দিল্লি, 2 মার্চ : চিনা হ্যাকারদের নিশানায় দুই ভারতীয় করোনা টিকা উৎপাদনকারী সংস্থা । সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের আইটি সিস্টেমকে নিশানা করছে সরকারি সাহায্যপ্রাপ্ত চিনা হ্যাকারের একটি গোষ্ঠী । মূলত, ভারত থেকে করোনা টিকার গবেষণা তথ্য চুরি করতে সচেষ্ট হয়েছে এই চিনা হ্যাকাররা । সংবাদ সংস্থা রয়টার্স-কে এমনই জানিয়েছে সাইবার নজরদারি সংস্থা ‘সাইফার্মা’ ।
সাইফার্মা-র তরফ থেকে জানানো হয়েছে, চিনা সরকারের সাহায্যপ্রাপ্ত হ্যাকার গোষ্ঠী স্টোন পান্ডা সেরাম ইন্সিটিউট ও ভারত বায়োটেকের সফটওয়্যার চেনগুলির দুর্বলতা চিহ্নিত করা শুরু করেছে ।
সাইফার্মার সিইও কুমার রীতেশ জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের ক্ষেত্রে হ্যাকররা মূলত দুর্বল ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলেছে, দুর্বল কন্টেন্ট-পরিচালনা সিস্টেম সম্পর্কেও কথা বলছে । আর যা খুবই উদ্বেগজনক । তাছাড়া, করোনা রোগীদের কীভাবে চিকিৎসা চলছে , কোন কোন ধরনের পরীক্ষা করা হচ্ছে, সেই সম্পর্কীত যাবতীয় তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা । যদিও চিনা সরকারের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অন্যদিকে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হয়নি ।
আরও পড়ুন, কোভিড টিকাকরণ অভিযানে 11 কোটি টাকা সাহায্য এসবিআই-এর
উল্লেখ্য, বিশ্বের প্রায় 60 শতাংশ করোনা টিকা উৎপাদন হচ্ছে ভারতে । চিনও পিছিয়ে নেই । দেশে দুই করোনা টিকা উৎপাদনকারী বড় সংস্থা হল ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউট । ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড দেশ ও বিদেশে সরবরাহ করা হচ্ছে । এরই মধ্যে ভারতের ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির অভিযোগ উঠল ।