ETV Bharat / bharat

Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার - কর্নাটকের হিজাব বিতর্ক

হিজাব বিতর্কে এ বার সরব হলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai on hijab row)৷ মুসলিম মহিলাদের কোণঠাসা (College is forcing us to choose between studies and the hijab) করা বন্ধ করার জন্য রাজনীতিকদের কাছে আর্জি জানিয়েছেন তিনি ৷

author img

By

Published : Feb 9, 2022, 12:57 PM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক (Hijab row) তৈরি হয়েছে, সে বিষয়ে এ বার মুখ খুললেন পাকিস্তানি সমাজকর্মী তথা নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai on hijab row)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়ার ঘটনা ভয়ংকর (Malala Yousafzai news) বলে মত তাঁর ৷

এ প্রসঙ্গে টুইট করে নারী শিক্ষার প্রচারক মালালা (Pakistani activist and Nobel Peace Prize winner) লিখেছেন, "কলেজ আমাদের পড়াশোনা ও হিজাবের মধ্যে থেকে একটিকে বেছে নিতে জোর করছে (College is forcing us to choose between studies and the hijab)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়া হলে তা ভয়ংকর ৷ কম পরবেন, নাকি বেশি পরবেন, সে বিষয়ে নারীর বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে ৷ মুসলিম মহিলাদের প্রান্তিক করে রাখার চেষ্টাকে ভারতীয় নেতাদের বন্ধ করা উচিত ৷"

  • “College is forcing us to choose between studies and the hijab”.

    Refusing to let girls go to school in their hijabs is horrifying. Objectification of women persists — for wearing less or more. Indian leaders must stop the marginalisation of Muslim women. https://t.co/UGfuLWAR8I

    — Malala (@Malala) February 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্নাটকে ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে ৷ উদুপির একটি কলেজের প্রিন্সিপাল ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন ৷ তারপর থেকে এই নিয়ে বিতর্ক গত কয়েকদিনে কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ উদুপি কলেজের পাঁচজন ছাত্রী হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ৷ আজও সেই মামলার শুনানি রয়েছে ৷

আরও পড়ুন: মালালা দিবস : গুলি খেয়েও থামেনি নারীশিক্ষার দাবিতে আন্দোলন

কর্নাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া উত্তরীয় পরা নিষিদ্ধ বলে ঘোষণা করলেও, সে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্লাসে যোগ দেওয়ার দাবি জানাচ্ছেন ৷ হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু ছাত্রছাত্রী গেরুয়া উত্তরীয় পরে ক্লাস করার দাবি জানালে এই বিতর্ক আরও বড় আকার নেয় ৷ কর্নাটকের সীমানা ছাড়িয়ে হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও ৷ নিয়মানুবর্তিতা মেনে ইউনিফর্ম ড্রেস কোডে জোর দেন মধ্যপ্রদেশের এক মন্ত্রী ৷ অপরদিকে, পুদুচেরিতে সরকারি স্কুলের ক্লাসে হিজাব পরতে বাধা দেওয়ার যে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে উঠেছে, তার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ৷

এই বিতর্ককে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে, তা প্রশমনে আগামী তিনদিন কর্নাটকের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর কাছে ৷

আরও পড়ুন: Malala Yousafzai : বার্মিংহামে ছোট্ট নিকাহ আসর, সঙ্গী আসারের সঙ্গে নতুন অধ্যায় শুরু মালালার

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক (Hijab row) তৈরি হয়েছে, সে বিষয়ে এ বার মুখ খুললেন পাকিস্তানি সমাজকর্মী তথা নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai on hijab row)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়ার ঘটনা ভয়ংকর (Malala Yousafzai news) বলে মত তাঁর ৷

এ প্রসঙ্গে টুইট করে নারী শিক্ষার প্রচারক মালালা (Pakistani activist and Nobel Peace Prize winner) লিখেছেন, "কলেজ আমাদের পড়াশোনা ও হিজাবের মধ্যে থেকে একটিকে বেছে নিতে জোর করছে (College is forcing us to choose between studies and the hijab)৷ হিজাব পরে ছাত্রীদের স্কুলে যেতে বাধা দেওয়া হলে তা ভয়ংকর ৷ কম পরবেন, নাকি বেশি পরবেন, সে বিষয়ে নারীর বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে ৷ মুসলিম মহিলাদের প্রান্তিক করে রাখার চেষ্টাকে ভারতীয় নেতাদের বন্ধ করা উচিত ৷"

  • “College is forcing us to choose between studies and the hijab”.

    Refusing to let girls go to school in their hijabs is horrifying. Objectification of women persists — for wearing less or more. Indian leaders must stop the marginalisation of Muslim women. https://t.co/UGfuLWAR8I

    — Malala (@Malala) February 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কর্নাটকে ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে ৷ উদুপির একটি কলেজের প্রিন্সিপাল ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন ৷ তারপর থেকে এই নিয়ে বিতর্ক গত কয়েকদিনে কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ উদুপি কলেজের পাঁচজন ছাত্রী হিজাব পরায় বিধিনিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ৷ আজও সেই মামলার শুনানি রয়েছে ৷

আরও পড়ুন: মালালা দিবস : গুলি খেয়েও থামেনি নারীশিক্ষার দাবিতে আন্দোলন

কর্নাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া উত্তরীয় পরা নিষিদ্ধ বলে ঘোষণা করলেও, সে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রীরা হিজাব পরে ক্লাসে যোগ দেওয়ার দাবি জানাচ্ছেন ৷ হিজাব পরা ছাত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু ছাত্রছাত্রী গেরুয়া উত্তরীয় পরে ক্লাস করার দাবি জানালে এই বিতর্ক আরও বড় আকার নেয় ৷ কর্নাটকের সীমানা ছাড়িয়ে হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও ৷ নিয়মানুবর্তিতা মেনে ইউনিফর্ম ড্রেস কোডে জোর দেন মধ্যপ্রদেশের এক মন্ত্রী ৷ অপরদিকে, পুদুচেরিতে সরকারি স্কুলের ক্লাসে হিজাব পরতে বাধা দেওয়ার যে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে উঠেছে, তার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ৷

এই বিতর্ককে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে, তা প্রশমনে আগামী তিনদিন কর্নাটকের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর কাছে ৷

আরও পড়ুন: Malala Yousafzai : বার্মিংহামে ছোট্ট নিকাহ আসর, সঙ্গী আসারের সঙ্গে নতুন অধ্যায় শুরু মালালার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.