ETV Bharat / bharat

কোভিডে মৃত ভোটকর্মীর ক্ষতিপূরণ অন্তত এক কোটি হওয়া উচিত: আদালত - কোভিডে মৃত ভোটকর্মী

পঞ্চায়েত নির্বাচনের সময়ে কোভিডে মৃত ভোটকর্মীর পরিবারকে অন্তত এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মত এলাহাবাদ হাইকোর্টের ৷

compensation-less-for-polling-officers-who-died-due-to-covid-hc
কোভিডে মৃত ভোটকর্মীর ক্ষতিপূরণ এক কোটি হওয়া উচিত: আদালত
author img

By

Published : May 12, 2021, 4:39 PM IST

এলাহাবাদ, 12 মে: উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কোভিডে মৃত নির্বাচনী আধিকারিকের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা খুবই কম ৷ ক্ষতিপূরণ কমপক্ষে এক কোটি টাকা হওয়া উচিত ৷ এমনই মত এলাহাবাদ হাইকোর্টের ৷

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের বেঞ্চ অতিমারি নিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে তাদের এই পর্যবেক্ষণ দিয়েছে ৷ তারা বলেছে, "যাঁর উপার্জনে গোটা পরিবার চলত, তাঁকে নির্বাচন কমিশন যে ভাবে জোর করে আরটি-পিসিআর সাপোর্ট ছাড়া ভোটের কাজ করতে পাঠিয়েছে, তাঁর মৃত্যুতে ক্ষতিপূরণ অন্তত এক কোটি হওয়া উচিত ৷ সরকার ও নির্বাচন ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর ব্যাপারে পুনরায় ভাবনাচিন্তা করবে বলে আশা রাখছি ৷"

আরও পড়ুন: কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

মেরঠের হাসপাতালে মৃত্যু হওয়া 20 রোগীর কোভিডে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হলেও তাদের কোভিডে মৃত বলেই ধরে নিতে হবে বলে জানিয়েছে আদালত ৷

এলাহাবাদ, 12 মে: উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কোভিডে মৃত নির্বাচনী আধিকারিকের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা খুবই কম ৷ ক্ষতিপূরণ কমপক্ষে এক কোটি টাকা হওয়া উচিত ৷ এমনই মত এলাহাবাদ হাইকোর্টের ৷

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের বেঞ্চ অতিমারি নিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে তাদের এই পর্যবেক্ষণ দিয়েছে ৷ তারা বলেছে, "যাঁর উপার্জনে গোটা পরিবার চলত, তাঁকে নির্বাচন কমিশন যে ভাবে জোর করে আরটি-পিসিআর সাপোর্ট ছাড়া ভোটের কাজ করতে পাঠিয়েছে, তাঁর মৃত্যুতে ক্ষতিপূরণ অন্তত এক কোটি হওয়া উচিত ৷ সরকার ও নির্বাচন ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর ব্যাপারে পুনরায় ভাবনাচিন্তা করবে বলে আশা রাখছি ৷"

আরও পড়ুন: কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

মেরঠের হাসপাতালে মৃত্যু হওয়া 20 রোগীর কোভিডে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হলেও তাদের কোভিডে মৃত বলেই ধরে নিতে হবে বলে জানিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.