ETV Bharat / bharat

Tripura Assembly Election 2023: রাত পোহালেই ভোটের ফল, গণনাকেন্দ্র পরিদর্শনে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক - ভোট গণনা

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Assembly Election 2023) গণনা (Vote Counting) ৷ তার আগে বুধবার আগরতলার একটি গণনাকেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer of Tripura) কিরণ গিট্টে (Kiran Gitte) ৷

Chief Electoral Officer of Tripura Kiran Gitte visits one Counting Centre in Agartala
ভোট গণনাকেন্দ্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
author img

By

Published : Mar 1, 2023, 3:07 PM IST

আগরতলা, 1 মার্চ: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরই ত্রিপুরায় শুরু হয়ে যাবে বিধানসভা ভোট (Tripura Assembly Election 2023) গণনার কাজ (Vote Counting) ৷ তার আগে, বুধবার গণনাকেন্দ্র পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer of Tripura) কিরণ গিট্টে (Kiran Gitte) ৷ আগরতলার উমাকান্ত হায়ার সেকেন্ডারি স্কুলে তৈরি করা হয়েছে একটি ভোট গণনাকেন্দ্র ৷ এই কেন্দ্রের মোট 14টি টেবিলে ভোটগণনা করা হবে ৷ এদিন এই কেন্দ্রেই আসেন কিরণ ৷

এদিনের পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিরণ জানান, "বৃহস্পতিবার (2 মার্চ, 2023) সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হবে ৷ রাজ্যের মোট 60টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল গত 16 ফেব্রুয়ারি ৷ বৃহস্পতিবার ওই 60টি আসনে গৃহীত ভোট মোট 21টি কেন্দ্রে গণনা করা হবে ৷"

আরও পড়ুন: বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিপুরা ও নাগাল্যান্ডে পদ্ম ফোটার ইঙ্গিত, মেঘালয়ে চমক দিতে পারে তৃণমূল

এদিনের পরিদর্শনের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, "জিরানিয়া ও মোহনপুর বাদে সবক'টি মহকুমাতেই ভোট গণনাকেন্দ্র গড়ে তোলা হয়েছে ৷ জিরানিয়া এবং মোহনপুরের ভোট গণনা করা হবে আগরতলার এই উমাকান্ত হায়ার সেকেন্ডারি স্কুলে ৷ এর জন্য স্কুলে এবং স্কুলকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে ৷ এখানকার দু'টি ভবনে গণনার কাজ করা হবে ৷ এখানে সাংবাদিকদের অপেক্ষা করার জন্য একটি মিডিয়া সেন্টার থাকছে ৷ সেখানে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাবে ৷ টেলিফোন থাকবে ৷ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও থাকবে ৷ এছাড়া, পর্যবেক্ষক ও প্রার্থীদের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে ৷ এমনকী, স্ট্রং রুমে যে সিসিটিভি নজরদারি চলছে, প্রার্থীরাও যাতে তা সরাসরি দেখতে পান, সেই পরিকাঠামোও তৈরি করা রয়েছে ৷"

এদিকে, ভোট গণনার কাজ শুরু হওয়ার আগেই ত্রিপুরাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যের নিরাপত্তাবাহিনীকেও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ৷ সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন ৷ সমস্ত রাস্তায় দফায় দফায় টহলদারি চলছে ৷ গাড়ি থামিয়ে নাকাতল্লাশি করা হচ্ছে ৷ পাশাপাশি, সীমান্তে বিএসএফকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷

আগরতলা, 1 মার্চ: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরই ত্রিপুরায় শুরু হয়ে যাবে বিধানসভা ভোট (Tripura Assembly Election 2023) গণনার কাজ (Vote Counting) ৷ তার আগে, বুধবার গণনাকেন্দ্র পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer of Tripura) কিরণ গিট্টে (Kiran Gitte) ৷ আগরতলার উমাকান্ত হায়ার সেকেন্ডারি স্কুলে তৈরি করা হয়েছে একটি ভোট গণনাকেন্দ্র ৷ এই কেন্দ্রের মোট 14টি টেবিলে ভোটগণনা করা হবে ৷ এদিন এই কেন্দ্রেই আসেন কিরণ ৷

এদিনের পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিরণ জানান, "বৃহস্পতিবার (2 মার্চ, 2023) সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হবে ৷ রাজ্যের মোট 60টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল গত 16 ফেব্রুয়ারি ৷ বৃহস্পতিবার ওই 60টি আসনে গৃহীত ভোট মোট 21টি কেন্দ্রে গণনা করা হবে ৷"

আরও পড়ুন: বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিপুরা ও নাগাল্যান্ডে পদ্ম ফোটার ইঙ্গিত, মেঘালয়ে চমক দিতে পারে তৃণমূল

এদিনের পরিদর্শনের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, "জিরানিয়া ও মোহনপুর বাদে সবক'টি মহকুমাতেই ভোট গণনাকেন্দ্র গড়ে তোলা হয়েছে ৷ জিরানিয়া এবং মোহনপুরের ভোট গণনা করা হবে আগরতলার এই উমাকান্ত হায়ার সেকেন্ডারি স্কুলে ৷ এর জন্য স্কুলে এবং স্কুলকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে ৷ এখানকার দু'টি ভবনে গণনার কাজ করা হবে ৷ এখানে সাংবাদিকদের অপেক্ষা করার জন্য একটি মিডিয়া সেন্টার থাকছে ৷ সেখানে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাবে ৷ টেলিফোন থাকবে ৷ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও থাকবে ৷ এছাড়া, পর্যবেক্ষক ও প্রার্থীদের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে ৷ এমনকী, স্ট্রং রুমে যে সিসিটিভি নজরদারি চলছে, প্রার্থীরাও যাতে তা সরাসরি দেখতে পান, সেই পরিকাঠামোও তৈরি করা রয়েছে ৷"

এদিকে, ভোট গণনার কাজ শুরু হওয়ার আগেই ত্রিপুরাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যের নিরাপত্তাবাহিনীকেও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ৷ সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন ৷ সমস্ত রাস্তায় দফায় দফায় টহলদারি চলছে ৷ গাড়ি থামিয়ে নাকাতল্লাশি করা হচ্ছে ৷ পাশাপাশি, সীমান্তে বিএসএফকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.