দিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কুচকাওয়াজের পাশাপাশি রয়েছে কৃষকদের ট্র্যাক্টর প্যারেড ৷ ইতিমধ্যে সিংঘু, টিকরি, গাজিয়াবাদ, চিল্লা সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির অভিমুখে রওনা দিয়েছে ৷ নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা দিল্লিতে প্রবেশ করার মুখে রাজধানীর উপকণ্ঠে পুলিশের ব্যারিকেড ভাঙার খবর পাওয়া গিয়েছে ।
হরিয়ানা ও দিল্লির মাঝে সিঙ্ঘু সীমান্তের কাছে পাঁচ হাজারেরও বেশি কৃষক নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় । এরপরই ব্যারিকেড ভাঙে বিক্ষোভরত কৃষকরা । প্রসঙ্গত, নভেম্বরের শেষ থেকে শুরু হওয়া এই আন্দোলনের কেন্দ্রস্থল সিঙ্ঘু সীমান্তই ।
পশ্চিম দিল্লিতে কৃষক নেতারা বিক্ষোভকারীদের বিশৃঙ্খলার মাঝে শান্ত রাখার চেষ্টা করেন । প্রতিনিধিরা জানিয়েছেন, সমাবেশের সময় নির্ধারণের জন্য তাঁরা পুলিশদের সঙ্গে একটি বৈঠক করবেন ।
আরও পড়ুন : রাজধানীতে ট্র্যাক্টর মিছিল, বাড়ানো হল নিরাপত্তা