শ্রীনগর, 6 মার্চ : জঙ্গি হানায় রক্তাক্ত জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ৷ রবিবার দুপুরে শ্রীনগরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা (Grenade Attack in Srinagar) ৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন 21 জন ৷ আহতদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন ৷
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদিন শ্রীনগরের লালচকের কাছে আমিরা কাদাল বাজারে যখন নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছিলেন তখন তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় ৷ ঘটনাস্থলেই একজন সাধারণ মানুষের মৃত্যু হয় ৷
আরও পড়ুন : অমৃতসরের বিএসএফ মেসে চলল গুলি ; নিহত পাঁচ, আহত 10 জওয়ান
আহতদের দ্রুত উদ্ধার করে এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের প্রত্যেকের শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ এলাকা ঘিরে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷ কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি ৷ জানুয়ারি মাসেই এই এলাকায় গ্রেনেড হামলা হয়েছিল, আহত হয়েছিলেন 10 জন ৷