ETV Bharat / bharat

Complaint against Opposition Parties: 'নির্বাচনে প্রভাব খাটাতে ইন্ডিয়া নামের অপব্যবহার', বিরোধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ - পুলিশে অভিযোগ দায়ের

নির্বাচনে অযাচিত প্রভাব খাটানোর জন্য জোটের নাম ইন্ডিয়া দিয়েছে বিরোধীরা ৷ এই অভিযোগে 26টি দলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের হল ৷

Complaint against Opposition Parties
Complaint against Opposition Parties
author img

By

Published : Jul 19, 2023, 7:35 PM IST

Updated : Jul 19, 2023, 8:00 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই: বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখায় এ বার 26টি বিরোধী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল ৷ দিল্লির বারাখাম্বা থানায় অভিযোগ দায়ের করেছেন জনৈক ডা. অবনীশ মিশ্র ৷ তাঁর অভিযোগ, ইন্ডিয়া নামের অনুপযুক্ত ব্যবহার করেছে বিরোধী দলগুলি ৷ তারা নির্বাচনে অযাচিত প্রভাব ও ভাবমূর্তির স্বার্থে ইন্ডিয়া নামের ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে ঘোষণা করা হয় যে, বিরোধী জোটের নাম রাখা হচ্ছে ইন্ডিয়া ৷ এর পুরো নামটি হল, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ INDIA ৷

'প্রতীক আইনের লঙ্ঘন': বিরোধী জোটের এই নাম নিয়ে আপত্তি জানিয়ে নয়াদিল্লির বারখাম্বা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগকারী দাবি করেছেন যে 'ইন্ডিয়া' নামটি দেশের প্রতীক আইনের লঙ্ঘন করছে । এই আইনে কেউ নিজের স্বার্থে ভারতের নাম ব্যবহার করতে পারবে না । এটা জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে ।

অভিযোগে বলা হয়েছে, 26টি রাজনৈতিক দল দেশের নামের অপব্যবহার করেছে । সেই কারণে ওই বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন অভিযোগকারী ডা. অবনীশ মিশ্র ।

যে দলগুলির বিরুদ্ধে অভিযোগ: মঙ্গলবারের বিরোধী বৈঠকে যে 26টি দল যোগ দিয়েছিল, তাদের সবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দলগুলি হল, কংগ্রেস, আম আদমি পার্টি, জেডিইউ, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, জেএমএম, শিবসেনা (ইউবিটি), এনসিপি, সমাজবাদী পার্টি, আরএলডি, আপনা দল (ক্যামেরাওয়াড়ি), জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিআইএম, সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, মারুমালারচি দ্রাবিড় মুনেত্র কাজগাম, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, কোঙ্গুনাডু মাক্কাল দেশিয়া কাচ্চি, মানিথানেয়া মক্কাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ।

আরও পড়ুন: 'বিজেপি সরকার, মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছো ?' বিরোধীদের বৈঠকের পর কটাক্ষ মহুয়ার

'ইন্ডিয়া' নিয়ে সরব বিজেপি: বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' ঘোষিত হওয়ার পর থেকেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি । কংগ্রেসও তাদের যুক্তি দেখিয়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যঙ্গাত্মকভাবে টুইটারে লিখেছেন, "আমাদের সভ্যতার সংগ্রাম 'ইন্ডিয়া ও ভারত' কেন্দ্রিক। ব্রিটিশরা আমাদের দেশের নাম দিয়েছে 'ভারত'। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করা উচিত ।"

পালটা জবাব কংগ্রেসের: তাঁর এই বক্তব্যের পালটা জবাব দিয়ে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত্র বলেছেন, "'ভারত' শব্দটিতে ঔপনিবেশিক মানসিকতার আভাস দেখার বিষয়ে ওদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলা উচিত, যিনি 'স্কিল ইন্ডিয়া' এবং 'ডিজিটাল ইন্ডিয়া'র মতো বিভিন্ন সরকারি কর্মসূচির নাম দিয়েছেন ।"

নয়াদিল্লি, 19 জুলাই: বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখায় এ বার 26টি বিরোধী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল ৷ দিল্লির বারাখাম্বা থানায় অভিযোগ দায়ের করেছেন জনৈক ডা. অবনীশ মিশ্র ৷ তাঁর অভিযোগ, ইন্ডিয়া নামের অনুপযুক্ত ব্যবহার করেছে বিরোধী দলগুলি ৷ তারা নির্বাচনে অযাচিত প্রভাব ও ভাবমূর্তির স্বার্থে ইন্ডিয়া নামের ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে ঘোষণা করা হয় যে, বিরোধী জোটের নাম রাখা হচ্ছে ইন্ডিয়া ৷ এর পুরো নামটি হল, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ INDIA ৷

'প্রতীক আইনের লঙ্ঘন': বিরোধী জোটের এই নাম নিয়ে আপত্তি জানিয়ে নয়াদিল্লির বারখাম্বা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগকারী দাবি করেছেন যে 'ইন্ডিয়া' নামটি দেশের প্রতীক আইনের লঙ্ঘন করছে । এই আইনে কেউ নিজের স্বার্থে ভারতের নাম ব্যবহার করতে পারবে না । এটা জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে ।

অভিযোগে বলা হয়েছে, 26টি রাজনৈতিক দল দেশের নামের অপব্যবহার করেছে । সেই কারণে ওই বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন অভিযোগকারী ডা. অবনীশ মিশ্র ।

যে দলগুলির বিরুদ্ধে অভিযোগ: মঙ্গলবারের বিরোধী বৈঠকে যে 26টি দল যোগ দিয়েছিল, তাদের সবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দলগুলি হল, কংগ্রেস, আম আদমি পার্টি, জেডিইউ, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, জেএমএম, শিবসেনা (ইউবিটি), এনসিপি, সমাজবাদী পার্টি, আরএলডি, আপনা দল (ক্যামেরাওয়াড়ি), জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিআইএম, সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, মারুমালারচি দ্রাবিড় মুনেত্র কাজগাম, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, কোঙ্গুনাডু মাক্কাল দেশিয়া কাচ্চি, মানিথানেয়া মক্কাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ।

আরও পড়ুন: 'বিজেপি সরকার, মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছো ?' বিরোধীদের বৈঠকের পর কটাক্ষ মহুয়ার

'ইন্ডিয়া' নিয়ে সরব বিজেপি: বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' ঘোষিত হওয়ার পর থেকেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি । কংগ্রেসও তাদের যুক্তি দেখিয়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যঙ্গাত্মকভাবে টুইটারে লিখেছেন, "আমাদের সভ্যতার সংগ্রাম 'ইন্ডিয়া ও ভারত' কেন্দ্রিক। ব্রিটিশরা আমাদের দেশের নাম দিয়েছে 'ভারত'। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করা উচিত ।"

পালটা জবাব কংগ্রেসের: তাঁর এই বক্তব্যের পালটা জবাব দিয়ে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত্র বলেছেন, "'ভারত' শব্দটিতে ঔপনিবেশিক মানসিকতার আভাস দেখার বিষয়ে ওদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলা উচিত, যিনি 'স্কিল ইন্ডিয়া' এবং 'ডিজিটাল ইন্ডিয়া'র মতো বিভিন্ন সরকারি কর্মসূচির নাম দিয়েছেন ।"

Last Updated : Jul 19, 2023, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.