নয়াদিল্লি, 4 জুন : অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলা টিকাদানের অগ্রগতি এবং এয়ার ইন্ডিয়ার বকেয়া ইস্যু নিয়ে আলোচনা করার জন্য বেসরকারি বিমানবন্দর অপারেটরদের সঙ্গে বৃহস্পতিবার একটি বৈঠক করেন ৷
সূত্রের খবর, এদিন প্রদীপ সিং খারোলা বেসরকারি বিমানবন্দর অপারেটরদের জানান, বিমানবন্দরের সমস্ত কর্মীদের অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা করে তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে ৷
বৈঠকে বিমানবন্দর অপারেটরদের আরও জানানো হয় যে, এখন থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত বকেয়া পাওনা পরিচালনা করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷
আরও পড়ুন : রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে
সরকারের লক্ষ্য হল, এই চলতি আর্থিক বছরের মধ্যে বিক্রয় সম্পন্ন করে বিস্তৃত আর্থিক ঘাটতি পূরণ ৷ আর সেটাই হবে আয়ের অন্যতম প্রধান উৎস ৷
সরকার এয়ার ইন্ডিয়ার পুরো 100 শতাংশ শেয়ার বিক্রি করছে যেটা 2007 সালে দেশীয় অপারেটর ভারতীয় এয়ারলাইন্সে সংযুক্ত হওয়ার পর থেকে এটি লোকসানে চলছিল ৷ টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটর অজয় সিং এয়ার ইন্ডিয়ার শেয়ার বিভক্তিকরণের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন ৷