ETV Bharat / bharat

Commercial Cylinder Price Cut: নয়া অর্থবর্ষের শুরুতে কমল বাণিজ্যিক গ্যাসের দাম - কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

নয়া অর্থবর্ষের শুরুতে নয়াদিল্লি-সহ দেশের সব জায়গায় বাণিজ্যিক গ্যাসের দাম কমল 91.50 টাকা ৷ রাজধানীতে 19 কেজি বাণিজ্যিক (এলপিজি) রান্নার গ্যাসের দাম কমে হল 2028 টাকা ৷ শনিবার থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম ৷

Etv Bharat
নয়া অর্থবর্ষের শুরুতে কমল বাণিজ্যিক গ্যাসের দাম
author img

By

Published : Apr 1, 2023, 1:09 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি নেই ৷ অপরিবর্তিত রইল ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৷ তবে নতুন অর্থবর্ষের শুরুতে অনেকটাই কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷ শনিবার নয়াদিল্লি-সহ দেশের সব জায়গায় বাণিজ্যিক গ্যাসের দাম কমল 91.50 টাকা ৷ রাজধানীতে 19 কেজি বাণিজ্যিক (এলপিজি) রান্নার গ্যাসের দাম কমে হল 2028 টাকা ৷ আজ অর্থাৎ, শনিবার থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম ৷

একমাস আগে অর্থাৎ, 1 মার্চ পেট্রোলিয়ামজাত সংস্থাগুলি ইউনিট প্রতি সাড়ে 300 টাকা বৃদ্ধি করেছিল বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ৷ অন্যদিকে ইউনিট প্রতি 50 টাকা বেড়েছিল ঘরোয়া গ্যাসের দাম ৷ সেক্ষেত্রে শনিবার হোটেল -রেস্তরাঁ মালিকদের কিছুটা স্বস্তি হলেও গৃহস্থালির অস্বস্তি রয়েই গেল ৷

2022 থেকে এই নিয়ে 10 বার বাণিজ্যিক গ্যাসের দাম ওঠানামা করল ৷ এর মধ্যে সাতবারই বৃদ্ধি পেয়েছে দাম ৷ শেষবার গত বছর সেপ্টেম্বরে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছিল 91.50 টাকা ৷ তারও আগে অগস্ট এবং জুলাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল যথাক্রমে 36 টাকা এবং 8 টাকা 50 পয়সা ৷

আরও পড়ুন: 500 টাকায় মিলবে রান্নার গ্যাস, ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

অন্যদিকে দাম বৃদ্ধির দিকে নজর ঘোরালে দেখা যাবে মার্চের আগে চলতি বছরের শুরুতেও বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷ সেবার ইউনিট প্রতি 25 টাকা করে বৃদ্ধি পেয়েছিল দাম ৷ গত বছর ঘরোয়া রান্নার গ্যাসের (এলপিজি) দাম বেড়েছিল চারবার ৷ মার্চের আগে চলতি বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ঘরোয়া গ্যাসের দাম বেড়েছিল 25 টাকা ৷ দেশের রাজধানীতে ঘরোয়া এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার পিছু এখন 1768 টাকা ৷

আরও পড়ুন: রান্নার গ্যাস থেকে সোনা, শনি থেকে দামি হতে পারে সবই

একনজরে শহরভিত্তিক সিলিন্ডার পিছু (19 কেজি) বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম:

নয়াদিল্লি- 2028 টাকা

কলকাতা- 2132 টাকা

মুম্বই- 1980 টাকা

চেন্নাই- 2192.50 টাকা ৷

নয়াদিল্লি, 1 এপ্রিল: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি নেই ৷ অপরিবর্তিত রইল ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৷ তবে নতুন অর্থবর্ষের শুরুতে অনেকটাই কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷ শনিবার নয়াদিল্লি-সহ দেশের সব জায়গায় বাণিজ্যিক গ্যাসের দাম কমল 91.50 টাকা ৷ রাজধানীতে 19 কেজি বাণিজ্যিক (এলপিজি) রান্নার গ্যাসের দাম কমে হল 2028 টাকা ৷ আজ অর্থাৎ, শনিবার থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম ৷

একমাস আগে অর্থাৎ, 1 মার্চ পেট্রোলিয়ামজাত সংস্থাগুলি ইউনিট প্রতি সাড়ে 300 টাকা বৃদ্ধি করেছিল বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ৷ অন্যদিকে ইউনিট প্রতি 50 টাকা বেড়েছিল ঘরোয়া গ্যাসের দাম ৷ সেক্ষেত্রে শনিবার হোটেল -রেস্তরাঁ মালিকদের কিছুটা স্বস্তি হলেও গৃহস্থালির অস্বস্তি রয়েই গেল ৷

2022 থেকে এই নিয়ে 10 বার বাণিজ্যিক গ্যাসের দাম ওঠানামা করল ৷ এর মধ্যে সাতবারই বৃদ্ধি পেয়েছে দাম ৷ শেষবার গত বছর সেপ্টেম্বরে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছিল 91.50 টাকা ৷ তারও আগে অগস্ট এবং জুলাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল যথাক্রমে 36 টাকা এবং 8 টাকা 50 পয়সা ৷

আরও পড়ুন: 500 টাকায় মিলবে রান্নার গ্যাস, ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

অন্যদিকে দাম বৃদ্ধির দিকে নজর ঘোরালে দেখা যাবে মার্চের আগে চলতি বছরের শুরুতেও বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷ সেবার ইউনিট প্রতি 25 টাকা করে বৃদ্ধি পেয়েছিল দাম ৷ গত বছর ঘরোয়া রান্নার গ্যাসের (এলপিজি) দাম বেড়েছিল চারবার ৷ মার্চের আগে চলতি বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ঘরোয়া গ্যাসের দাম বেড়েছিল 25 টাকা ৷ দেশের রাজধানীতে ঘরোয়া এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার পিছু এখন 1768 টাকা ৷

আরও পড়ুন: রান্নার গ্যাস থেকে সোনা, শনি থেকে দামি হতে পারে সবই

একনজরে শহরভিত্তিক সিলিন্ডার পিছু (19 কেজি) বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম:

নয়াদিল্লি- 2028 টাকা

কলকাতা- 2132 টাকা

মুম্বই- 1980 টাকা

চেন্নাই- 2192.50 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.