ETV Bharat / bharat

P Chidambaram : দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পাঁজরে চোট চিদম্বরমের - দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি

কংগ্রেসের অভিযোগ, দিল্লি পুলিশ কেসি ভেনুগোপালের উপর প্রাণঘাতী হামলা চালায় ৷ দিল্লির কংগ্রেস নেতা শক্তি সিং গোভিলকে লাঠি দিয়ে মারা হয়েছে (Congress slams Delhi police) ৷

P Chidambaram injured
পাঁজরে চোট পি চিদম্বরমের
author img

By

Published : Jun 13, 2022, 10:45 PM IST

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ইডির তলব ঘিরে সোমবার দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ৷ কংগ্রেসের অভিযোগ, পুলিশের আক্রমণে আহত হয়েছেন একাধিক কংগ্রেস নেতা ৷ চশমা ভেঙেছে ও পাঁজরে চোট পেয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (Chidambaram left with hairline rib fracture congress blames Delhi police) ৷ এদিন রাতে এক টুইট বার্তায় চিদম্বরম লেখেন, "যখন তিনজন ভারি চেহারার পুলিশকর্মী আপনাকে ধাক্কা দেন, তখন আপনার চোট লাগার (হেয়ারলাইন ফ্র্যাকচার) সৌভাগ্য হয় ৷ যদিও চিকিৎসক জানিয়েছেন 10 দিনের মধ্যে এই চোট ঠিক হয়ে যাবে ৷" কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা জানিয়েছেন চিদম্বরমের বাঁ-দিকের পাঁজরে চোট লাগে ৷ তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করে চশমা ফেলে দেওয়া হয় ৷

  • मोदी सरकार बर्बरता की हर हद पार कर गई।

    पूर्व गृह मंत्री, श्री पी.चिदंबरम के साथ पुलिस की धक्कामुक्की हुई, चश्मा ज़मीन पर फेंका, उनकी बायीं पसलियों में हेयरलाइन फ्रैक्चर है।

    सांसद प्रमोद तिवाड़ी को सड़क पर फेंका गया। सिर में चोट और पसली में फ्रैक्चर है।

    क्या यह प्रजातंत्र है? pic.twitter.com/rRLOhIOTJ3

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র

কংগ্রেসের অভিযোগ, দিল্লি পুলিশ কেসি ভেনুগোপালের উপর প্রাণঘাতী হামলা চালায় ৷ দিল্লির কংগ্রেস নেতা শক্তি সিং গোভিলকে লাঠি দিয়ে মারা হয়েছে ৷ সাংসদ প্রমোদ তিওয়ারির মাথায় চোট লেগেছে ৷ শান্তিপূর্ণ মিছিলে নরেন্দ্র মোদি, অমিত শাহের পুলিশ বর্বর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ তাদের শতাধিক নেতা-কর্মীকে থানায় আটকে রাখা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের ৷ দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ কংগ্রেস নেতৃত্বের উপর পুলিশের এদিনের আক্রমণকে ব্রিটিশ জমানার সঙ্গে তুলনা করেছে হাত শিবির ৷

নয়াদিল্লি, 13 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ইডির তলব ঘিরে সোমবার দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ৷ কংগ্রেসের অভিযোগ, পুলিশের আক্রমণে আহত হয়েছেন একাধিক কংগ্রেস নেতা ৷ চশমা ভেঙেছে ও পাঁজরে চোট পেয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (Chidambaram left with hairline rib fracture congress blames Delhi police) ৷ এদিন রাতে এক টুইট বার্তায় চিদম্বরম লেখেন, "যখন তিনজন ভারি চেহারার পুলিশকর্মী আপনাকে ধাক্কা দেন, তখন আপনার চোট লাগার (হেয়ারলাইন ফ্র্যাকচার) সৌভাগ্য হয় ৷ যদিও চিকিৎসক জানিয়েছেন 10 দিনের মধ্যে এই চোট ঠিক হয়ে যাবে ৷" কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা জানিয়েছেন চিদম্বরমের বাঁ-দিকের পাঁজরে চোট লাগে ৷ তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করে চশমা ফেলে দেওয়া হয় ৷

  • मोदी सरकार बर्बरता की हर हद पार कर गई।

    पूर्व गृह मंत्री, श्री पी.चिदंबरम के साथ पुलिस की धक्कामुक्की हुई, चश्मा ज़मीन पर फेंका, उनकी बायीं पसलियों में हेयरलाइन फ्रैक्चर है।

    सांसद प्रमोद तिवाड़ी को सड़क पर फेंका गया। सिर में चोट और पसली में फ्रैक्चर है।

    क्या यह प्रजातंत्र है? pic.twitter.com/rRLOhIOTJ3

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র

কংগ্রেসের অভিযোগ, দিল্লি পুলিশ কেসি ভেনুগোপালের উপর প্রাণঘাতী হামলা চালায় ৷ দিল্লির কংগ্রেস নেতা শক্তি সিং গোভিলকে লাঠি দিয়ে মারা হয়েছে ৷ সাংসদ প্রমোদ তিওয়ারির মাথায় চোট লেগেছে ৷ শান্তিপূর্ণ মিছিলে নরেন্দ্র মোদি, অমিত শাহের পুলিশ বর্বর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ তাদের শতাধিক নেতা-কর্মীকে থানায় আটকে রাখা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের ৷ দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ কংগ্রেস নেতৃত্বের উপর পুলিশের এদিনের আক্রমণকে ব্রিটিশ জমানার সঙ্গে তুলনা করেছে হাত শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.