকে তোপ: গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা কতটা গুরুত্বপূর্ণ ছিল, স্বাধীনতার পর চার দশক ধরে কংগ্রেস বুঝতে পারেনি বলে তোপ দাগেন মোদি । তিনি বলেন, কংগ্রেস জেলা পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও কিছু করেনি ৷

ফরিদাবাদের সুরজকুণ্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্য বিজেপির প্রধান ওপি ধনকড় ও অন্যান্য বিজেপি নেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.