ETV Bharat / bharat

Terror Suspect Memon Released: ডিভোর্স চাওয়ায় স্বামীকে জঙ্গি বলে এনআইএ-কে ভুয়ো মেল চিনা মহিলার! - মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড

ডিভোর্স চেয়েছিলেন স্বামী ৷ রাজি নন স্ত্রী ৷ তাই ভারতের সরফরাজ মেমনকে জঙ্গি বলে উল্লেখ করে ভুয়ো মেল পাঠালেন চিনা স্ত্রী (Chinese Woman Hoax Mail to NIA) ৷ প্রথমে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর মেমনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

Terror Suspect Memon Released
Terror Suspect Memon Released
author img

By

Published : Mar 1, 2023, 12:45 PM IST

ইন্দোর (মধ্যপ্রদেশ), 1 মার্চ: জঙ্গি সন্দেহে সরফরাজ মেমন (Terror suspect Sarfaraz Memon) নামে এক ব্যক্তিকে আটক করেছিল মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশ ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস (Maharashtra ATS) ৷ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ কারণ, তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনআইএ-র (NIA) কাছে জমা পড়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন ৷ সূত্রের খবর, সরফরাজ এখন আর তাঁর চিনা স্ত্রীর সঙ্গে থাকেন না ৷ সরফরাজ বিবাহবিচ্ছেদ চান ৷ কিন্তু ওই মহিলা তাতে রাজি নন ৷ সেই কারণে রাগের বশে এনআইএ-কে ইমেল করে সরফরাজকে জঙ্গি বলে দাবি করেছিলেন ওই মহিলা ৷

প্রসঙ্গত, রবিবার এনআইএ-র কাছে একটি ইমেল আসে ৷ সেই ইমেলে জানানো হয় যে ইন্দোরের বাসিন্দা সরফরাজ মেমন একজন জঙ্গি ৷ তিনি গত 12 বছর ধরে চিন, পাকিস্তান ও হংকং থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন ৷ এখন মুম্বইয়ে হামলা চালানোর পরিকল্পনা করছেন ৷ ওই ইমেলে সরফরাজের আধার কার্ড, গাড়ির লাইসেন্স, পাসপোর্ট ও বসবাসের শংসাপত্রের মতো সমস্ত বিবরণ সংযুক্ত করাছিল ৷ তাঁকে 'ডেঞ্জার ম্যান' বলে ওই ইমেলে উল্লেখ করা হয় ৷

তদন্তে নামে মুম্বই পুলিশ, মহারাষ্ট্রের এটিএস-সহ একাধিক তদন্তকারী সংস্থা ৷ জানা যায় যে ইন্দোরের ধার এরিয়ায় থাকেন সরফরাজ ৷ তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার একটি বিশেষ অভিযানে মেমনকে আটক করা হয় ৷ তার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ প্রাথমিকভাবে তাঁকে আইএসআই জঙ্গি হিসেবে মনে করা হয়েছিল ৷ তদন্তে উঠে আসে যে সরফরাজের পাসপোর্টে চিনে যাওয়ার প্রমাণ রয়েছে ৷ 2018-2019 সালে তিনি ওই দেশে ছিলেন ৷ জিজ্ঞাসাবাদের সরফরাজ স্বীকার করেন যে তিনি হংকং ও চিনে ৷

ফলে ইমেলের দাবির সঙ্গে সরফরাজের বক্তব্যও মিলে যেতে থাকে ৷ তখন তদন্তকারীদের সন্দেহ আরও দৃঢ় হয় ৷ কিন্তু জঙ্গিযোগের কোনও প্রমাণ মেলেনি ৷ আর সরফরাজও নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করতে থাকেন ৷ তখন তিনি চিনে থাকা স্ত্রীর সম্পর্কে তদন্তকারীদের জানান ৷ সূত্রের খবর, চিনে থাকাকালীন এক মহিলাকে তিনি বিয়ে করেন ৷ তিনি সরফরাজের তৃতীয় স্ত্রী ৷ কিন্তু দু’জনের মধ্যে বনিবনা হয়নি ৷ সেই কারণে তিনি চিন ছেড়ে ভারতে ফিরে আসেন ৷ তার পর ইন্দোরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ সেখানে চতুর্থবারের জন্য বিয়েও করেন ৷

