ETV Bharat / bharat

Chinese Woman Arrested: হিমাচল প্রদেশে গ্রেফতার চিনা মহিলা, উদ্ধার ভুয়ো নথি ও মুদ্রা - himachal pradesh news

ভুয়ো নথি-সহ এক চিনা মহিলাকে গ্রেফতার করল পুলিশ(Chinese Woman Arrested)৷ তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6 লাখ 40 হাজার ভারতীয় মুদ্রা ও 1 লাখ 10 হাজার নেপালি মুদ্রা ৷

Etv Bharat
হিমাচল প্রদেশে গ্রেফতার চিনা মহিলা
author img

By

Published : Oct 26, 2022, 8:44 AM IST

মান্ডি (হিমাচল প্রদেশ), 26 অক্টোবর: হিমাচলের মান্ডি জেলার তিব্বতি মঠ থেকে চিনা বংশোদ্ভূত এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ(Chinese Woman Arrested with Fake Documents in Himachal)৷ 22 অক্টোবর রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের তরফে বিষয়টি আজ প্রকাশ্যে আনা হয়েছে (Himachal Pradesh News)৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন ধরে এক মহিলা যোগিন্দরনগর মহকুমার অধীন চৌন্তার একটি তিব্বতি মঠে(Tibetan Monastery in Mandi District)বাস করছেন ৷ যিনি নিজেকে নেপালি বংশোদ্ভূত বলে দাবি করলেও তাঁকে নেপালের বাসিন্দা বলে মনে হচ্ছে না ৷ তিনি এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিলেন ৷ এ হেন ঘটনার কথা জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করে ৷ মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর ঘরে তল্লাশি চালানো হয় ৷ এরপরই তাঁর ঘর থেকে সন্দেহজনক নথি মেলে ৷ যার মধ্যে কিছু নথি নেপালের ও কিছু চিনের ৷ দুই নথিতেই মহিলার বয়স আলাদা লেখা আছে ৷ উদ্ধার হওয়া নথি পরীক্ষা করে তদন্তকারীদের দালি ওই মহিলার সঙ্গে চিনের যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে ।

একইসঙ্গে তাঁর কাছ থেকে 6 লাখ 40 হাজার ভারতীয় মুদ্রা ও 1 লাখ 10 হাজার নেপালি মুদ্রা পাওয়া যায় ৷ এরপরই সন্দেহ হওয়ায় পুলিশ মহিলাকে গ্রেফতার করে ৷ মহিলার কাছে থাকা দুটি মোবাইল ফোন ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ 23 অক্টোবর অভিযুক্ত মহিলাকে যোগিন্দরনগর আদালতে পেশ করা হয় এবং সেখান থেকে 27 অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠানো হয় ৷

এই বিষয়ে মান্ডি থানার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, কী উদ্দেশ্যে ওই মহিলা এখানে বসবাস করছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারকেও এ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং সেখান থেকে আসা দলের সামনে আরও তদন্ত করা হবে ৷

আরও পড়ুন : শক্তি ছাড়া শান্তি পাওয়া যায় না, কার্গিলে বললেন মোদি

মান্ডি (হিমাচল প্রদেশ), 26 অক্টোবর: হিমাচলের মান্ডি জেলার তিব্বতি মঠ থেকে চিনা বংশোদ্ভূত এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ(Chinese Woman Arrested with Fake Documents in Himachal)৷ 22 অক্টোবর রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের তরফে বিষয়টি আজ প্রকাশ্যে আনা হয়েছে (Himachal Pradesh News)৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন ধরে এক মহিলা যোগিন্দরনগর মহকুমার অধীন চৌন্তার একটি তিব্বতি মঠে(Tibetan Monastery in Mandi District)বাস করছেন ৷ যিনি নিজেকে নেপালি বংশোদ্ভূত বলে দাবি করলেও তাঁকে নেপালের বাসিন্দা বলে মনে হচ্ছে না ৷ তিনি এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিলেন ৷ এ হেন ঘটনার কথা জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করে ৷ মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর ঘরে তল্লাশি চালানো হয় ৷ এরপরই তাঁর ঘর থেকে সন্দেহজনক নথি মেলে ৷ যার মধ্যে কিছু নথি নেপালের ও কিছু চিনের ৷ দুই নথিতেই মহিলার বয়স আলাদা লেখা আছে ৷ উদ্ধার হওয়া নথি পরীক্ষা করে তদন্তকারীদের দালি ওই মহিলার সঙ্গে চিনের যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে ।

একইসঙ্গে তাঁর কাছ থেকে 6 লাখ 40 হাজার ভারতীয় মুদ্রা ও 1 লাখ 10 হাজার নেপালি মুদ্রা পাওয়া যায় ৷ এরপরই সন্দেহ হওয়ায় পুলিশ মহিলাকে গ্রেফতার করে ৷ মহিলার কাছে থাকা দুটি মোবাইল ফোন ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ 23 অক্টোবর অভিযুক্ত মহিলাকে যোগিন্দরনগর আদালতে পেশ করা হয় এবং সেখান থেকে 27 অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠানো হয় ৷

এই বিষয়ে মান্ডি থানার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, কী উদ্দেশ্যে ওই মহিলা এখানে বসবাস করছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারকেও এ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং সেখান থেকে আসা দলের সামনে আরও তদন্ত করা হবে ৷

আরও পড়ুন : শক্তি ছাড়া শান্তি পাওয়া যায় না, কার্গিলে বললেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.