নয়াদিল্লি, 4 অগস্ট: হেরাল্ড হাউস সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED seizes Herald House)৷ এই অবস্থায় দলের কী রণকৌশল হবে, তা ঠিক করতে আজ নয়াদিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেসের সাংসদরা (Congress calls meeting of party MPs)৷ বুধবার গভীর রাতে কর্নাটক থেকে রাজধানীতে ফিরেছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন (Congress MPs meeting)৷
দলের নেতাদের সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে বলে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি ৷ তিনি বুধবার সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "গোটা দেশ দেখছে যে, ভারতের প্রাচীনতম দলের বিরুদ্ধে একটা তদন্তকারী সংস্থাকে অমানবিক ভাবে কাজে লাগানো হচ্ছে ৷ আপনারা (বিজেপি) এই দল, তার নেতা ও প্রতিষ্ঠানকে জঙ্গি প্রতিপন্ন করে সেই মতো আচরণ করছেন ৷"
আরও পড়ুন: জেরার তৃতীয় দিন ! প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া
ন্যাশনাল হেরাল্ড মামলায় দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi), তাঁর পুত্র রাহুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কয়েকদিন কাটতে না কাটতেই ইডি হেরাল্ড হাউসে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের অফিস সিল করে দেয় ৷ তবে এতে কংগ্রেস ভয় পাবে না বলে দাবি কংগ্রেসের ৷ অভিষেক মনু সিংভির কথায়, "ভয় শব্দটা কংগ্রেসের অভিধানে নেই ৷" এমন 'সস্তা কৌশল' প্রয়োগ করে দলের নেতৃত্বকে চুপ করিয়ে দেওয়া যাবে না বলেও তোপ দাগেন তিনি ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, হেরাল্ড হাউসে ইয়ং ইন্ডিয়ানের অফিসের তরফে একজনও উপস্থিত না থাকায় মঙ্গলবার ও বুধবার সেখানে তল্লাশি চালানো যায়নি ৷ সে জন্যই অফিসটি সিল করে দেওয়া হয়েছে ৷ কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গেকে তলব করে তল্লাশির সময় উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ তল্লাশির সময় তিনি হাজির থাকলেই সিল তুলে নেওয়া হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷
এ দিকে, অনুমতি না-থাকা সত্বেও শুক্রবার মুদ্রাস্ফীতি ও জিএসটি ইস্যুতে আন্দোলনের সিদ্ধান্তে অনড় রয়েছে সোনিয়া গান্ধির দল ৷