উত্তরকাশী/নয়াদিল্লি, 28 নভেম্বর: গত 17 দিন ধরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে বের করে আনার জন্য উদ্ধার অভিযান মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে ৷ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, বায়ুসেনার একটি চিনুক হেলিকপ্টার সিল্কিয়ারা সুড়ঙ্গের কাছে অবতরণ করেছে এবং উদ্ধারের পর শ্রমিকদের এয়ারলিফটের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তবে আজই নয, শ্রমিকদের এয়ারলিফট করা হবে আগামিকাল অর্থাৎ বুধবার ৷
এনডিএমএ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন দিল্লিতে একটি ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন যে, চিনুক হেলিকপ্টারটি ওড়ার শেষ সময় বিকেল সাড়ে চারটে ছিল ৷ সেই সময় পেরিয়ে যাওয়ায় বুধবার সকালে শ্রমিকদের এয়ারলিফট করা হবে ।
তাঁর কথায়, "চিনুক হেলিকপ্টার চিন্যালিসাউর এয়ারস্ট্রিপে রয়েছে...চিনুক হেলিকপ্টারটি ওড়ার শেষ সময় বিকেল সাড়ে চারটে । আমরা এটি রাতে ওড়াব না । যেহেতু উদ্ধারে দেরি আছে, তাই পরদিন সকালে শ্রমিকদের নিয়ে যাওয়া হবে... ৷" তিনি বলেন, 17 দিন ধরে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিকের কাছে পৌঁছনোর জন্য পাইপটিকে আরও দুই মিটার ঠেলে দিতে হবে ।
আগার ড্রিলিং মেশিনের ভাঙা অংশগুলি ধ্বংসস্তূপ থেকে সরানোর পরে একটি সীমিত জায়গায় হাত দিয়ে যন্ত্রের সাহায্যে ড্রিলিং শেষ করার জন্য খনিতে ইঁদুরের মতো গর্ত খুঁড়তে 12 জন খনি বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল । হাসনাইন বলেন, 58 মিটার খনন করা হয়েছে, উদ্ধারকারী পাইপটি আটকে পড়া শ্রমিকদের দিকে আরও দুই মিটার এগিয়ে দিতে হবে ।
তাঁর কথায়, "আমরা বড় সাফল্যের খুব কাছাকাছি থাকলেও এখনও সেখানে পৌঁছতে পারিনি ৷ আটকে পড়া শ্রমিকরা মেশিনের শব্দ শুনেছেন । একবার ব্রেকথ্রু পাওয়া গেলে সমস্ত আটকে পড়া শ্রমিককে বের করতে 3-4 ঘণ্টা সময় লাগবে ৷ পাইপের মধ্যে দিয়ে চাকাযুক্ত স্ট্রেচারে প্রতিটি শ্রমিককে বের করতে প্রায় 3-5 মিনিট সময় লাগবে ।" তিনি আরও বলেন যে, ইঁদুরের গর্ত খোঁড়ার খনি শ্রমিকরা 24 ঘন্টারও কম সময়ে 10 মিটার খনন করে একটি অসাধারণ কাজ করেছে ।
সিল্কিয়ারা সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের এবং উদ্ধারকারীদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান হাসনাইন ৷
আরও পড়ুন: