ETV Bharat / bharat

Chandrababu Naidu: রাজামহেন্দ্রভরম কেন্দ্রীয় কারাগারে এলেন চন্দ্রবাবু, অশান্ত অন্ধ্র - Rajamahendravaram Central Jail

Chandrababu Shifted to Central Jail: গতকাল চন্দ্রবাবু নাইডুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আর আজ, তাঁকে স্থানান্তরিত করা হল রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে ৷ তাঁর গ্রেফতারি ঘিরে অশান্ত অন্ধ্রপ্রদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি হয়েছে 144 ধারা।

রাজামহেন্দ্রভরম কেন্দ্রীয় কারাগারে এলেন চন্দ্রবাবু
Chandrababu Naidu
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 9:11 AM IST

Updated : Sep 11, 2023, 9:49 AM IST

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ গতকাল তাঁকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে ৷ আর তাই 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা এই সেন্ট্রাল জেলে ৷ সেই মতো আজ, সোমবার তাঁকে রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় বিজয়ওয়াড়া আদালত 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। এর প্রতিবাদে অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক দিয়েছে টিডিপি ৷

  • #WATCH | Andhra Pradesh: Amid heavy security, former CM N Chandrababu Naidu was taken to Rajahmundry Central Prison. He was sent to judicial custody till September 23 in a corruption case earlier today. pic.twitter.com/gR8jLwq6WN

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চন্দ্রবাবু নাইডুর ছেলে তথা প্রাক্তন মন্ত্রী নারা লোকেশকে সেন্ট্রাল জেলে বাবার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। যখন নাইডুকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়, তখন তেলেগু দেশম পার্টি (টিডিপি) ক্যাডার এবং নেতারা তাঁকে দেখতে বিজয়ওয়াড়া থেকে রাজামহেন্দ্রভরম পর্যন্ত রাস্তায় নেমে পড়েন। দুর্নীতির মামলার অভিযোগে যেভাবে টিডিপি প্রধানকে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা করেছেন বিরোধী নেতারাও।

নারা লোকেশ অন্ধ্রপ্রদেশের বর্তমান জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে 'ধ্বংসাত্মক রাজনীতি' চালানোর অভিযোগ করেছেন ৷ যে কোনও উপায়ে বিরোধী নেতাদের কণ্ঠস্বর দমন করা তাঁর। টুইটে তিনি লেখেন, "তাঁর বাবাকে যেভাবে দুর্নীতির মামলায় টার্গেট করা হয়েছে তাতে তিনি ক্ষুদ্ধ ​​। তাঁর বাবা এমন একজন যিনি বর্তমান সরকারের নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান ৷ তাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ৷"

গতকাল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা সিআইডি আদালতে নাইডুর পক্ষে বলেন, "আসন্ন নির্বাচনের আগে সুবিধা আদায়ের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।" অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভার ভোট একইসঙ্গে অনুষ্ঠিত হবে। জনসেনা পার্টির নেতা এবং অভিনেতা পবন কল্যাণ ওয়াইএসআর কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছেন, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বিরোধী নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করছেন। কারণ তিনি অতীতে তিনি নিজে দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন।

আরও পড়ুন: শনিতে দীর্ঘ জেরা, রবি-ভোরে বিজয়ওয়াড়ার আদালতে চন্দ্রবাবু নাইডু

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ গতকাল তাঁকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে ৷ আর তাই 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা এই সেন্ট্রাল জেলে ৷ সেই মতো আজ, সোমবার তাঁকে রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় বিজয়ওয়াড়া আদালত 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। এর প্রতিবাদে অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক দিয়েছে টিডিপি ৷

  • #WATCH | Andhra Pradesh: Amid heavy security, former CM N Chandrababu Naidu was taken to Rajahmundry Central Prison. He was sent to judicial custody till September 23 in a corruption case earlier today. pic.twitter.com/gR8jLwq6WN

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চন্দ্রবাবু নাইডুর ছেলে তথা প্রাক্তন মন্ত্রী নারা লোকেশকে সেন্ট্রাল জেলে বাবার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। যখন নাইডুকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়, তখন তেলেগু দেশম পার্টি (টিডিপি) ক্যাডার এবং নেতারা তাঁকে দেখতে বিজয়ওয়াড়া থেকে রাজামহেন্দ্রভরম পর্যন্ত রাস্তায় নেমে পড়েন। দুর্নীতির মামলার অভিযোগে যেভাবে টিডিপি প্রধানকে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা করেছেন বিরোধী নেতারাও।

নারা লোকেশ অন্ধ্রপ্রদেশের বর্তমান জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে 'ধ্বংসাত্মক রাজনীতি' চালানোর অভিযোগ করেছেন ৷ যে কোনও উপায়ে বিরোধী নেতাদের কণ্ঠস্বর দমন করা তাঁর। টুইটে তিনি লেখেন, "তাঁর বাবাকে যেভাবে দুর্নীতির মামলায় টার্গেট করা হয়েছে তাতে তিনি ক্ষুদ্ধ ​​। তাঁর বাবা এমন একজন যিনি বর্তমান সরকারের নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান ৷ তাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ৷"

গতকাল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা সিআইডি আদালতে নাইডুর পক্ষে বলেন, "আসন্ন নির্বাচনের আগে সুবিধা আদায়ের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।" অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভার ভোট একইসঙ্গে অনুষ্ঠিত হবে। জনসেনা পার্টির নেতা এবং অভিনেতা পবন কল্যাণ ওয়াইএসআর কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছেন, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বিরোধী নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করছেন। কারণ তিনি অতীতে তিনি নিজে দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন।

আরও পড়ুন: শনিতে দীর্ঘ জেরা, রবি-ভোরে বিজয়ওয়াড়ার আদালতে চন্দ্রবাবু নাইডু

Last Updated : Sep 11, 2023, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.