ETV Bharat / bharat

COVID vaccination trial: দেশে নাবালকদের টিকাকরণের ট্রায়াল শেষ হওয়ার পথে, দিল্লি হাইকোর্টকে জানাল কেন্দ্র

দেশে নাবালকদের মধ্যে করোনার টিকাকরণের ট্রায়াল শেষ হওয়ার পথে ৷ শুক্রবার দিল্লি হাইকোর্টে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সরকার ৷ এক নাবালকের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই তথ্য পেশ করেছে কেন্দ্র ৷

Clinical trial for Covid vaccines for children on  verge of completion: Centre to HC
COVID vaccination trial: দেশে নাবালকদের টিকাকরণের ট্রায়াল শেষ হওয়ার পথে, দিল্লি হাইকোর্টকে জানাল কেন্দ্র
author img

By

Published : Jul 16, 2021, 8:32 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : দেশে 18 বছরের কম বয়সীদের করোনার টিকাকরণের ট্রায়াল (COVID-19 vaccination trial) প্রায় শেষ হওয়ার পথে ৷ শুক্রবার দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এদিন সরকারের তরফে আদালতকে জানানো হয়, নাবালকদের টিকা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করা হবে এবং বিশেষজ্ঞরা অনুমতি দিলেই টিকাকরণ শুরু হয়ে যাবে ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে কমছে হাসপাতালে ভর্তি হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা, সমীক্ষায় দাবি ICMR-এর

শুক্রবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্য়াটেল (Chief Justice D N Patel) এবং বিচারপতি জ্যোতি সিংয়ের (Justice Jyoti Singh) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন নাবালকদের টিকাকরণ প্রসঙ্গে তথ্য পেশ করে কেন্দ্রীয় সরকার ৷ যা শুনে আদালতের পর্যবেক্ষণ হল, আগে ট্রায়ালটা হয়ে যাক ৷ ট্রায়াল ছাড়াই যদি টিকাকরণ শুরু হয়ে যায়, তাহলে তার ফল ভয়ঙ্কর হতে পারে ৷ কেন্দ্রের অবস্থান জানার পর দুই বিচারপতি সরকারের উদ্দেশে বলেন, ‘‘ট্রায়াল শেষ হোক ৷ তারপরই দ্রুত শিশুদের উপর তা প্রয়োগ করতে হবে ৷ গোটা দেশ অপেক্ষা করছে ৷’’ আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷’’

আরও পড়ুন : আঠারোর নিচে টিকাকরণ নেই, থমকে টেবিল টেনিস

বিশেষজ্ঞদের দাবি, শীঘ্রই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷ এমনকী, বিশ্বের কোথাও কোথাও তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আগেই বলা হয়েছিল, করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাবিত হবে 18 বছরের কম বয়সীরা ৷ এই অবস্থায় 12 থেকে 17 বছর বয়সীদের দ্রুত টিকাকরণের দাবি আদালতের দ্বারস্থ হয়েছিল এক নাবালক ৷ তার তরফে করা ওই মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার নাবালকদের টিকাকরণের ট্রায়াল সংক্রান্ত তথ্য এদিন আদালতে পেশ করে ৷

নয়াদিল্লি, 16 জুলাই : দেশে 18 বছরের কম বয়সীদের করোনার টিকাকরণের ট্রায়াল (COVID-19 vaccination trial) প্রায় শেষ হওয়ার পথে ৷ শুক্রবার দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এদিন সরকারের তরফে আদালতকে জানানো হয়, নাবালকদের টিকা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করা হবে এবং বিশেষজ্ঞরা অনুমতি দিলেই টিকাকরণ শুরু হয়ে যাবে ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে কমছে হাসপাতালে ভর্তি হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা, সমীক্ষায় দাবি ICMR-এর

শুক্রবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্য়াটেল (Chief Justice D N Patel) এবং বিচারপতি জ্যোতি সিংয়ের (Justice Jyoti Singh) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন নাবালকদের টিকাকরণ প্রসঙ্গে তথ্য পেশ করে কেন্দ্রীয় সরকার ৷ যা শুনে আদালতের পর্যবেক্ষণ হল, আগে ট্রায়ালটা হয়ে যাক ৷ ট্রায়াল ছাড়াই যদি টিকাকরণ শুরু হয়ে যায়, তাহলে তার ফল ভয়ঙ্কর হতে পারে ৷ কেন্দ্রের অবস্থান জানার পর দুই বিচারপতি সরকারের উদ্দেশে বলেন, ‘‘ট্রায়াল শেষ হোক ৷ তারপরই দ্রুত শিশুদের উপর তা প্রয়োগ করতে হবে ৷ গোটা দেশ অপেক্ষা করছে ৷’’ আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷’’

আরও পড়ুন : আঠারোর নিচে টিকাকরণ নেই, থমকে টেবিল টেনিস

বিশেষজ্ঞদের দাবি, শীঘ্রই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ৷ এমনকী, বিশ্বের কোথাও কোথাও তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আগেই বলা হয়েছিল, করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাবিত হবে 18 বছরের কম বয়সীরা ৷ এই অবস্থায় 12 থেকে 17 বছর বয়সীদের দ্রুত টিকাকরণের দাবি আদালতের দ্বারস্থ হয়েছিল এক নাবালক ৷ তার তরফে করা ওই মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার নাবালকদের টিকাকরণের ট্রায়াল সংক্রান্ত তথ্য এদিন আদালতে পেশ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.