ETV Bharat / bharat

Car-Bike in Diwali Gift: দীপাবলিতে কর্মীদের গাড়ি-বাইক উপহার গয়নার দোকানের মালিকের - দীপাবলি 2022

দীপাবলিতে (Diwali 2022) কর্মীদের গাড়ি ও বাইক উপহার (Car-Bike in Diwali Gift) দিলেন চেন্নাইয়ের এক গয়নার দোকানের মালিক (Chennai Jewellery shop owner)৷ রবিবার তিনি কর্মীদের হাতে তুলে দেন গাড়ির চাবি ৷

Chennai Jewellery shop owner gifts cars, bikes to staff for Diwali
দীপাবলিতে কর্মীদের গাড়ি-বাইক উপহার গয়নার দোকানের মালিকের
author img

By

Published : Oct 17, 2022, 1:12 PM IST

চেন্নাই, 17 অক্টোবর: সামনেই দীপাবলির উৎসব (Diwali 2022)৷ সেই উপলক্ষে চেন্নাইয়ের একটি গয়নার দোকানের মালিক তাঁর কর্মীদের উপহার দিলেন বাইক ও গাড়ি (Car-Bike in Diwali Gift)৷ স্বাভাবিক ভাবেই দিওয়ালিতে এমন উপহার পেয়ে আহ্লাদে আটখানা দোকানের কর্মীরা ৷

গয়নার দোকানের মালিক (Chennai Jewellery shop owner) জয়ন্তী লাল রবিবার কর্মীদের হাতে উপহার তুলে দিয়ে জানান, "10 জন কর্মীকে গাড়ি ও 20 জনকে বাইক উপহার দেওয়া হয়েছে ৷" দোকানের কর্মীরা যে ভাবে তাঁকে সহযোগিতা করেন তার ভূয়সী প্রশংসা করে জয়ন্তী লাল বলেছেন, "সমস্ত ওঠা-নামায় ওরা আমার পাশে থেকেছে ৷ আমার জন্য কাজ করে গিয়েছে ৷ তাঁদের এই অবদানকে আরও অনুপ্রেরণা জোগাতেই এই উপহার ৷" এর আগে 'চালানি জুয়েলরি'র মালিক তাঁর কর্মীদের 8টি গাড়ি ও 18টি বাইক উপহার দিয়েছিলেন ৷

Chennai Jewellery shop owner gifts cars, bikes to staff for Diwali
দীপাবলিতে গাড়ি উপহার

মালিকের থেকে এই উপহার পেয়ে সবাই আপ্লুত ৷ আবেগের বশে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন ৷ রবিবার কর্মীদের হাতে গাড়ি ও বাইকের চাবি তুলে দেন জয়ন্তী লাল ৷ কর্মীদের কথা বলতে গিয়ে তিনি বলেন, "ওদের কাজকে আরও অনুপ্রেরণা দিতে এবং ওদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন আনতেই এই উপহার দিচ্ছি ৷ আমার ব্যবসার সব ওঠা-পড়ায় ওরা আমাকে সাহায্য করেছে ৷ আমাকে লাভের মুখ দেখতে সাহায্য করেছে ৷ ওদের নিয়ে আমি মন থেকে খুব খুশি ৷ প্রত্যেক মালিকের তাঁর কর্মীদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং তাঁদের কাজের পুরস্কার দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: নরকাসুরকে পুড়িয়ে দীপাবলির আলো জ্বলবে গোয়ায়

এ বছর আগামী সোমবার অর্থাৎ 24 অক্টোবর দীপাবলি ৷ আলোর উৎসব পালনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে ৷ পুরাণ মতে, লঙ্কার রাজা রাবণকে বধ করে 14 বছরের বনবাস সেরে রাম তাঁর ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন ৷ সেই আনন্দেই চারিদিকে পালিত হয় আলোর উৎসব ৷ আবার হিন্দু পুরাণে এও রয়েছে যে, দ্বাপর যুগে নরকাসুরকে বধ করেছিলেন বিষ্ণুর অবতার কৃষ্ণ ৷ সেই উপলক্ষে পালিত হয় দীপাবলির উৎসব ৷ কারণ যা-ই হোক, উৎসব যে ধনী-দরিদ্র সবার সেটাই কখনও ভোলেননি চেন্নাইয়ের ব্যবসায়ী জয়ন্তী লাল ৷ সে জন্যই এই দীপাবলির উৎসবে তাঁর কর্মীদের মুখে হাসি ফোটাতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ৷

