ETV Bharat / bharat

Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত - জলের অণু

চাঁদে জল পাওয়ার সম্ভাবনা আরও বাড়ল ৷ সৌজন্যে চন্দ্রযান-2 ৷ বিজ্ঞানীদের দাবি, ইসরোর পাঠানো এই মহাকাশযান চাঁদে জলের অণু খুঁজে পেয়েছে ৷ ইতিমধ্যেই কারেন্ট সায়েন্স পত্রিকায় এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে ৷

Chandrayaan-2 detects presence of water molecules on moon
Chandrayaan-2 : চাঁদে জলের ভাণ্ডার ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলেছে এমনই ইঙ্গিত
author img

By

Published : Aug 12, 2021, 9:09 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট : চাঁদে জলের সন্ধান পেল চন্দ্রযান-2 (Chandrayaan-2) ৷ ইসরোর (ISRO) দ্বিতীয় চন্দ্রাভিযানে পৃথিবীর একমাত্র উপগ্রহটি সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে, তা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা ৷ তাঁদের দাবি, চাঁদে জলের সূক্ষ্ম অণু খুঁজে পাওয়া গিয়েছে ৷

এই সংক্রান্ত একটি গবেষণাপত্র যৌথভাবে লেখার দায়িত্বে ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ISRO) প্রাক্তন চেয়ারম্য়ান এ এস কিরণকুমার (A S Kirankumar) ৷ তিনি জানান, চন্দ্রযান-2 ইনফ্রারেড বর্ণমালার ছবি তৈরি করেছে ৷ যা একটা বিরাট সাফল্য ৷ বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷

আরও পড়ুন : ISRO: প্রযুক্তিগত সমস্যা থাকায় কক্ষপথে পৌঁছাল না কৃত্রিম উপগ্রহ

এই গবেষণাপত্রটি ইতিমধ্যেই কারেন্ট সায়েন্স (Current Science) পত্রিকায় প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ইনফ্রারেড বর্ণমালার ছবি বিশ্লেষণ করে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তা হল, চাঁদে প্রচুর পরিমাণ জলীয় অণু রয়েছে ৷ চন্দ্রপৃষ্ঠের 29 ডিগ্রি উত্তর থেকে 62 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে হাইড্রক্সিল ও জলের উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন : ভারত মহাসাগরীয় অঞ্চলে নজর রাখবে ‘সিন্ধু নেত্র’

চাঁদে যে সমস্ত পাথর পাওয়া গিয়েছে, তার মধ্যে ফেজিওক্লেজের আধিক্য রয়েছে ৷ এর ফলে হাইড্রক্সিল ও জলের উপস্থিতির সম্ভাবনা আরও বেড়েছে ৷ গবেষকদের সিদ্ধান্ত হল, চন্দ্রযান-2 যেসব তথ্য জোগাড় করেছে, তা বিশ্লেষণ করলে বলা যায়, চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই জল পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে ৷ তবে এটাও ঠিক, চন্দ্রযান-2-এর অভিযান থেকে যতটা আশা করা হয়েছিল, ততটাও ভাল ফল পাওয়া যায়নি ৷

নয়াদিল্লি, 12 অগস্ট : চাঁদে জলের সন্ধান পেল চন্দ্রযান-2 (Chandrayaan-2) ৷ ইসরোর (ISRO) দ্বিতীয় চন্দ্রাভিযানে পৃথিবীর একমাত্র উপগ্রহটি সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে, তা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা ৷ তাঁদের দাবি, চাঁদে জলের সূক্ষ্ম অণু খুঁজে পাওয়া গিয়েছে ৷

এই সংক্রান্ত একটি গবেষণাপত্র যৌথভাবে লেখার দায়িত্বে ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ISRO) প্রাক্তন চেয়ারম্য়ান এ এস কিরণকুমার (A S Kirankumar) ৷ তিনি জানান, চন্দ্রযান-2 ইনফ্রারেড বর্ণমালার ছবি তৈরি করেছে ৷ যা একটা বিরাট সাফল্য ৷ বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷

আরও পড়ুন : ISRO: প্রযুক্তিগত সমস্যা থাকায় কক্ষপথে পৌঁছাল না কৃত্রিম উপগ্রহ

এই গবেষণাপত্রটি ইতিমধ্যেই কারেন্ট সায়েন্স (Current Science) পত্রিকায় প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ইনফ্রারেড বর্ণমালার ছবি বিশ্লেষণ করে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তা হল, চাঁদে প্রচুর পরিমাণ জলীয় অণু রয়েছে ৷ চন্দ্রপৃষ্ঠের 29 ডিগ্রি উত্তর থেকে 62 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে হাইড্রক্সিল ও জলের উপস্থিতি প্রমাণিত হয়েছে ৷

আরও পড়ুন : ভারত মহাসাগরীয় অঞ্চলে নজর রাখবে ‘সিন্ধু নেত্র’

চাঁদে যে সমস্ত পাথর পাওয়া গিয়েছে, তার মধ্যে ফেজিওক্লেজের আধিক্য রয়েছে ৷ এর ফলে হাইড্রক্সিল ও জলের উপস্থিতির সম্ভাবনা আরও বেড়েছে ৷ গবেষকদের সিদ্ধান্ত হল, চন্দ্রযান-2 যেসব তথ্য জোগাড় করেছে, তা বিশ্লেষণ করলে বলা যায়, চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই জল পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে ৷ তবে এটাও ঠিক, চন্দ্রযান-2-এর অভিযান থেকে যতটা আশা করা হয়েছিল, ততটাও ভাল ফল পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.