ETV Bharat / bharat

Chinese Tricks Ahead of BRICS Summit : ব্রিকস সম্মেলনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার চেষ্টায় বেজিং

author img

By

Published : Mar 27, 2022, 12:54 PM IST

ব্রিকস সম্মেলনের আগে ভারতের সামনে নিজেদের ‘ছদ্মবেশী’ বন্ধুত্বের পরিকল্পনা ব্যর্থ হয়েছে চিনের ৷ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’র ভারত সফরের পর নিজেদের রিপোর্টে এমনটাই উল্লেখ করেছে পলিসি রিসার্চ গ্রুপ ৷ সেখানে বলা হয়েছে, চিনে আয়োজিত আসন্ন ব্রিকস সম্মেলনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিছুটা নরম করতে চেয়েছিল বেজিং (Chinese FM's Forced Visit to India Meant to Ease Ties Ahead of BRICS Summit) ৷ কিন্তু, সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে ৷

Chinese FMs Forced Visit to India Meant to Ease Ties Ahead of BRICS Summit
Chinese FMs Forced Visit to India Meant to Ease Ties Ahead of BRICS Summit

বেজিং, 27 মার্চ : আসন্ন ব্রিকস সম্মেলনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতেই গত বৃহস্পতিবার দিল্লি এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese FM's Forced Visit to India Meant to Ease Ties Ahead of BRICS Summit) ৷ তাও কার্যত বাধ্য হয়ে তাঁকে ভারত সফরে আসতে হয়েছে ৷ এমনটাই দাবি করছে কূটনৈতিক মহল ৷ আর এই সফরের আসল উদ্দেশ্য ছিল, আসন্ন ব্রিকস সম্মেলনের আগে আলোচনায় বসে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিছু হালকা করা ৷ কারণ ব্রিকসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি অনেক বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বেজিং ৷

চিনের বিদেশমন্ত্রীর এই ঝটিকা সফরের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে করছে কূটনৈতি কমহল (Chinese Tricks Ahead of BRICS Summit) ৷ কারণ, 2020’র এপ্রিল থেকে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুই দেশের বাহিনীর মুখোমুখি অবস্থান এবং চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান বেজিংকে ভাবিয়ে তুলেছে ৷ তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷ কিন্তু, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি ৷ আর এমনটা যে হবে, তা আগেই থেকেই চিন জানত বলে পলিসি রিসার্চ গ্রুপের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে ৷

কিন্তু, তা সত্ত্বেও চিনের কিছু করার ছিল না বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘ওয়াং ই’র এই ভারত সফরের নিট ফল শূন্য হবে জেনেও, নিজেদের স্বার্থে বেজিং ওয়াং ই’কে ভারতে পাঠিয়েছিল ৷ চিন নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে প্রমাণ করতে আক্রমণাত্মক, উস্কানিমূলক ও নগ্ন আচরণ করতে পারে না ৷ আনুগত্যের পাশাপাশি তাদের অন্যান্য দেশের সঙ্গে নিজেদের দ্বন্দ্ব মিটমাট করার চেষ্টা করতে হবে ৷ বিশেষ করে ভারতের মত দেশের ক্ষেত্রে ৷ যাদের সীমান্তে চোখরাঙানি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না ৷’’

আরও পড়ুন : Imran khan : রবিবারের সমাবেশেই কি ইমরান খানের পদত্যাগ ঘোষণা ? জল্পনা তুঙ্গে

ওই রিপোর্টে বলা হয়েছে, চিন এখনও নিশ্চিত নয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের জিয়ামেন শহরে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কিনা ৷ তাই ব্রিকসের আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মোদির উপরে চাপ তৈরির চেষ্টা করতে হত ওয়াং ই’কে ৷ চিনা বিদেশমন্ত্রীর এই সফরকে ওই রিপোর্টে ‘চিনের ছদ্মবেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ যেখানে চিন নিজেকে প্রতিবেশী ভারতের কাছে শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরতে চেয়েছিল ৷ কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পলিসি রিসার্চ গ্রুপের রিপোর্টে ৷

বেজিং, 27 মার্চ : আসন্ন ব্রিকস সম্মেলনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতেই গত বৃহস্পতিবার দিল্লি এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese FM's Forced Visit to India Meant to Ease Ties Ahead of BRICS Summit) ৷ তাও কার্যত বাধ্য হয়ে তাঁকে ভারত সফরে আসতে হয়েছে ৷ এমনটাই দাবি করছে কূটনৈতিক মহল ৷ আর এই সফরের আসল উদ্দেশ্য ছিল, আসন্ন ব্রিকস সম্মেলনের আগে আলোচনায় বসে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিছু হালকা করা ৷ কারণ ব্রিকসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি অনেক বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বেজিং ৷

চিনের বিদেশমন্ত্রীর এই ঝটিকা সফরের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে করছে কূটনৈতি কমহল (Chinese Tricks Ahead of BRICS Summit) ৷ কারণ, 2020’র এপ্রিল থেকে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুই দেশের বাহিনীর মুখোমুখি অবস্থান এবং চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান বেজিংকে ভাবিয়ে তুলেছে ৷ তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷ কিন্তু, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি ৷ আর এমনটা যে হবে, তা আগেই থেকেই চিন জানত বলে পলিসি রিসার্চ গ্রুপের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে ৷

কিন্তু, তা সত্ত্বেও চিনের কিছু করার ছিল না বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘ওয়াং ই’র এই ভারত সফরের নিট ফল শূন্য হবে জেনেও, নিজেদের স্বার্থে বেজিং ওয়াং ই’কে ভারতে পাঠিয়েছিল ৷ চিন নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে প্রমাণ করতে আক্রমণাত্মক, উস্কানিমূলক ও নগ্ন আচরণ করতে পারে না ৷ আনুগত্যের পাশাপাশি তাদের অন্যান্য দেশের সঙ্গে নিজেদের দ্বন্দ্ব মিটমাট করার চেষ্টা করতে হবে ৷ বিশেষ করে ভারতের মত দেশের ক্ষেত্রে ৷ যাদের সীমান্তে চোখরাঙানি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না ৷’’

আরও পড়ুন : Imran khan : রবিবারের সমাবেশেই কি ইমরান খানের পদত্যাগ ঘোষণা ? জল্পনা তুঙ্গে

ওই রিপোর্টে বলা হয়েছে, চিন এখনও নিশ্চিত নয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের জিয়ামেন শহরে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কিনা ৷ তাই ব্রিকসের আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মোদির উপরে চাপ তৈরির চেষ্টা করতে হত ওয়াং ই’কে ৷ চিনা বিদেশমন্ত্রীর এই সফরকে ওই রিপোর্টে ‘চিনের ছদ্মবেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ যেখানে চিন নিজেকে প্রতিবেশী ভারতের কাছে শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরতে চেয়েছিল ৷ কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পলিসি রিসার্চ গ্রুপের রিপোর্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.