চেন্নাই, 17 অক্টোবর: সামনেই দীপাবলির উৎসব (Diwali 2022)৷ সেই উপলক্ষে চেন্নাইয়ের একটি গয়নার দোকানের মালিক তাঁর কর্মীদের উপহার দিলেন বাইক ও গাড়ি (Car-Bike in Diwali Gift)৷ স্বাভাবিক ভাবেই দিওয়ালিতে এমন উপহার পেয়ে আহ্লাদে আটখানা দোকানের কর্মীরা ৷

গয়নার দোকানের মালিক (Chennai Jewellery shop owner) জয়ন্তী লাল রবিবার কর্মীদের হাতে উপহার তুলে দিয়ে জানান, "10 জন কর্মীকে গাড়ি ও 20 জনকে বাইক উপহার দেওয়া হয়েছে ৷" দোকানের কর্মীরা যে ভাবে তাঁকে সহযোগিতা করেন তার ভূয়সী প্রশংসা করে জয়ন্তী লাল বলেছেন, "সমস্ত ওঠা-নামায় ওরা আমার পাশে থেকেছে ৷ আমার জন্য কাজ করে গিয়েছে ৷ তাঁদের এই অবদানকে আরও অনুপ্রেরণা জোগাতেই এই উপহার ৷" এর আগে 'চালানি জুয়েলরি'র মালিক তাঁর কর্মীদের 8টি গাড়ি ও 18টি বাইক উপহার দিয়েছিলেন ৷

Chennai Jewellery shop owner gifts cars, bikes to staff for Diwali
দীপাবলিতে গাড়ি উপহার

মালিকের থেকে এই উপহার পেয়ে সবাই আপ্লুত ৷ আবেগের বশে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন ৷ রবিবার কর্মীদের হাতে গাড়ি ও বাইকের চাবি তুলে দেন জয়ন্তী লাল ৷ কর্মীদের কথা বলতে গিয়ে তিনি বলেন, "ওদের কাজকে আরও অনুপ্রেরণা দিতে এবং ওদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন আনতেই এই উপহার দিচ্ছি ৷ আমার ব্যবসার সব ওঠা-পড়ায় ওরা আমাকে সাহায্য করেছে ৷ আমাকে লাভের মুখ দেখতে সাহায্য করেছে ৷ ওদের নিয়ে আমি মন থেকে খুব খুশি ৷ প্রত্যেক মালিকের তাঁর কর্মীদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং তাঁদের কাজের পুরস্কার দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: নরকাসুরকে পুড়িয়ে দীপাবলির আলো জ্বলবে গোয়ায়

এ বছর আগামী সোমবার অর্থাৎ 24 অক্টোবর দীপাবলি ৷ আলোর উৎসব পালনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে ৷ পুরাণ মতে, লঙ্কার রাজা রাবণকে বধ করে 14 বছরের বনবাস সেরে রাম তাঁর ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন ৷ সেই আনন্দেই চারিদিকে পালিত হয় আলোর উৎসব ৷ আবার হিন্দু পুরাণে এও রয়েছে যে, দ্বাপর যুগে নরকাসুরকে বধ করেছিলেন বিষ্ণুর অবতার কৃষ্ণ ৷ সেই উপলক্ষে পালিত হয় দীপাবলির উৎসব ৷ কারণ যা-ই হোক, উৎসব যে ধনী-দরিদ্র সবার সেটাই কখনও ভোলেননি চেন্নাইয়ের ব্যবসায়ী জয়ন্তী লাল ৷ সে জন্যই এই দীপাবলির উৎসবে তাঁর কর্মীদের মুখে হাসি ফোটাতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.