ETV Bharat / bharat

Babul Supriyo: দলত্যাগের আগেই বাবুলের নিরাপত্তা Z থেকে কমে Y - জেড ক্যাটাগরি

শনিবার অভিষেক বন্দ্য়োপাধ্যারে হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ কিন্তু আগের দিনই কমানো হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা ৷ জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে নামিয়ে আনা হয় আসানসোলের বিজেপি সাংসদকে ৷

Babul Supriyo
বাবুলের নিরাপত্তা কমাল কেন্দ্র
author img

By

Published : Sep 18, 2021, 6:41 PM IST

Updated : Sep 18, 2021, 6:53 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: বাবুল সুপ্রিয়র দলবদলে সরগরম রাজ্য রাজনীতি ৷ মন্ত্রীত্ব হারানোর পর থেকে বেসুরো ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ ৷ কিন্তু এত তাড়াতাড়ি যে ডিগবাজি খাবেন, তা বোধহয় আন্দাজ করেননি রাজনৈতিক বিশেষজ্ঞরাও ৷ সবাইকে অবাক করে শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে বাবুলের যোগদানের কথা জানানো হয়েছে । যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় জানান, রাজনীতি ছাড়ার কথা হৃদয় থেকেই জানিয়েছিলাম ৷ বাংলার জন্য কাজ করতে চেয়েছিলাম ৷ তাই এই সুযোগ হাতছাড়া করেননি ৷

কিন্তু ঘটনাচক্রে বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ও তাঁর নিরাপত্তা কমানোর ঘটনা ঘটল মাত্র 24 ঘণ্টার ব্যবধানে ৷ শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাবুলের নিরাপত্তা কমানোর কথা জানানো হয় ৷ নির্দেশিকায় দ্বিতীয় সর্বোচ্চ জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে নামানো হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা ৷ পাঁচটি ক্যাটাগরিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নিরাপত্তা দেওয়া হয় ভিভিআইপি ব্যক্তিদের ৷ এর মধ্যে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হল জেড প্লাস (Z+) ৷ এর পরে রয়ছেন যথাক্রমে জেড (Z), ওয়াই প্লাস (Y+), ওয়াই (Y) এবং এক্স (X) ৷ সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় পাবেন চতুর্থ স্তরের অর্থাৎ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ৷

আরও পড়ুন: দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

গত জুলাইয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রীত্ব হারান আসানসোলের এই সাংসদ ৷ তবে এর পরও জেড ক্যাটাগরির নিরাপত্তা ছিল বাবুলের ৷ মন্ত্রীত্ব হারালেও বিজেপি নেতার নিরাপত্তার জন্য থাকতেন ছয় থেকে সাত জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ৷ কিন্তু এবার থেকে তৃণমূল নেতার জন্য থাকবে মাত্র দু'জন নিরাপত্তারক্ষী ৷ তবে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও এখনও সাংসদ পদ ছাড়েন বাবুল ৷ আগামী সপ্তাহে দিল্লি গিয়ে স্পিকারের কাছে তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন আসানসোলের সাংসদ ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: বাবুল সুপ্রিয়র দলবদলে সরগরম রাজ্য রাজনীতি ৷ মন্ত্রীত্ব হারানোর পর থেকে বেসুরো ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ ৷ কিন্তু এত তাড়াতাড়ি যে ডিগবাজি খাবেন, তা বোধহয় আন্দাজ করেননি রাজনৈতিক বিশেষজ্ঞরাও ৷ সবাইকে অবাক করে শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে বাবুলের যোগদানের কথা জানানো হয়েছে । যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় জানান, রাজনীতি ছাড়ার কথা হৃদয় থেকেই জানিয়েছিলাম ৷ বাংলার জন্য কাজ করতে চেয়েছিলাম ৷ তাই এই সুযোগ হাতছাড়া করেননি ৷

কিন্তু ঘটনাচক্রে বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ও তাঁর নিরাপত্তা কমানোর ঘটনা ঘটল মাত্র 24 ঘণ্টার ব্যবধানে ৷ শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাবুলের নিরাপত্তা কমানোর কথা জানানো হয় ৷ নির্দেশিকায় দ্বিতীয় সর্বোচ্চ জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে নামানো হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা ৷ পাঁচটি ক্যাটাগরিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নিরাপত্তা দেওয়া হয় ভিভিআইপি ব্যক্তিদের ৷ এর মধ্যে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হল জেড প্লাস (Z+) ৷ এর পরে রয়ছেন যথাক্রমে জেড (Z), ওয়াই প্লাস (Y+), ওয়াই (Y) এবং এক্স (X) ৷ সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় পাবেন চতুর্থ স্তরের অর্থাৎ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ৷

আরও পড়ুন: দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

গত জুলাইয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রীত্ব হারান আসানসোলের এই সাংসদ ৷ তবে এর পরও জেড ক্যাটাগরির নিরাপত্তা ছিল বাবুলের ৷ মন্ত্রীত্ব হারালেও বিজেপি নেতার নিরাপত্তার জন্য থাকতেন ছয় থেকে সাত জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ৷ কিন্তু এবার থেকে তৃণমূল নেতার জন্য থাকবে মাত্র দু'জন নিরাপত্তারক্ষী ৷ তবে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও এখনও সাংসদ পদ ছাড়েন বাবুল ৷ আগামী সপ্তাহে দিল্লি গিয়ে স্পিকারের কাছে তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন আসানসোলের সাংসদ ৷

Last Updated : Sep 18, 2021, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.