নয়াদিল্লি, 10 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না কংগ্রেস ৷ বুধবার দলের সাধারণ সম্পাদক তথা প্রবীণ সাংসদ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন ৷ কংগ্রেসের তরফে তিনি অযোধ্যয় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে বিজেপি-আরএসএসের নিজস্ব অনুষ্ঠান বলে কটাক্ষ করেছেন ৷
এদিন দলের তরফে ঘোষণা করা হয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এবং লোকসভা বিরোধী দলনেতা অধীর চৌধুরী রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না ৷ তাঁরা সসম্মানে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ৷
তবে কংগ্রেস এই রামমন্দির নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে ৷ প্রকাশিত বিবৃতিতে এই অনুষ্ঠানকে রাজনৈতিক প্রজেক্ট বলে দাগিয়েছে কংগ্রেস ৷ বিজেপি, আরএসএস নেতারা এই অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ এটা শুধুই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, "আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ভগবান রামের পুজো করেন ৷ ধর্ম একটা ব্যক্তিগত বিষয় ৷ কিন্তু দীর্ঘদিন ধরে আরএসএস ও বিজেপি অযোধ্যায় এই মন্দিরের প্রজেক্টটিকে রাজনৈতিক বিষয় করে তুলেছে ৷ এটা অবশ্যই রাজনৈতিক সুবিধের জন্য ৷"
Here is the statement of Shri @Jairam_Ramesh, General Secretary (Communications), Indian National Congress. pic.twitter.com/JcKIEk3afy
— Congress (@INCIndia) January 10, 2024
">Here is the statement of Shri @Jairam_Ramesh, General Secretary (Communications), Indian National Congress. pic.twitter.com/JcKIEk3afy
— Congress (@INCIndia) January 10, 2024
Here is the statement of Shri @Jairam_Ramesh, General Secretary (Communications), Indian National Congress. pic.twitter.com/JcKIEk3afy
— Congress (@INCIndia) January 10, 2024