নয়াদিল্লি, 7 অক্টোবর : লখিমপুর কাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের ৷ আজ প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ বাকি দুজন হলেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলি ৷
কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ অভিযোগ, সে সময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় একাধিক জনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা ৷ শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ এই ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷
এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি ৷ রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু পুলিশ তাঁকে সেখানে পৌঁছতে বাধা দেয় ৷ সোমবার সকালে প্রথমে তাঁকে আটক করা হয় সীতাপুরের গেস্ট হাউসে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই দিন থেকে টানা প্রায় আড়াই দিন সীতাপুর গেস্ট হাউসে 'বন্দি' ছিলেন প্রিয়াঙ্কা ৷ বুধবার দুপুরের দিকে লখনউ পৌঁছন রাহুল গান্ধি ৷ তিনি আগেই জানিয়েছিলেন লখিমপুর যাবেন ৷ কিন্তু লখনউ পৌঁছনোর পর পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুলকেও ৷ পরে রাহুল-সহ কংগ্রেসের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ সীতাপুর থেকে ছাড়া পেয়ে রাহুলের সঙ্গেই এদিন লখিমপুর যান প্রিয়াঙ্কা ৷
এদিকে, হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার । তবে এতবড় ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট কেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করছে না, তা নিয়ে আজই সরব হন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবল ৷ টুইটারে তিনি লেখেন, "যখন কোনও ইউটিউব, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন প্রিন্ট মিডিয়ার খবরের উপর ভিত্তি করে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট ৷ আজ আমাদের নাগরিকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে খুন করা হচ্ছে ৷ সুপ্রিম কোর্টকে পদক্ষেপের অনুরোধ করছি ৷ "
আরও পড়ুন:লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন দুই আইনজীবী ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে লখিমপুরের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা ৷ এবার সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল লখিমপুর-কাণ্ডে ৷ আজ শুনানিতে কী হয়, সেদিকে নজর সবার ৷