ETV Bharat / bharat

Congress Concerned Over Chinese Intrusions অরুণাচল সীমান্তে চিনা অনুপ্রবেশের খবরে উদ্বিগ্ন কংগ্রেস, এলাকায় যাবে প্রতিনিধি দল - Congress concerned over Chinese intrusions

সম্প্রতি একাধিক রিপোর্টে অরুণাচল সীমান্তে চিনা অনুপ্রবেশ ও স্থায়ী নির্মাণের কথা উঠে এসেছে (Chinese intrusions) ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস (Congress concerned over Chinese intrusions) ৷

Chinese intrusions
ETV Bharat
author img

By

Published : Aug 28, 2022, 8:00 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশের যে খবর এসেছে তাতে উদ্বিগ্ন কংগ্রেস (Congress concerned over Chinese intrusions) ৷ সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে অরুণাচলের সীমান্তসংলগ্ন এলাকায় যাবে কংগ্রেসের এক প্রতিনিধি দল (Congress Panel to Visit Arunachal Border) ৷

ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে লোকসভার সাংসদ প্রদ্যুৎ বরদোলই এপ্রসঙ্গে বলেন, "আমরা মনে করি চিনা অনুপ্রবেশের বিষয়টি গুরুতর এবং এটি অবজ্ঞা করা উচিত নয় ৷ আমরা একাধিকবার বিষয়টি সংসদে তুলেছি ৷ কিন্তু সরকারের তরফে কোনও জবাব মেলেনি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে, আসল ঘটনা জানতে কংগ্রেসের এক প্রতিনিধি দল অরুণাচলের সীমান্তসংলগ্ন এলাকায় যাবে ৷ কেন্দ্র সরকার আমাদের সেখানে যাওয়ার বিষয়ে অনুমতি নাও দিতে পারে, কিন্তু আমরা সেখানে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ৷"

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচন 17 অক্টোবর, গণনা 19 তারিখ

এই কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি, মনিষ তিওয়ারি ও অন্যান্য দলের সাংসদরা বিষয়টি লাগাতার সংসদে তুলে ধরছেন ৷ কিন্তু সরকারে কোনও জবাব এখনও মেলেনি ৷ চিন যেভাবে বারবার দাবি করছে অরুণাচলের কিছু অংশে তাদের অধিকার তাতে বিষয়টি আরও জটিল হচ্ছে ৷

উল্লেখ্য, শনিবারই চিনা অনুপ্রবেশের (Congress on Chinese intrusions) বিষয়টিকে ইস্যু করে কেন্দ্রের কড়া সমালোচনা করেছে কংগ্রেস ৷ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে অরুণাচল সীমান্তের কাছে নির্মাণ করছে চিনা সেনা ৷ কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনকে যে ক্লিনচিট দিয়েছেন তার ফল ভুগছে দেশ ৷ ভারতের এই নীরবতা চিনকে আরও প্রশ্রয় দিচ্ছে ৷

একইভাবে চিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন আরেক অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ তাঁর দাবি, চিনা আগ্রাসনের পরেও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তহীনতা আগামিদিনে দেশকে আরও বড় বিপদের সম্মুখীন করতে পারে ৷ দেশের মানুষকে এভাবে অন্ধকারে রাখতে পারে না কেন্দ্র ৷ প্রধানমন্ত্রীর উচিত সাংবাদিক বৈঠকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া ৷

নয়াদিল্লি, 28 অগস্ট: অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশের যে খবর এসেছে তাতে উদ্বিগ্ন কংগ্রেস (Congress concerned over Chinese intrusions) ৷ সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে অরুণাচলের সীমান্তসংলগ্ন এলাকায় যাবে কংগ্রেসের এক প্রতিনিধি দল (Congress Panel to Visit Arunachal Border) ৷

ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে লোকসভার সাংসদ প্রদ্যুৎ বরদোলই এপ্রসঙ্গে বলেন, "আমরা মনে করি চিনা অনুপ্রবেশের বিষয়টি গুরুতর এবং এটি অবজ্ঞা করা উচিত নয় ৷ আমরা একাধিকবার বিষয়টি সংসদে তুলেছি ৷ কিন্তু সরকারের তরফে কোনও জবাব মেলেনি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে, আসল ঘটনা জানতে কংগ্রেসের এক প্রতিনিধি দল অরুণাচলের সীমান্তসংলগ্ন এলাকায় যাবে ৷ কেন্দ্র সরকার আমাদের সেখানে যাওয়ার বিষয়ে অনুমতি নাও দিতে পারে, কিন্তু আমরা সেখানে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ৷"

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচন 17 অক্টোবর, গণনা 19 তারিখ

এই কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি, মনিষ তিওয়ারি ও অন্যান্য দলের সাংসদরা বিষয়টি লাগাতার সংসদে তুলে ধরছেন ৷ কিন্তু সরকারে কোনও জবাব এখনও মেলেনি ৷ চিন যেভাবে বারবার দাবি করছে অরুণাচলের কিছু অংশে তাদের অধিকার তাতে বিষয়টি আরও জটিল হচ্ছে ৷

উল্লেখ্য, শনিবারই চিনা অনুপ্রবেশের (Congress on Chinese intrusions) বিষয়টিকে ইস্যু করে কেন্দ্রের কড়া সমালোচনা করেছে কংগ্রেস ৷ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে অরুণাচল সীমান্তের কাছে নির্মাণ করছে চিনা সেনা ৷ কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনকে যে ক্লিনচিট দিয়েছেন তার ফল ভুগছে দেশ ৷ ভারতের এই নীরবতা চিনকে আরও প্রশ্রয় দিচ্ছে ৷

একইভাবে চিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন আরেক অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ তাঁর দাবি, চিনা আগ্রাসনের পরেও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তহীনতা আগামিদিনে দেশকে আরও বড় বিপদের সম্মুখীন করতে পারে ৷ দেশের মানুষকে এভাবে অন্ধকারে রাখতে পারে না কেন্দ্র ৷ প্রধানমন্ত্রীর উচিত সাংবাদিক বৈঠকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.