ETV Bharat / bharat

Karnataka Election Results 2023: কংগ্রেসের জয় নিশ্চিত, হেরেছেন প্রধানমন্ত্রী: রমেশ - কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল 2023

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ইঙ্গিত মিলতেই টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন জয়রাম রমেশ ৷ তাঁর মতে, এটা প্রধানমন্ত্রীর হার ৷ রমেশ নিশ্চিত যে, কংগ্রেস জিতছে ৷

Jairam Ramesh
জয়রাম রমেশ
author img

By

Published : May 13, 2023, 12:55 PM IST

নয়াদিল্লি, 13 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে কংগ্রেস ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই দেখা যায় বিজেপি ও জেডি(এস)-কে অনেক পেছনে ফেলে এগিয়ে রয়েছে সোনিয়া গান্ধির দল ৷ আর এই ট্রেন্ড দেখার পরই সেলিব্রেশনে মেতেছেন কর্মী-সমর্থকরা ৷ দল এখন মোটামুটি নিশ্চিত যে, ভোটে তারাই জিতছে ৷ সেই কারণেই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, দল জিতছে এটা নিশ্চিত ৷ আর তাঁর মতে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হার ৷ কারণ তাঁকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালিয়ে গণভোট পাওয়ার আশায় ছিল বিজেপি ৷

নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, প্রতিবেদন লেখা পর্যন্ত 35টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস ৷ এগিয়ে রয়েছে 89টি আসনে ৷ সেখানে বিজেপি কর্ণাটকে এখনও পর্যন্ত 17টি আসনে জিতেছে আর এগিয়ে রয়েছে 52টি আসনে ৷ 2024 সালের সংসদীয় নির্বাচনের আগে উভয় দলের জন্যই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷

এই অবস্থায় কর্ণাটকে সাফল্যের আভাস পেয়ে টুইট বার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, কর্ণাটকে ফলাফল দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে এটি এখন নিশ্চিত যে কংগ্রেস জিতেছে এবং প্রধানমন্ত্রী হেরেছেন । বিজেপি তাদের নির্বাচনী প্রচারকে প্রধানমন্ত্রীর জন্য গণভোট হিসেবে তুলে ধরে রাজ্যের থেকে আশীর্বাদ চেয়েছিল ৷ তবে তাদের এই প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয়েছে বলে কটাক্ষ করেন রমেশ ৷

  • As the results firm up in Karnataka it is now certain that the Congress has won and the PM has lost. The BJP had made its election campaign a referendum on the PM and on the state getting his 'ashirwaad'. That has been decisively rejected!

    The Congress party fought these…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ টুইটে তিনি আরও লেখেন, কংগ্রেস এই নির্বাচনে জীবিকা ও খাদ্য নিরাপত্তা, মূল্যবৃদ্ধি, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ সরবরাহ, বেকারত্ব এবং দুর্নীতির মতো স্থানীয় ইস্যুতে লড়াই করেছে ৷ মোদির বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টি করেছেন এবং মেরুকরণের চেষ্টা করেছেন । রমেশের মতে, কর্ণাটকের ভোট বেঙ্গালুরুতে এমন একটি ইঞ্জিনের জন্য যা সামাজিক সম্প্রীতির সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধিকে একত্রিত করবে ৷

আরও পড়ুন: রাহুল অজেয়, অপ্রতিরোধ্য ! এই বার্তা দিতে কংগ্রেসের হাতিয়ার সিয়ার গান আনস্টপেবল

নয়াদিল্লি, 13 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে কংগ্রেস ৷ ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই দেখা যায় বিজেপি ও জেডি(এস)-কে অনেক পেছনে ফেলে এগিয়ে রয়েছে সোনিয়া গান্ধির দল ৷ আর এই ট্রেন্ড দেখার পরই সেলিব্রেশনে মেতেছেন কর্মী-সমর্থকরা ৷ দল এখন মোটামুটি নিশ্চিত যে, ভোটে তারাই জিতছে ৷ সেই কারণেই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, দল জিতছে এটা নিশ্চিত ৷ আর তাঁর মতে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হার ৷ কারণ তাঁকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালিয়ে গণভোট পাওয়ার আশায় ছিল বিজেপি ৷

নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, প্রতিবেদন লেখা পর্যন্ত 35টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস ৷ এগিয়ে রয়েছে 89টি আসনে ৷ সেখানে বিজেপি কর্ণাটকে এখনও পর্যন্ত 17টি আসনে জিতেছে আর এগিয়ে রয়েছে 52টি আসনে ৷ 2024 সালের সংসদীয় নির্বাচনের আগে উভয় দলের জন্যই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷

এই অবস্থায় কর্ণাটকে সাফল্যের আভাস পেয়ে টুইট বার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, কর্ণাটকে ফলাফল দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে এটি এখন নিশ্চিত যে কংগ্রেস জিতেছে এবং প্রধানমন্ত্রী হেরেছেন । বিজেপি তাদের নির্বাচনী প্রচারকে প্রধানমন্ত্রীর জন্য গণভোট হিসেবে তুলে ধরে রাজ্যের থেকে আশীর্বাদ চেয়েছিল ৷ তবে তাদের এই প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয়েছে বলে কটাক্ষ করেন রমেশ ৷

  • As the results firm up in Karnataka it is now certain that the Congress has won and the PM has lost. The BJP had made its election campaign a referendum on the PM and on the state getting his 'ashirwaad'. That has been decisively rejected!

    The Congress party fought these…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ টুইটে তিনি আরও লেখেন, কংগ্রেস এই নির্বাচনে জীবিকা ও খাদ্য নিরাপত্তা, মূল্যবৃদ্ধি, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ সরবরাহ, বেকারত্ব এবং দুর্নীতির মতো স্থানীয় ইস্যুতে লড়াই করেছে ৷ মোদির বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টি করেছেন এবং মেরুকরণের চেষ্টা করেছেন । রমেশের মতে, কর্ণাটকের ভোট বেঙ্গালুরুতে এমন একটি ইঞ্জিনের জন্য যা সামাজিক সম্প্রীতির সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধিকে একত্রিত করবে ৷

আরও পড়ুন: রাহুল অজেয়, অপ্রতিরোধ্য ! এই বার্তা দিতে কংগ্রেসের হাতিয়ার সিয়ার গান আনস্টপেবল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.