সরফরাজের দাবি, তিনি ডিভোর্স চাইছেন বলেই ওই মহিলা তাঁকে বদনাম করতে এই ইমেল করেছে ৷ ওই মহিলার কাছে তাঁর ব্যক্তিগত নথি থেকে যাওয়ায় তা ব্যবহার করেই ইমেল করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণেই জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে সরফরাজকে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3

ইন্দোর (মধ্যপ্রদেশ), 1 মার্চ: জঙ্গি সন্দেহে সরফরাজ মেমন (Terror suspect Sarfaraz Memon) নামে এক ব্যক্তিকে আটক করেছিল মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশ ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস (Maharashtra ATS) ৷ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ কারণ, তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনআইএ-র (NIA) কাছে জমা পড়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন ৷ সূত্রের খবর, সরফরাজ এখন আর তাঁর চিনা স্ত্রীর সঙ্গে থাকেন না ৷ সরফরাজ বিবাহবিচ্ছেদ চান ৷ কিন্তু ওই মহিলা তাতে রাজি নন ৷ সেই কারণে রাগের বশে এনআইএ-কে ইমেল করে সরফরাজকে জঙ্গি বলে দাবি করেছিলেন ওই মহিলা ৷

প্রসঙ্গত, রবিবার এনআইএ-র কাছে একটি ইমেল আসে ৷ সেই ইমেলে জানানো হয় যে ইন্দোরের বাসিন্দা সরফরাজ মেমন একজন জঙ্গি ৷ তিনি গত 12 বছর ধরে চিন, পাকিস্তান ও হংকং থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন ৷ এখন মুম্বইয়ে হামলা চালানোর পরিকল্পনা করছেন ৷ ওই ইমেলে সরফরাজের আধার কার্ড, গাড়ির লাইসেন্স, পাসপোর্ট ও বসবাসের শংসাপত্রের মতো সমস্ত বিবরণ সংযুক্ত করাছিল ৷ তাঁকে 'ডেঞ্জার ম্যান' বলে ওই ইমেলে উল্লেখ করা হয় ৷

তদন্তে নামে মুম্বই পুলিশ, মহারাষ্ট্রের এটিএস-সহ একাধিক তদন্তকারী সংস্থা ৷ জানা যায় যে ইন্দোরের ধার এরিয়ায় থাকেন সরফরাজ ৷ তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার একটি বিশেষ অভিযানে মেমনকে আটক করা হয় ৷ তার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ প্রাথমিকভাবে তাঁকে আইএসআই জঙ্গি হিসেবে মনে করা হয়েছিল ৷ তদন্তে উঠে আসে যে সরফরাজের পাসপোর্টে চিনে যাওয়ার প্রমাণ রয়েছে ৷ 2018-2019 সালে তিনি ওই দেশে ছিলেন ৷ জিজ্ঞাসাবাদের সরফরাজ স্বীকার করেন যে তিনি হংকং ও চিনে ৷

ফলে ইমেলের দাবির সঙ্গে সরফরাজের বক্তব্যও মিলে যেতে থাকে ৷ তখন তদন্তকারীদের সন্দেহ আরও দৃঢ় হয় ৷ কিন্তু জঙ্গিযোগের কোনও প্রমাণ মেলেনি ৷ আর সরফরাজও নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করতে থাকেন ৷ তখন তিনি চিনে থাকা স্ত্রীর সম্পর্কে তদন্তকারীদের জানান ৷ সূত্রের খবর, চিনে থাকাকালীন এক মহিলাকে তিনি বিয়ে করেন ৷ তিনি সরফরাজের তৃতীয় স্ত্রী ৷ কিন্তু দু’জনের মধ্যে বনিবনা হয়নি ৷ সেই কারণে তিনি চিন ছেড়ে ভারতে ফিরে আসেন ৷ তার পর ইন্দোরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ সেখানে চতুর্থবারের জন্য বিয়েও করেন ৷

সরফরাজের দাবি, তিনি ডিভোর্স চাইছেন বলেই ওই মহিলা তাঁকে বদনাম করতে এই ইমেল করেছে ৷ ওই মহিলার কাছে তাঁর ব্যক্তিগত নথি থেকে যাওয়ায় তা ব্যবহার করেই ইমেল করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণেই জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে সরফরাজকে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.