হায়দরাবাদ, 9 জুন : কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ভারত বায়েটেকের ক্যাম্পাসে ৷ তেলাঙ্গানার হায়দরাবাদের এই কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কার্যালয়টি শমিরপেট অঞ্চলের জিনোম ভ্যালিতে অবস্থিত ৷ এখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর 64 জন সশস্ত্র জওয়ান থাকবেন নিরাপত্তার দায়িত্বে ৷ ইন্সপেক্টর স্তরের এক আধিকারিক নেতৃত্ব দেবেন এই দলের ৷ 14 জুন থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাহারা দেবে ভারত বায়োটেকের ক্যাম্পাস ৷
আরও পড়ুন : বেসরকারি হাসপাতালে করোনা টিকার দাম বেঁধে দিল কেন্দ্র
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিরাপত্তাবাহিনী মোতায়েনে ছাড়পত্র দিয়েছে ৷ এক আধিকারিক জানিয়েছেন, "দেশের স্বাস্থ্য ও চিকিৎসার সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত বায়োটেক ৷ তারা বিভিন্ন বিরোধী ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে হুমকি পেতে পারে ৷ তাই হায়দরাবাদে সিআইএসএফ-কে ভারত বায়োটেকের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে ৷"
দেশে কোভিড-19 ভ্যাকসিনের চাহিদা মেটাতে এই সংস্থা তাদের উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে ৷ 2008-এর মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে দেশবাসীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমন যে কোনও সংস্থার নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েন করা হয়ে থাকে ৷