নয়াদিল্লি, 29 নভেম্বর: মানুষ চায় সংসদের অধিবেশন হোক গঠনমূলক (citizens want productive session)৷ সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of parliament) শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী Narendra Modi (PM Modi ahead of Winter Session) ৷ সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি ৷ তবে সংসদের নিয়ম কানুন মেনে চলার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
প্রথামাফিক সংসদের অধিবেশন শুরুর প্রাক্কালে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "সরকার সব বিষয়ে আলোচনার জন্য, সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে ৷ যখন সরকার বা সরকারের নীতির বিরুদ্ধে গলা চড়ানো হয়, তখন সংসদের ও অধ্যক্ষের চেয়ারের মর্যাদা রক্ষা করা উচিত ৷ আমরা নিয়ম কানুন মেনে চলব যাতে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগায় ৷" দেশের নাগরিকরা সবসময়ই গঠনমূলক অধিবেশন চায় বলে মত নমোর ৷
এ দিন কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (PM on Omicron) নিয়েও সবাইকে সতর্ক করেন তিনি ৷ সঙ্কটের পরিস্থিতিতে সব সাংসদ ও অন্যান্যদের নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখার কথা বলেন মোদি ৷
আজ থেকে শুরু হয়ে অধিবেশন চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷ 25 দিনের শীতকালীন অধিবেশনে 36টি আইন সংক্রান্ত বিল ও একটি অর্থ বিল পেশ করার কথা রয়েছে কেন্দ্রের ৷ এর মধ্যে কৃষি আইন প্রত্যাহার বিল ছাড়াও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি (দ্বিতীয় সংশোধন) বিল 2021 ও ইলেকট্রিসিটি (সংশোধনী) বিল ৷
আরও পড়ুন: PM skips All-Party Meet : শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে নেই মোদি, তৃণমূলের নজর 10 বিষয়ে
তবে এ বারের অধিবেশনও তপ্ত হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে ৷ পেগাসাস-সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হবে বিরোধীরা ৷ যে বিষয়গুলি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলবে, তা নিয়ে নিজেরা আলোচনা করে নেওয়ার জন্য অধিবেশন শুরুর আগে কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে শামিল হয় বিরোধী দলগুলি ৷ তবে সেই বৈঠকে ছিল না তৃণমূল ৷
আরও পড়ুন: Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা